happy New year 2024 wishes bengali. NEW YEAR WISHES BANGLA. নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
happy New year 2024 wishes Bengali:-
ছবি ডাউনলোড করতে ছবিটিকে প্রেস করে রাখুন, ডাউনলোড এর অপশন পাবেন।
নতুন বছরের উষ্ম অভ্যর্থনা জানাই, নতুন বছরের সাথে সাথে নিজের জীবনকে আবার নতুন ভাবে সাজিয়ে তোলার সংকল্প হোক আজ থেকেই।
সফলতা ও নিরাশার মিশ্রণে আরও একটা বছর অতিক্রান্ত হল। আবার একটি নতুন বছরের আগমন। নতুন বছরের আগমন আমাদের জানিয়ে দিচ্ছে, বয়স বাড়ছে তাই লড়াইটাও এখন কঠিন হবে ধীরে ধীরে। নতুন বছরে সমস্ত বাঁধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাও, এই কামনা করি।
শুধু বছরের এই প্রথম দিনটি নয়, এই বছরের প্রতিটি দিন যেন তোমার খুব ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার।
পুরোনো বছরের অভিজ্ঞতা ও শিক্ষা কে নতুন বছরে কাজে লাগিয়ে নতুন বছরে শুরু হোক নতুন ভাবে পথ চলা।
অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটা দিন তোমার কাছে স্মরণীয় হয়ে থাকুক।
এই নতুন বছরে প্রতিজ্ঞা করুন, আগের বছর যেমন ভাবে কাটিয়েছিলেন এই বছর তার চেয়ে বেশি ভালো কাটাবেন।
জীবনে অনেক বাঁধা সত্ত্বেও আমরা আশা ছাড়তে পারি না। এই নতুন বছরে তোমার মনের যত আশা সব পূরণ হোক। হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরে প্রতিজ্ঞা করো নিজের কাছে, এই নতুন বছরটাকে কাটাবে তুমি বিশেষ ভাবে।
ভুল যদি করে থাকি শুধরে নেব। না পাওয়ার বেদনা ভুল নতুন আঙ্গিকে আবার শুরু করব সব, এই প্রত্যয়ে শুরু হোক নতুন বছরে নতুন ভাবে পথ চলা।
নতুন বছরটি তোমার প্রিয়জনের সাথে খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।
পড়ুনঃ- অসাধারণ দুটি প্রেরণামূলক গল্প
নতুন বছরের শুভেচ্ছা 2024 স্ট্যাটাসঃ-
নতুন বছরে ঈশ্বর তোমার এবং তোমার প্রিয়জনের জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং প্রচুর ভালোবাসায় ভরে দিক। হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই নতুন বছর তোমার জীবনে সুখ এবং আনন্দে ভরে উঠুক এই আশা করি।
নিজের হৃদয়ে লিখে নিন যে, এই নতুন বছরের প্রতিটা দিনকে আপনি বেস্ট করবেন ওয়েস্ট নয়।
নতুন এই বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই, এই বছরের শুরুটা যেন তোমার খুব ভালো কাটে আর বছরের শেষটাও যেন শুরুর মত সুন্দর হয়।
এই নতুন বছরে তোমার সব ইচ্ছে ঈশ্বর পূরণ করুক, এই প্রার্থনা করি।
এই নতুন বছরে ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে সুপথে পরিচালিত করুক এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে।
নতুন বছরে তোমার জীবন এবং তোমার স্বাস্থ্য খুব ভালো থাকুক এই আশা করি ঈশ্বরের কাছে।
ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে সুখময় জীবন দান করুন, নতুন বছরে এই প্রার্থনা করি। হ্যাপি নিউ ইয়ার।
চোখের পলক পড়ার মতো বছরের ৩৬৫ দিনের কেটে যাওয়া আর আবারও একটা বছরের অভিজ্ঞতা কে সঙ্গী করে আগামী দিনের পথচলার তোমার সহজ হোক । সুখ ও আনন্দ বয়ে আনুক ২০২৪ তোমার জীবনে । হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরের হচ্ছে শুরু
আপনি আজও আমার শ্রেষ্ঠ শিক্ষা গুরু
এভাবেই যেন থাকেন পাশে
এই কামনা করছি মনের আসে.. HAPPY NEW YEAR 2024
➡আরও ছবির জন্য নীচের ছবিটিকে বা দিকে স্লাইড করুন ➡➡
শীতের আমেজ সঙ্গে করে
নতুনের আগমন
বছর ফিরে , বছর এলো
হ্যাপি নিউ ইয়ার এসেই গেলো
তবুও তুমি রয়েই গেলে
বাধা বিপত্তির দূরে ঠেলে
এভাবেই তুমি পাশে থেকো
একশ টা জনম কাটিয়ে দেবো।
তোমার নামের ন্যায় শ্রেষ্ঠ গড়ে তুলো নিজেকে। পুরাতন বছরের অভিজ্ঞতা কে সাক্ষী করে নতুন বছরটাকে বানিয়ে তোলো কণ্টকমুক্ত ।হ্যাপি নিউ ইয়ার।
পড়ুনঃ- জন্ম দিনের শুভেচ্ছা স্ট্যাটাস
হ্যাপি নিউ ইয়ার ২০২৪ঃ-
ঢের সারা শুভেচ্ছা ও ভালোবাসার ডালি নিয়ে আমি আবারও উপস্থিত তোমার দরজায় । হ্যাপি নিউ ইয়ার
গুরুজন দের জানাই প্রণাম ও ছোটদের জানাই বুকভরা ভালোবাসা। নতুন বছর এসেই গেলো। হ্যাপি নিউ ইয়ার এর জানাই শুভেচ্ছা ।
আকাশের মত নির্মল , জলের ন্যায় পবিত্র , শ্রেষ্ঠ তুমি আমার চোখে জেনে রেখো প্রিয়। নতুন বছর এর প্রাণভরা ভালোবাসা জানাই ….. এভাবেই থেকে যাবো তোমায় আমায় মিলে….মিলিয়ে নিও, হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর তোমার জীবনে নিয়ে আসুক খুশির বন্যা …..
সবকিছু অতিক্রম করে লক্ষ্য তে পৌঁছাও,
এটাই নতুন বছরের কামনা।
হ্যাপি নিউ ইয়ার।
গুটি গুটি পায়ে ২০২৩ বিদায় নিয়ে ২০২৪ এর আগমন
ঢের সারা শুভেচ্ছার সাথে রইলো নতুন বছরের অভিনন্দন
হ্যাপি নিউ ইয়ার
এসেছে দেখো নতুন ইয়ার
বলতে পারো লিপ ইয়ার
সবাইকে নিয়ে আনন্দে কাটুক
হ্যাপি নিউ ইয়ার 2024
হ্যাপি নিউ ইয়ার…… সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও নতুন বছর এর শুভেচ্ছা।
পুরোনো যত সব গ্লানির অবসান ঘটিয়ে, নতুন বছর যায় যেন সবুজে সবুজ রটিয়ে। হ্যাপি নিউ ইয়ার ২০২৪
নতুন এই বছর তোমার কাটুক ভালো,
অন্ধকার সরে গিয়ে উঠে যেন আশার আলো।
হ্যাপি নিউ ইয়ার
গল্প পাঠাতে পারেন- charpatrablog@gmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে।
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত।
পড়ুনঃ- ভয়ানক একটি ভূতের গল্প পড়তে এখানে ক্লিক করুন শিক্ষণীয় গল্প পড়তে এখানে ক্লিক করুন
নিচে দেওয়া wp গ্রুপ টি শুধু মাত্র অ্যাক্টিভ মেম্বারদের জন্য। যাদের মনে হবে ব্যস্ত জীবনের অল্প সময় ও এখানে ব্যয় করতে পারবেন আড্ডা আলোচনার মধ্যে তাদের জন্য।
বি.দ্র. - ইউটিউবার দাদা দিদিরা যারা কনটেন্ট খুঁজতে গ্রুপ এ আসেন তারা এখানে ভিড় জমাবেন না অহেতুক নিজেদের ক্ষতিসাধনে।
WHATSAPP GROUP LINK- ছাড়পত্রিয়ানস (CHARPATRIANS) 👈🏻 ক্লিক করুন
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে-
ফেসবুক Group - গল্প Junction
ফেসবুক- ছাড়পত্র
টেলিগ্রাম- charpatraOfficial
happy New year 2024 wishes bengali status. নতুন বছরের শুভেচ্ছা 2024 স্ট্যাটাস। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।