আজ থাকছে কিছু BIRTHDAY WISH STATUS BANGLA তে। জন্মদিনের শুভেচ্ছা কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। এখানে থাকছে- বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, প্রেমিক কে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এবং মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।
birthday wish status bangla. জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস:-
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস BIRTHDAY WISHES FOR FRIEND IN BENGALI:-
০১. এমন সুন্দর দিনেই নেমে এসেছিল একটি তাঁরা-
যার এই আগমনীতে হয়েছিল সবাই আত্মহারা।
জন্মদিনের একরাশ শুভেচ্ছা রইল।
০২. সুন্দর গুটি গুটি পায়, করলে যে আরেকটি বসন্ত পাড়-
সারা জীবন থেকো সুখে, ওগো বন্ধু আমার।
০৩. তোমার জন্মের আগ পর্যন্ত-
এই তারিখটি ছিল সাধারণ-
তোমার জন্মের পর-মুহূর্তেই-
এটি যে হয়ে গেল অসাধারণ।
০৪. তোমার সারাজীবন সুখের হোক-
ঈশ্বরের কাছে এই করি কামনা।।
পূরণ হোক তোমার যত চাওয়া, তোমার যত বাসনা।
০৫. তোমার জীবনের যত দুঃখ, যত কষ্ট হয়ে যাক শেষ-
প্রতিটি পদক্ষেপেই জয়ী হও, কাটিয়ে সব অসফলতার রেষ।
০৬. আরেকটি নতুন বসন্তে করলে যে পদার্পণ-
তোমার সব সফলতার শীঘ্রই হোক আগমন। শুভ জন্মদিন।
০৭. জীবন তোমার তাঁরার মত, স্বচ্ছ হয়ে উঠুক।
পরবর্তী জীবন তোমার আনন্দে কাটুক।। জন্মদিনে শুভেচ্ছা নিও,
০৮. প্রতিটি সকাল যেমন নতুন আশা জাগায়-
প্রতিটি ভোর যেমন নতুন প্রভা ছড়ায়,
ঠিক তেমনই তোমার এই জন্মদিনটিও হয়ে উঠুক প্রভাময়, উজ্জ্বল এবং সফলতায় ভরপুর।
০৯. আরও একটা বছর চলে এল,
বেড়ে গেল একটা মোমবাতি।
সারাজীবন থেকো সুখী,
এই কামনা করি।
১০. আজকের এই বিশেষ দিনে হয়ে উঠ আরও নবীন-
স্নেহ ভরা চাহুনি আর, বুক ভরা ভালোবাসায়
জানাই তোমায় শুভ জন্মদিন।
১১. জীবন আমার ধন্য হল-
তোমার মত বন্ধু পেয়ে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই বন্ধু,
Happy birthday গেয়ে।
১২. তোমার যত দুঃখ সব রেখে সরিয়ে,
জীবন তোমার নতুন আলোয় দাও ভরিয়ে।
আমার বন্ধু হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৩. দিনের শেষে বলছি বটে- শুভ জন্মদিন।।
তোমার যে আজ বার্থডে বন্ধু, সেটা ভাবতেই কেটে গেল গোটাটা দিন।
১৪. করে থাকি যদি কোনো ভুল করে দিও ক্ষমা,
তোমার জন্মদিনের ছবি যে একেছি মনে,
রেখেছি যে করে জমা। শুভ জন্মদিন।
১৫. যতই থাকি না দূরে-
আজ যে তোমার জন্মদিন ভুলিনি মোটে।
পরবর্তী জীবন তোমার উঠুক সাফল্যে ভড়ে।
১৬. অভিমানের ভেলা ভাসিয়ে দাও,
উপভোগ করো এই দিনটা-
সারাজীবন থেকো খুশি।
সরিয়ে রেখে সব দুশ্চিন্তা।। জন্মদিনের অনেক অনেক সুভাচ্ছা রইল।
১৭. জীবন তো চলে যায়,
নদীর স্রোতের ন্যায়
সেই স্রোতের তালে তালে
ঈশ্বর যেন তোমায় সফলতা মেলায়।। জন্মদিনের উষ্ণ ভালোবাসা রইল।
১৮. মুখে তোমার দীপ্ত হাঁসি,
যেন ফুটছে ফুল রাশি রাশি-
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে,
তেমনই জীবন তোমার যেন বন্ধু
সুখের সাগরে ভাসে।
১৯. ফুলেরা ফুটছে হাঁসি মুখে,
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে গান,
জানাতে তোমায় অভিনন্দন।।
জন্মদিনের অঢেল ভালোবাসা নিও।
২০. জীবনে হও অনেক বড়
পৃথিবীকে কর ঋণী-
গাইবে সবাই তোমার জয়গান,
রাখবে মনে চিরদিনি।।
২১. জীবন হোক ছন্দময়,
স্বপ্ন গুলো রঙিন,
ভালোবাসায় আজ ভড়ে উঠুক
তোমার জন্মদিন।
২২. তোমার যত বেদনা, হতাশা
সবই করে দিয়ে লীন-
তোমায় জানাই বন্ধু
শুভ জন্মদিন।।
২৩. রাত যায়, দিন আসে,
মাস যায় বছর আসে-
সব কিছুই যে জোগায় নতুন আশা-
তোমার এই জন্মদিনে বন্ধু জানাই বুক ভরা ভালোবাসা।।
২৪. প্রতিটি সকাল প্রতিটি মুহূর্ত, হয়ে উঠুক নবীন।
ওগো প্রিয় বন্ধু আমার শুভ জন্মদিন।।
প্রেমিক কে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। BEST BIRTHDAY WISHES FOR LOVER in bengali:-
০১. এই জন্মদিনে পূরণ হোক তোমার মনের আশা-
সারাটা জীবন ধরে যেন টিকে থাকে আমাদের এমনই ভালোবাসা।
০২. আরেকটা বছর বারলো আমার,
তোমার পাশে থেকে,
সারাটা জীবন এভাবেই থেকো তুমি
যেও এভাবে ভালোবেসে।
০৩. নতুন বসন্ত, নতুন আশা,
নতুন দিগন্ত, নতুন করে তোমায় ভালোবাসা।
শুভ জন্মদিন প্রিয়।।
০৪. ঈশ্বরকে অনেক ধন্যবাদ,
পেয়েছি যে তোমায় পাশে-
এভাবেই জীবনভর বন্ধু তোমায়
যাবই ভালোবেসে। জন্মদিনের ঝুড়ি ভর্তি ভালোবাসা রইল।
আরও এগিয়ে যাও প্রিয়।
০৫. মনের মত, সঙ্গী পাওয়া
সে আর ক’জনের ভাগ্য!
তোমাকে কাছে পেয়ে যে,
আমি নিজেই হয়েছি ধন্য। জন্মদিনের ভালোবাসা নিও।
০৬. তোমার এই জন্মদিনে,
ভেবেছি দিব যে এক গোলাপ উপহার,
কিন্তু তাকে আর কি দেব গোলাপের কড়ি,
যে নিজেই গোলাপের ভিড়ে এক ফুটফুটে পরি।
০৭. জীবনে অনেক বড় হও,
কাছে তো নেই আমি,
দূর থেকেই ভালোবাসা নিও।।
০৮. হাজারো তাঁরার মাঝে,
চাঁদটা যেমন হাঁসে।।
তোমারও হাসলে পড়ে,
সেই উজ্জ্বলতা আসে।
শুভ জন্মদিন প্রিয়।।
০৯. প্রতিটা মুহূর্ত যেন,
একসাথে থাকি,
সারাটা জীবন যেন
একসাথেই বাঁচি।
প্রতিটা জন্মদিনে যেন,
করতে পাড়ি নিয়োগ-
তোমার উপর আমার
ভালোবাসার প্রয়োগ।
১০. যতই আমি থাকি না দূরে,
চোখ বুজে দেখ,
আমি আছিই তোমার সাথে
কেকটা এবার কাটো প্রিয়,
অভিমান ফেলে পাশে।।
পড়ুন- মোটিভেশনাল বাণী
মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। BIRTHDAY WISHES FOR MOTHER IN BENGALI:-
১. সন্তান ও মায়ের যে, সম্পর্ক-
তার হয়না কোনো ব্যাখ্যা,
সকলের সাথে চলতে হবে পথ,
এই যে তোমার শিক্ষা।
জন্ম দিনের একরাশ শুভেচ্ছা মা।
২. আমার কাছে পরি, তুমি
ঈশ্বরের দেওয়া উপহার,
তুমি ছাড়া নেই যে আমার,
দুঃখের সাথী আর। love you maa.
৩. প্রিয় মা, ঈশ্বর যেন তোমার স্বাস্থ্যের খেয়াল রাখে,
আর তোমাকে তো আমার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। জন্মদিনের হৃদয় ভরা শুভকামনা রইল মা।
কারণ আমার কাছে তুমিই যে ঈশ্বর।
৪. যেভাবে তুমি নিঃস্বার্থ ভালবেসেছ,
নিজে জেগে থেকে, আমাকে ঘুমিয়েছো-
এভাবেই পাশে থেকো মা,
যেভাবে আমাকে আগলে রেখেছো।
শুভ জন্মদিন মা।
৫. তুমিই শাসন করো, তুমিই ভালোবাসো-
তুমিই শিক্ষা দাও, তুমিই পাশে আসো।
একা রাস্তায় কেউ যখন থাকে না কাছে,
তুমি মাগো তখন চলে আস পাশে।
ঈশ্বর তোমার জীবন খুশিতে ভরিয়ে তুলুক। শুভ জন্মদিন মা।
৬. আমার কাছে তুমিই বন্ধু, তুমিই শিক্ষক-
তুমিই যে পথ-প্রদর্শক। শুভ জন্মদিন মা।
৭. তুমি যেমন আমার ভালো চাও,
আমার প্রতিটি পদক্ষেপে হাত বাড়াও,
সেভাবেই ঈশ্বর যেন তোমার জীবনে খুশি নিয়ে আসে-
শুভ জন্মদিন মা।
৮. ছোট ছোট চোখে আমার,
তুমি স্বপ্ন বুনেছো।
চোট পেলে মা তুমি,
হাত বাড়িয়েছ।
না জানি কতই না সয়েছ ব্যাথা-
সারাজীবন থাকব তোমার পাশে মাগো-
দিলাম যে কথা।
জন্মদিনের হৃদয়ভরা ভালোবাসা রইল মা।
৯. ঈশ্বর তো এক, তিনি তো আর সবার খেয়াল রাখতে পাড়েন না, তাই তিনি তোমার মতন মাকে সৃষ্টি করেছেন। তাই তুমিই আমার কাছে ঈশ্বরের প্রতিনিধি মা। জন্মদিনে ভালোবাসা নিও।
১০. তোমার প্রতিটি কথায় খুঁজে পাই,
নতুন আশা-
তুমিই যে মোর ভগবান মাগো,
তুমিই যে ভরসা।
শুভ জন্মদিন আমার হৃদয়ের থেকেও প্রিয় মা।
১১. কঠিন দিনে থেকেছ পাশে-
রেখেছ, আমার কাঁধে হাত-
সারাজীবন যেন তোমার সেবা করি মাগো,
দিও আশীর্বাদ। শুভ জন্মদিন মা।
১২. আমার হৃদয়ে তোমার স্থান সবার উপড়ে, আর সেই জায়গাটিকে কেউই অতিক্রম করতে পাড়বে না। কারণ তুমিই যে আমার ঈশ্বর। আর ঈশ্বরের স্থান সর্বদা উপড়ে।
১৩. তোমার ভালোবাসাই
আমার আশা-
তোমার ভালোবাসাই যে, বিশ্বাস
তুমি যখন আছো পাশে,
পাই যে কঠিন রাস্তায় চলার আশ্বাস।
তোমার এই জন্মদিনে ঈশ্বর তার সমগ্র ভালোবাসা তোমার উদ্দেশ্যে উজার করুক।
১৪. পুড়ো দুনিয়াকে ভুলে যাবো,
কিন্তু ভুলব নাকো সেই মমতা।
আমি বেঁচে থাকতে, আঘাত করবে-
দেখি কার এত ক্ষমতা।। শুভ জন্মদিন মা, আমি বেঁচে থাকতে তোমার কোনো কষ্ট আমি হতে দেব না।
১৫. তোমার জন্যই দেখেছি, পৃথিবী-
তোমার জন্যই দেখেছি আলো,
তোমার এই জন্মদিনে মুছে যাক
জীবনের সব কালো। ঈশ্বরের সমগ্র আশীর্বাদ তোমার উপর ঝড়ে পড়ুক মা, শুভ জন্মদিন।
১৬. আজ এই শুভ দিনে-
ঈশ্বরের কাছে করি প্রার্থনা।
সারাজীবন যেন তোমার সেবা করি,
যেন করি অর্চনা। শুভ জন্মদিন মা।
১৭. ঈশ্বর তোমাকে দীর্ঘ আয়ু দান করুক মা- কারণ তুমি না থাকলে, আমার এত্ত এত্ত অভিযোগ কার কাছে শোনাব বল।
১৮. পৃথিবীতে যত রয়েছে, আদালত-
সবই যে কঠোর সাঁজা শোনায়,
তোমার এমন আদালত মা,
বিনা সাক্ষ্যতে যে মাপ করায়।। আমার আদালতের বিচারপতি হওয়ার জন্য ধন্যবাদ মা।
১৯. সবাই নাকি, পৃথিবী দেখে-
তার প্রেমিকার কাজলে।।
আমি যে মা স্বর্গ দেখি-
তোমারই আঁচলে।।
শুভ জন্মদিন মা।
২০. স্বর্গ তো দেখিনি, মা
দেখেছি তোমায়-
স্বর্গের থেকেও অধিক যতনে-
রেখেছো যে আগলে আমায়।। ঈশ্বর যেন তোমার স্বাস্থ্য ঠিক রাখেন, জন্ম দিনে এই প্রার্থনাই করি মা।
birthday wish status bangla. জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।