ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার গল্প। ভালোবাসার মানুষকে হারানোর গল্প। 1 new bengali very sad love story.
ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার গল্পটিতে প্রেমিকের সাথে প্রেমিকার আবার দেখা হয়, কিন্তু বদলে গেছে মানুষ দুটি। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার গল্পঃ- “আমার হিয়ার মাঝে” বিকেলের পড়ন্ত রোদে, অফিস ফেরত পথে কিরণ দেখে রাস্তা খুব ভীড়। এত ভীড়ের মাঝে চলতে গিয়ে বুকের ভিতরে থাকা অনেকদিনের চাপা কষ্টটা জেগে ওঠে প্রভাত কে দেখে। পুরো সাত বছর পর …