TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021:-
আসুন কিছু সাধারণ টেকনোলজি হ্যাঁক নিয়ে কথা হয়ে যাক-
1.মোবাইলে চার্জ নেই অথচ হাতেও বেশি সময় নেই? আপনার মোবাইলটিকে এয়ারপ্লেন মোডে রেখে চার্জে দিন। তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে।
2.ঠাণ্ডা জায়গায় আপনার মোবাইলটিকে রাখুন, দেখবেন ব্যাটারি ডাবল টাইম কভার দিবে।
3.আপনি চাইলেই গুগোলকে টাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাকে কেবল মাত্র “SET TIMER (example-5) MINUTES” – এই কথাটি সার্চ বারে লিখতে হবে।

TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
4.LOCKET নামের অ্যানড্রয়েড অ্যাপ দ্বারা আপনি আপনার মোবাইলের লক স্ক্রিনে অ্যাড লাগাতে পারেন, অর্থাৎ আপনি যতবার আপনার মোবাইলটি আনলক করবেন এই কোম্পানি আপনাকে ততবারই কিছু অর্থ পে করবে।
5.চার্জরত অবস্থায় মোবাইল চালালে আপনার মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পাড়ে। কারণ মোবাইলের চার্জার প্লাগটি খুব ছোট হয়।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
6.আপনি একটি ব্যাটারি ৬ ইঞ্চি উপর থেকে মাটিতে ফেলে দিন, যদি ব্যাটারিটি একবার লাফিয়ে উঠে থেমে যায়, তাহলে ব্যাটারিটি ঠিক আছে, কিন্তু ব্যাটারিটি যদি বেশ কয়েকবার লাফার পরে থেমে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ব্যাটারিটির আয়ু শেষ বা শেষের দিকে।
7. আপনার মোবাইলে চার্জ নেই, অথচ আশেপাশে চার্জ করার মত কোনো পরিবেশ নেই। আপনার মোবাইলটির এয়ারপ্লেন মোড অন করে দিন। এরফলে ব্যাটারি খরচ কমে যাবে।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
8. যদি আপনার মোবাইল বা ল্যাপটপে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে যাচ্ছে, তাহলে আপনি INCOGNITO MODE অন করে সেই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে ভিসিট করতে পারবেন।




9. কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান? সেই ভিডিওটির URL এর মধ্যে ‘SS’যুক্ত করে দিন। মানে WWW. এবং YOUTUBE এর মধ্যে।
10. ভবিষ্যতে কোনো কাজ করার প্ল্যানিং রয়েছে? কিন্তু আপনার মনে হচ্ছে আর একবছর পর এই কাজটা যদি আমাকে কেউ মনে কড়িয়ে দিত। চিন্তার কোনো কারণ নেই। আপনি FUTUREME.ORG তে গিয়ে আপনি আপনার কাজটি লিখে রাখতে পারেন। এর পর আপনি কত বছর পর এবং কোন দিন সেই নির্দিষ্ট কাজ টি বা বিষয়টি মনে করতে চান সেটি ঠিক করুন। দেখবেন আপনার দেওয়া সময় মোতাবেক আপনার কাছে সেই নির্দিষ্ট কাজটি মনে কড়িয়ে দিবে এই ওয়েবসাইটটি।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
11. ‘ctrl’, ‘Alt’ এবং ‘Del’ প্রেস না করেও ‘Ctrl, ‘Shift’ এবং ‘esc’ প্রেস করেও আপনি টাস্ক ম্যানেজার-এ যেতে পারবেন।
12. যদি আপনি কোনো ফাইল ডাউনলোড করার পরে দেখেন যে এর এক্সটেনশন নেম .exe আছে তাহলে দ্রুত সেই ফাইলটিকে DELETE করুন। কারণ এটী একটি ভাইরাস।
13. যদি আপনি গুগল ব্যবহার না করে সাফারি ব্রাউসার ব্যবহার করে ইউটিউব ভিডিও দেখেন, তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটি অফ হয়ে যাওয়ার পরেও আপনি আপনার ভিডিওটি শুনতে পারবেন। এটী খুবই সহায়ক, যখন আমরা ইউটিউবে কোনো গানের ভিডিও দেখি এবং আমাদের ভিডিও টির বদলে গানটিই কেবল মাত্র শোনার মূল উদ্দেশ্য থাকে।




14. প্রোজেক্ট বা পড়াশুনা সম্পর্কিত জিনিস খুঁজছেন? Google.com সার্চ না করে scholar.google.com লিখে তারপর আপনার প্রয়োজনীয় জিনিসটি সার্চ করুন। এর মাধ্যমে আপনি সবচেয়ে দরকারি জিনিসটিই পাবেন।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
15. গেম খেলার সময় আপনার মোবাইলটিকে এয়ারপ্লেন মোডে রাখুন। কোনো অ্যাড আসবে না।
16. অনলাইনে বাজারের থেকে কম দামে এয়ার লাইনের টিকিট কাটতে চান? মোবাইলের INCOGNITO MODE অন করে রাখুন এবং সেখানে সার্চ বারে সার্চ করুন।
17. ইউটিবে চলতে থাকা গানটিকে আপনার গ্যালারীতে MP3 আকারে পেতে চান? প্রথমেই ইউটিউব ভিডিওটির URL কপি করুন। এরপর youtube-mp3.org তে গিয়ে নির্দিষ্ট জায়গায় URL টি পেস্ট করুন। এরপর ‘CONVERT’ প্রেস করুন। ব্যাস এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
18. আপনার ল্যাপটপ বা কম্পিউটারটির পাসওয়ার্ড ভূলে গেছেন? START UP করার সময় F8 প্রেস করুন। এরপর LOG IN AS ADMINISTRATOR অপশনটি প্রেস করুন। এবার আপনার পাসওয়ার্ডটি বদলে নিন।
19. আপনি কি জানেন যে একটি আইপ্যাড-এর চার্জার আই-ফোনকে দ্রুত চার্জ করতে সক্ষম।
20. যদি আপনি না চাইতেও কোনো ট্যাব ক্লোস করে ফেলেছেন, তাহলে ctrl+shift+t প্রেস করুন। আবার সেই বন্ধ হওয়া ট্যাবটি খুলে যাবে।
21. ইউটিউবে আপনার ভালো লাগা গানটি শুনতে বাড়বার আপনাকে replay করতে হচ্ছে? আপনি এক কাজ করুন- ভিডিও url এর মধ্যে ‘repeat’ এই শব্দটিকে আপনি ‘ www.YouTube এবং .com এর মধ্যে বসিয়ে দিন।
RELATED ARTICLES:-
22. ইউটিউবে ভিডিও তে বারবার অ্যাড স্কিপ করতে হচ্ছে? ভিডিও এর URL এ ‘youTube’ এর জায়গায় ‘youtubeskip’ বসিয়ে দিন। অ্যাড আপনা থেকেই স্কিপ হয়ে যাবে।
23. আপনার আইফোনে যা টাইপ করলেন, তা ভুল বশত মুছে ফেলেছেন? আপনি আপনার আইফোনটিকে জাস্ট একটু নাড়ান (shake), দেখবেন আপনার মুছে যাওয়া লেখাটি চলে এসেছে।
24. 10minutesmail.com নামে একটি ওয়েবসাইট আছে যেটি থকে আপনি ফেক মেল আইডি পাবেন। তাই কোথাও সন্দেহ জনক কোনো ওয়েবসাইটে বাধ্যতামূলক সাইনইন করতে গেলে আপনাকে আর আর নিজের মেল আইডি টি দিতে হবে না।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
25.যদি আপনি গুগোল-এ কোনো ফ্লাইট এর নাম্বার টাইপ করেন, তাহলে সেই ফ্লাইটটি সেই সময় যেখানে আছে সেটি দেখাবে।
26. কোনো ফ্রি- ট্রায়াল আরও বেশি দিন চালাতে চান? আপনার কম্পিউটারের বা ল্যাপটপের তারিখটি পিছিয়ে দিন। ব্যাস কাজ শেষ।
27. আপনি যদি গুগলে DO A BARREL ROLL লিখে সার্চ করেন, তাহলে সম্পূর্ণ পেজটি একবার গোলাকারে ঘুরবে।




28. আপনি Spanish, French, Italian,এবং Portuguess সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন- Duolingo.com নামক ওয়েবসাইট টি থেকে।




29. মুভি দেখতে গিয়ে ভালো সাউন্ড শুনতে চান? 2/3 সারি পিছনে বসুন এবং চেষ্টা করুন সারিটির মাঝখানে বসার। এই জায়গাটিতে ভালো সাউন্ড পাওয়ার কারণটি হল- অডিও ইঞ্জিনিয়াররা এখানে বসেই অডিও মিক্স করে থাকেন।




30. রাতের বেলা একা একা ভয়ানক কোনো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন? Police scanner নামক অ্যাপটি ডাউনলোড করুন। এবং হাই ভলিউমে এটিকে শুনতে শুনতে হাঁটতে থাকুন।




TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
31. গুগোল এর যে কোনো ছবি সরাসরি গ্যালারিতে সেভ করতে ‘Alt’ প্রেস করার পর ছবিটি প্রেস করুন, অটোম্যাটিক্যালি ছবিটি আপনার কম্পিউটারের গ্যালারীতে সেভ হয়ে যাবে।
TECHNOLOGY HACKS IN BENGALI টেকনোলজি হ্যাঁক 2021***
RELATED ARTICLES:-
অবাক করা তথ্য পড়তে এখানে ক্লিক করুন




কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।