রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী না জানলে কেমন হয় বলুন! এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি গুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত না করে, একত্রিত আকারে প্রকাশ করা হল। এখানে রয়েছে রবীন্দ্রনাথের প্রেমের উক্তি, জীবন নিয়ে উক্তি ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীঃ-

১. আজকাল সবাই যেটাকে ভালবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যামো – হঠাৎ চিড়িক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তোর সয় না।

২. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।

৩. সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে।

৪. পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই, প্রথম জীবনে বালিকা যাকে ভালবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। [famous quotes by Rabindra Nath Tagore in Bengali]

৫. পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সচেয়ে বড় দুরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী

৬.  ভালবাসা কথাটা বিবাহ কথার চেয়ে অধিক বেশি জ্যান্ত।

৭. তথ্য সে আর যাই হোক না কেন, সত্য কিন্তু একটিই হয়।

৮. মানুষের সেবাই আসলে ঈশ্বরের সেবা।

৯. উপদেশ দেওয়া তো অনেক সহজ কাজ, কিন্তু উপায় বলে দেওয়া অনেক কঠিন।

১০. ক্ষমাই যদি করতে না পার তবে তাকে ভালবাস কেন?

১১. আমাদের ঈশ্বর জীবন দিয়েছেন, আর আমরা এই জীবন দিয়ে এটাকে কমানোর চেষ্টা করি।

১২. মৃত্তিকার বন্ধন থেকে মুক্তি গাছের পক্ষে কোনোভাবেই স্বাধীনতা নয়।

১৩. বন্ধুত্বের গভীরতা কখনোই পরিচয়ের দীর্ঘতার উপর নির্ভর করে না।

১৪. প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।

১৫. আমরা স্বাধীনতা কখন পাই জানেন, যখন আমরা এর পর্যাপ্ত মূল্য দিতে পাড়ি ঠিক তখনই।

১৬. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। [রবীন্দ্রনাথ ঠাকুর উক্তি প্রেম]

রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী

১৭. যদিও ফুল একাই থাকে, কিন্তু তাই বলে সে কক্ষনোই কাঁটাকে দেখে হিংসা করে না, কারণ সেও জানে কাঁটা তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

১৮. ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তা হলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়।

১৯. ভালোবাসা হল একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হল একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়েই থাকে।

২০. যদি আপনি কেবলমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকেই দেখে থাকেন, তাহলে আপনি কোনোদিনও সমুদ্র পাড় হতে পাড়বেন না।

২১. প্রতিটি নবজাতক শিশুই এই বার্তা বয়ে আনে যে, ঈশ্বর এখনও মানুষের উপর নিরাশ হয়ে যান নি।

২২. ধুলো তাঁর অপমান সহ্য করার ক্ষমতা রাখে এবং এর বিনিময়ে সে আবার ফুল উপহার দেয়।

২৩. ভাবছি তোমাকে পাওয়া হয়ে গেলে কি হত। হয়ত তোমাকে দেখতে দেখতে মনটা ভরে যেত, নীল শাড়িতে একটি নীল পরী আমার চারপাশে ঘুর ঘুর করত, বুকের ভেতর তুমিহীনতার টনটন ব্যাথাটা আর থাকত না। [রবীন্দ্রনাথ ঠাকুর উক্তি প্রেম]

২৪. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। [রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে উক্তি]

২৫. সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন।

পড়ুনঃ- কিভাবে সুখী হওয়া যায় 

স্বামী বিবেকানন্দ এবং চাণক্যের বাণী

Rabindra nath thakurer bani রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিঃ-

১. ফুল একত্রিত করার জন্য থেমে যেও না, আগে চলতে থাকো, দেখবে তোমার চলার পথেই অজস্র ফুল ফুটে রয়েছে।

২. বিশ্ববিদ্যালয় হল মহাপুরুষ নির্মাণের কারখান, আর অধ্যাপক হলেন সেই মহাপুরুষ নির্মাণের কারিগর।

৩. নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।

quotes by rabindra Nath Tagore rabindra nath thakurer bani
quotes by rabindra Nath Tagore rabindra nath thakurer bani
<

৪. চাঁদ তাঁর সুন্দর আলো সম্পূর্ণ আকাশ জুড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তাঁর দেহের কলঙ্ক সে নিজের কাছেই রেখে দেয়।

৫. প্রজাপতি মাস নয় বরং এক একটি মুহূর্তকে গণনা করে। আর এই কারণেই তাঁর কাছে পর্যাপ্ত সময় থাকে।

৬. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলি ওপারে।

৭. যা কিছু আমাদের, তা আমাদের কাছে ঠিক তখনই পৌছায় যখন আমরা তা গ্রহণ করার মত উপযুক্ত ক্ষমতা বিকশিত করি।

৮. কোনো শিশুর জ্ঞানকে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, কারণ তাঁর জন্ম এক সময়ে আর আপনার জন্ম আরেক -সময়।

৯. যারা সর্বদা ভালো করতেই ব্যস্ত থাকে, তারা নিজেরা ভালো হওয়ার সময় পায় না।

১০. সর্বোচ্চ শিক্ষা হল সেই শিক্ষা, যেটি শুধুমাত্র আমাদের তথ্য সম্বলিত জ্ঞানই প্রদান করে না, বরং তাঁর সাথে সাথে আমাদের জীবনকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।

পড়ুনঃ- সফল ও অসফল ব্যক্তিদের পার্থক্য

TOP 49 RULES OF LIFE

১১. শুধু শুধু তর্ক করা ব্যক্তির মস্তিষ্ক আসলে ছুড়ির মত। অর্থাৎ যেখানে শুধুই ব্লেড আছে। আর এই ব্লেডটি এর ব্যবহারকারীকেও আহত করে ফেলে।

১২. কাঁচা আমের রসটা অম্লরস— কাঁচা সমালোচনাও গালিগালাজ। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হয়ে উঠে।

১৩. হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধিসংগত তার একটা জবাব না দিই তবে, মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া।

১৪. যদি আপনি শুধু এটা ভেবেই কাঁদেন যে, আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খোচিত আকাশের তারা দেখতেও বাঁধা প্রদান করবে।

১৫. থালার মধ্যে রাখা জল সবসময় চকচক করে, কিন্তু সমুদ্রের জল সর্বদা গাঢ রঙের হয়ে থাকে। কিঞ্চিত সত্য কথা সর্বদাই স্পষ্ট, কিন্তু গাঢ সত্য সর্বদা নীরব এবং অনুজ্জ্বল।

১৬. অসম্পূর্ণ শিক্ষা আমাদের দৃষ্টি নষ্ট করে দেয়—পরের দেশের ভালোটা তো শিখতে পারিই না, নিজের দেশের ভালোটাও দেখার শক্তি চলে যায়।

১৭. দেশপ্রেমই আমাদের শেষ আধ্যাত্মিক সমর্থন হতে পাড়ে না, আমার আশ্রয় হল মানবতা। আমি হীরার দামে কক্ষনোই কাঁচ কিনতে যাব না, আমি যতদিন বেঁচে আছি মানবতার উপর দেশপ্রেমের জয় হতে দেব না।

১৮. বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য।

১৯. তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।

২০. সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।

২১. স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে।

২২. তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য।

২৩. নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই।

২৪. সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।

২৫. সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী

২৬. কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটা একটা বিষম বালাই।

২৭. প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নূতন করে যাচাই করে নেওয়া, সংসারকে নূতন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ ও বিজ্ঞ যাঁরা তাঁরা সত্যের নিত্যনবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পান, কিন্তু যুবকদের প্রতি ভার আছে তারা সত্যকে পরখ করে নেবে।

২৮. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

২৯. সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কামরিচের মতো।

৩০. লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।

রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষামূলক বাণী গুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অতি- অবশ্যই আপনার নিকট আত্মীয়দের সাথে ভাগাভাগি করে নিতে ভুলবেন না।

আমাদের ফেসবুক পেজ- গল্প আর গল্প 

আমাদের লেখা পাঠাতে চাইলে যোগাযোগ করুন- ছাড়পত্র- WhatsApp

“রবীন্দ্রনাথ ঠাকুর উক্তি বাংলা rabindra nath thakurer bani রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী।”

Spread the love

Leave a Reply