মায়ের ভালোবাসা
আজ আপনাদের একটি কাহিনী শোনাতে চলেছি। এই কাহিনীটি একটি মা ও ছেলের।
খুবই সুন্দর এক ছোট্ট বাচ্চা ছিল, তার বয়স যখন মাত্র দুই মাস ঠিক তখনই তার বাবার মৃত্যু হয়। সেই বাচ্চাটি তার মায়ের সঙ্গে কোনোরকমে দিনপাত করত। সেই বাচ্চাটির মায়ের একটি চোখ না থাকায়, তার মা দেখতে ভালো ছিল না। যখন বাচ্চাটি ছোট ছিল তখন সে তার মাকে খুবই ভালবাসত কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যতই বড় হতে লাগল মায়ের প্রতি তার ভালোবাসা ততটাই ফিকে হয়ে যেতে শুরু করল। কারণ তখন তার মনে হতে লাগল- তার মা দেখতে ভালো নয় এবং এর জন্য সে লজ্জা পেত।
সে তার মাকে স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে ভাবে তার বন্ধুরা তার মাকে নিয়ে মজা করবে এবং এতে করে সেই বাচ্চাটির অসম্মান হবে। মা তার ছেলের এই রকম আচরণে খুবই দুঃখ পেত এবং সবকিছু বুঝেও না বোঝার ভান করত, কিন্তু কোনোদিনও সে তার বাচ্চার কোনো কিছুতেই ঘাটতি হতে দেয়নি।

মায়ের ভালোবাসা শিক্ষণীয় গল্প মোটিভেশনাল গল্প SIKKHONIO GOLPO BANGLA
কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যখন যুবকে পরিণত হল, সে নিজেই তার মাকে নিয়ে মজা করতে শুরু করল। তার মায়ের খারাপ চেহারার জন্য সে তার মাকে নানারকম বাজে কথা শোনাত। তার মা এই সব দেখে খুবই দুঃখ পেত, সারাদিন সে কান্না করত। এরপর কালক্রমে সেই ছেলেটির বিবাহের বয়স হয়ে যায়, এবং তার বিয়ে হয়ে যায়। তার স্ত্রীও তাকে বলতে থাকে যে, “তোমার মায়ের একটি চোখ নেই এবং তোমার মাকে দেখলেই কেমন যেন একটা ডাইনি ডাইনি ফিলিং আসে।“ প্রতিদিন একই কথার পুনরাবৃত্তি চলতে থাকে, এবং একদিন সেই ছেলেটি তার মাকে বাড়ি থেকে বেড় করে দেয়।
সেই মা এক জায়গায় আশ্রয় নেয় এবং খুবই কষ্টের মধ্যে তার দিনপাত হচ্ছিল। যেহেতু সে বয়স্ক তাই সে কোনো কাজই করতে পারত না।
এরপর একদিন সেই ছেলেটির জন্মদিন চলে আসে এবং তার মা একটি চিঠি ও একটি ফুল নিয়ে তার ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই মা তার ছেলের বাড়ি পৌঁছে যায় এবং দরজায় বেল বাজায়, তার ছেলে এসে দরজা খোলে এবং সে ছেলের হাতে সেই চিঠি এবং ফুলটি দিয়ে জন্মদিনের শুভকামনা জানিয়ে আবার পুনরায় ফেরার পথে চলতে থাকে।

মায়ের ভালোবাসা শিক্ষণীয় গল্প মোটিভেশনাল গল্প SIKKHONIO GOLPO BANGLA
এরপর সেই ছেলেটি ভিতরে গিয়ে পাশে ফুলটি রেখে চিঠিটি পড়তে থাকে। সেই চিঠিটিতে লিখা ছিল-
“বাবু আমি জানি যে, আমার একটি চোখ নেই এবং এরজন্য আমাকে দেখতে অনেকটা ডাইনির মত লাগে। কিন্তু বাবু আমি আজ তোমাকে এমন একটি কথা বলতে চলেছি, যেটি আমি কোনোদিনই তোমাকে বলিনি। তোমার বয়স যখন মাত্র ৬ মাস ছিল, তখন তুমি বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলে, এবং বিছানার নিচে থাকা একটি খেলনা তোমার চোখে লেগে যায়। আমি তোমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাই এবং সেখানে ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে যায়, ডাক্তার বলে, আপনার ছেলের একটি চোখ চিরতরে অন্ধ হয়ে গিয়েছে, কোনো মতেই আর সেই চোখটিকে ঠিক করা সম্ভব নয়। আর এর শেষ উপায় হিসেবে ডাক্তার বলেছিল- কেউ যদি আপনার ছেলেকে চোখ দান করে, কেবলমাত্র তাহলেই সে তার হারানো দৃষ্টি ফিরে পাবে।
আমি কাল বিলম্ব না করে ডাক্তারকে বলি- আমার একটি চোখ আমার ছেলেকে দিয়ে দিন। আর সেদিনই আমার একটি চোখ তোমার নষ্ট হয়ে যাওয়া চোখে প্রতিস্থাপন করা হয়। এরপর তুমি তোমার হারানো দৃষ্টি ফিরে পাও। আমার একটি চোখ না থাকায় সেদিন থেকেই আমার সুন্দরতা হারিয়ে যায়।
বাবু আমি কোনোদিনই তোমার খারাপ চাইনি। সবসময় একটা কথা মনে রাখবে মা-বাবা দেখতে খারাপ হতে পারে, কিন্তু তাদের হৃদয় সর্বদা সূর্যের আলোর থেকেও পরিষ্কার এবং স্বচ্ছ। “
মায়ের ভালোবাসা শিক্ষণীয় গল্প মোটিভেশনাল গল্প SIKKHONIO GOLPO BANGLA
এই চিঠিটি পড়তে পড়তে নিজের অজান্তেই ছেলেটির চোখ থেকে জল পড়তে থাকে। সে দৌড়ে গিয়ে তার মায়ের যাত্রা পথের দিকে তাকায়, কিন্তু সে দেখে তার মা আবছা আলোয় হারিয়ে গেছে। এরপর অনেক খোঁজা-খোঁজি করার পর বনের এক বৃহৎ বট গাছের নিচে সে তার মাকে দেখতে পায়। কিন্তু জীবিত অবস্থায় নয়, প্রায় দুই দিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছিল। তার চোখ থেকে কান্নার চিহ্ন ছেলেটি দেখতে পায়। এবার ছেলেটি কান্নায় ভেঙ্গে পড়ে, এবং আপসোস করতে থাকে। ঠিক সেই সময় হাওয়ায় গর্জন করে বলতে থাকে- “বাবু আমি তোর মধ্যেই আছি। তুই বাড়ি যা, এখানে বন্য জন্তুরা তোকে আক্রমণ করতে পারে”।
তাই বন্ধুরা কোনোদিনও এমন কাজ করোনা যেটাতে তোমার মাতা-পিতার দুঃখ হয়। সর্বদা মাতা-পিতাকে খুশি রাখার চেষ্টা করবে। মাতা-পিতাকে হাসি- খুশি দেখার আনন্দ পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানায়।

মায়ের ভালোবাসা শিক্ষণীয় গল্প মোটিভেশনাল গল্প SIKKHONIO GOLPO BANGLA
READ MORE:-
বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BENGALI
HOW TO SUCCESS IN LIFE TOP 14 KEY OF SUCCESS TIPS জীবনের সফলতার সূত্র BENGAL MOTIVATIONAL SPEECH

কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।
খুব সুন্দর আপনার গল্পটি |
অসাধারণ গল্পটি।