HOW TO DRY A WET PHONE TOP 5 TIPS & TRICS অনেক সময় অসাবধানতা বশত আমাদের মোবাইল জলে পরে যায় বা জলে ভিজে যায়। তাই আজ আমি আপনাদেরকে ভিজে যাওয়া মোবাইল কে বাঁচানোর TOP 5 TIPS & TRICS দিচ্ছি।

TIP NUMBER-01 HOW TO DRY A WET PHONE

মোবাইল দ্রুত সুইচ অফ করুন( Switch off your Mobile):-

মোবাইল জলে ভিজে গেলে বেশির ভাগ মানুষ এই ভুল টিই করে। মোবাইল ভিজে গেলে যতটা তাড়াতাড়ি সম্ভব এটিকে সুইচ অফ করুন। যদি সুইচ অফ থাকে কোনো ভাবেই এর সুইচ অফ খোলার চেষ্টা করবেন না। ফোনে জল চলে যাওয়ার পরেও যদি আপনি এটিকে সুইচ অফ না করেন তাহলে শর্ট-সার্কিট এর সম্ভাবনা বেড়ে যায় এবং এর ফলে আপনার মোবাইল চিরনিদ্রায় চলে যেতে পারে। এছাড়াও মোবাইলে যদি হেডফোন লাগানো থাকে তাহলে অতি দ্রুত সেটিকে খুলে ফেলতে হবে।

**HOW TO DRY A PHONE TOP 5 TIPS & TRICS IN BENGALI**

TIP NUMBER-02

ব্যাটারির স্টীকার চেক করুন(Cheack the sticker behind battery):-

আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন মোবাইল কেনেন তখন warranty card এ স্পষ্ট লিখা থাকে যে জলে ভিজে গেলে মোবাইল warranty এর আওতায় আসবে না। তাই এই বিষয়ে আপনাকেই সচেতন থাকতে হবে। আপনার মোবাইল জলে ভিজে গেলে আপনাকে প্রথমে দেখতে হবে যে ফোনের ভেতরে জল চলে গেছে কি না !

আর এটি বোঝার জন্য আপনাকে প্রথমে মোবাইলের ব্যাটারিটি খুলতে হবে। ব্যাটারিটি খোলার পর আপনি দেখবেন যে সেখানে একটি ক্ষুদ্র স্টিকার আছে। এই স্টীকারটি সাধারণত সাদা রঙের হয়ে থাকে। আর এই স্টিকারটি যদি জলের সংস্পর্শে চলে আসে তাহলে এটির রং পরিবর্তন হয়ে যায়। অনেক ক্ষেত্রেই এর রং লাল বা গোলাপী রঙের হয়ে থাকে। আর এই স্টিকারটির রং যদি সাদা বাদে অন্য কোনো লাল প্রজাতীয় হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে ফোনের ভিতরে জল চলে গেছে।

HOW TO DRY A WET PHONE EASILY TOP 5 TIPS & TRICS HOW TO DRY A MOBILE IN BENGALI  জলে ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করুন মাত্র কয়েক মিনিটে।

**TOP 5 TIPS & TRICS HOW TO DRY A PHONE IN BENGALI**

TIP NUMBER-03

কটনের কাপড় ব্যবহার করুন( Use Cotton Cloth):-

মোবাইল ভিজে গেলে এর ব্যাটারিটি খুলে সুতির কাপড় দিয়ে ভালোমত এর ভিতরটি পরিষ্কার করুন। অথবা আপনার বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে তাহলে মোবাইল টিকে নিরাপদ দূরত্বে রেখে আপনি এটিকে শুঁখোতে পারেন। কিন্তু মনে রাখবেন শুখানোর নাম করে কক্ষনোই আপনার মোবাইলটিকে রোদ্রে শুকোতে দিবেন না।

HOW TO DRY A WET PHONE EASILY TOP 5 TIPS & TRICS HOW TO DRY A MOBILE IN BENGALI  জলে ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করুন মাত্র কয়েক মিনিটে।

**TOP 5 TIPS & TRICS HOW TO DRY A PHONE IN BENGALI**

TIP NUMBER-04

শুকনো চালের প্রয়োগ(Use Dry Rice):-

ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করার সবথেকে কার্যকরী মাধ্যম হল শুকনো চালের ব্যবহার। আপনি আপনার মোবাইল টিকে একটি চাল ভর্তি জারে ঢাকা দিয়ে রাখুন। এবং জার টিকে রৌদ্রে দিয়ে দিন। দেখবেন এক ঘণ্টার মাথায় মোবাইল থেকে সব জল চলে গেছে। আসলে সূর্যের আলো জারের দেওয়াল ভেদ করে চালের উপর পড়বে এবং চালের উষ্ণতা বাড়তে থাকবে। আর এর ফলে চালের মধ্যে থাকা ভিজে মোবাইল টির জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাবে। তবে মনে রাখবেন যে মোবাইল যেন সরাসরি সূর্যালোক এ না আসে। মোবাইল সরাসরি সূর্যালোকে আসলে ক্ষতির সম্ভাবনা বেরে যাবে।

<
HOW TO DRY A WET PHONE EASILY TOP 5 TIPS & TRICS HOW TO DRY A MOBILE IN BENGALI  জলে ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করুন মাত্র কয়েক মিনিটে।
DRY RICE
<

**TOP 5 TIPS & TRICS HOW TO DRY A PHONE IN BENGALI**

TIP NUMBER-05

সিলিকা জেলের প্যাকেট ব্যবহার করুন ( Use silica gel packet):-

আপনি কোনো বোতল বা কোনো প্যাকেট খোলার সময় লক্ষ্য করবেন যে এটিতে একটি ছোট্ট পাউচ রয়েছে। আসলে এটিই হল সিলিকা জেলের পাউচ। এটি আদ্রতা কে বা ভিজে ভাব কে নিয়ন্ত্রিত করে এবং ভিজে ভাব কে শুষে নেয়। আপনি চাইলে আপনার মোবাইল টি এক সপ্তাহের জন্য এগুলির ভেতরে রেখে দিতে পারেন। দেখবেন যে জল আপনা-আপনি সুকিয়ে গেছে। তবে এই প্রথা টি বেশী কার্যকরী নয়

HOW TO DRY A WET PHONE EASILY TOP 5 TIPS & TRICS HOW TO DRY A MOBILE IN BENGALI  জলে ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করুন মাত্র কয়েক মিনিটে।

মোবাইলকে জলের হাত থেকে বাঁচাতে আপনি ওয়াটারপ্রুফ মোবাইল কেস ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে পলিথিনের ছোট ব্যাগ সাথে নিয়ে রাখতে পারেন।

Read Amazing Facts Here

Read A Horror Story Here

HOW TO DRY A WET PHONE EASILY TOP 5 TIPS & TRICS HOW TO DRY A MOBILE IN BENGALI জলে ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করুন মাত্র কয়েক মিনিটে।

HOW TO DRY A WET PHONE EASILY TOP 5 TIPS & TRICS HOW TO DRY A MOBILE IN BENGALI জলে ভিজে যাওয়া মোবাইল থেকে জল বের করুন মাত্র কয়েক মিনিটে।

Spread the love

Leave a Reply