একটি ছোট গল্প। পরিবেশ নিয়ে ছোট গল্প। একটি গাছের গল্প। 1 new bengali short story on Environment. sad story of a tree.
অনেক দিন পর আজ আবার একটি ছোট গল্প ছাড়পত্রে নিয়ে আসা হয়েছে। এই গল্পটিতে খুঁজে পাবেন যে, পৃথিবীর অন্য প্রজাতি গুলো হয়তো মানুষ কে সবচেয়ে বেশি অবিশ্বাস করে মানুষের স্বভাবের জন্যই। একজন রক্ষাকর্তা হলে, দশজন হয় ধ্বংস কর্তা। এভাবেই মনুষ্য জাতি হয়তো গড়ে তুলেছে নিজেকে শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে । এমন কথা কেন বললাম! তাহলে চলুন …