UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?

আমারা অনেকই বলে থাকি কুকুরের বাকা লেজ কোনোদিনও সোজা হবে না। কিন্তু আপনি কি জানেন যে কুকুরের লেজ বাকা কেন হয়? সকাল হলেই যে জিনিস টির খোজ আমরা করতে শুরু করি সেটি হল toothpaste আর brush. আপনি লক্ষ্য করবেন যে, তুথপেস্ত এর যে প্যাকেট টি রয়েছে সেই প্যকেট টির নিচে একটি ছোট্ট রং রয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এই রং গুলি সবুজ, কালো ,নীল ইত্যাদি রঙের হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন যে এই প্রতিটি রং এর সাথে টুথপেস্টের গভীর সম্পর্ক রয়েছে। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে ঠাণ্ডা পেলে বা ভয় পেলে শরীরের রোমগুলি খারা হয়ে যায়। আপনি কি জানেন এঁর পেছনে কি রহস্য রয়েছে? আজকের এই ব্লগটির মাধ্যমে সেই জিনিস গুলিই জানার চেষ্টা করব।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

কুকুরের লেজ বাঁকা কেন হয়?

আমাদের মধ্যে প্রবাদ প্রচলিত আছে যে নয় মন ঘি ঢেলে তপস্যা করলেও কুকুরের বাকা লেজ কোনোদিন সোজা হবে না। অর্থাৎ কুকুরের লেজ বাকা আছে, বাকা থাকবে। তো চলুন জেনে নিই কুকুরের লেজ কেন বাকা থাকে।

অবাককরা তথ্য পড়তে এখানে ক্লিক করুন

 ব্যপারটা ভালো ভাবে বুঝুন। কুকুরের লেজ এর পেশি খুবই নমনীয় হয়ে থাকে, যাতে তাদের লেজ নাড়াতে সুবিধা হয়। কুকুরের লেজ এঁর কসেরুকা মানে চুল এঁর যে গাথুনি, সেই গাথুনির জন্যই কুকুরের লেজ বাকা হয়ে যায়। কিন্তু আপনি যদি কুকুরের লেজ ধরে দীর্ঘক্ষণ সোজা ভাবে রাখেন তাহলে সেটি কিছুটা সোজা হয়ে যেতে পারে, কশেরুকার পেসির পরিবর্তন এঁর জন্য।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
কুকুরের লেজ কেন বাঁকা হয়

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

মৃত্যুর সঙ্গে জড়িত কিছু ফ্যাক্টসঃ-

প্রথমতঃ-

আপনি যদি কোনোদিনও ডাক্তারের লেখা প্রেসক্রিপসন টি পরার চেষ্টা করেন তাহলে নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন যে কেবল মাত্র দু একটি লেখা ছাড়া আর বাকি লেখা গুলি আদৌ কি পৃথিবীর কোনো ভাষায় লেখা তা বোঝা যায় না। এখানে অবাক করার মত শোচনীয় বিষয় হল এইরকম হাতের লেখার জন্যই সারা পৃথিবীতে গড়ে প্রায় ৭০০০ মানুষ ভুল চিকিৎসায় মারা যায়। 

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
DOCTORS BAD HANDWRITING

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

দ্বিতীয়তঃ-

আপনি যদি ডান হাত দিয়ে  লিখে থাকেন তাহলে congratulation কারণ আপনি বাম হাত দিয়ে লিখা ব্যাক্তি দের থেকে গড়ে তিন বছর বেশি বাচবেন।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
LEFT HANDED AND RIGHT HANDED PEOPLES FACTS
<

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

তৃতীয়তঃ-

অনেকই মাউন্ট এভারেস্ট এ tracking করতে যায়, তাদের মধ্যে কোনো ব্যাক্তি দুর্ভাগ্য বশত আর বেঁচে আসতে পারে না। আর আপনি জানলে অবাক হবেন যে মাউন্ত এভারেস্টে এখনও পর্যন্ত প্রায় ২০০ টি মৃত দেহ পরে আছে, সেগুলিকে খুজে বেড় করা বা নিচে নামিয়ে আনা এখনও পর্যন্ত সম্ভব হয় নি। আর অত্যধিক ঠাণ্ডার জন্য সেখানে মৃত দেহ গুলিতে পচন ধরতেও অনেক টা সময় লেগে যায়।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
SEVERAL DEATH BODIES IN MOUNT EVEREST

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

বিছানা থেকে পড়ে মৃত্যু-

বিছানা থেকে পরে মৃত্যু। হ্যাঁ ঠিকই পড়েছেন। গড়ে প্রতি বছর প্রায় ৬০০ জন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বিছানা থেকে মারা যায়।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
DEATH FROM FALLING BED

টুথপেস্টের প্যাকেটের নীচের নানান রং এর অর্থঃ-  

আপনি toothpest এঁর নিচে লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিউব আকৃতির একটি ট্যাব রয়েছে। তো চলুন এবার জেনে নিই এই কিউব গুলির কোনটি কি অর্থ তুলে ধরে। যদি আপনার toothpaste এঁর নীচে সবুজ রং রয়েছে তাহলে এটি সম্পূর্ণ রুপে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
GREEN CUBE UNDER TOOTHPASTE

 যদি নীল রং থাকে তাহলে পেস্ট টি তৈরি করার সময় প্রাকৃতিক উপাদানের সাথে সাথে মেডিসিন ও প্রয়োগ করা হয়েছে।

শিক্ষণীয় গল্প পড়তে এখানে ক্লিক করুন

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
BLUE CUBE UNDER TOOTHPASTE

 আবার যদি লাল রং দেখেন তাহলে বুঝে নিবেন যে প্রাকৃতিক উপাদানের সাথে সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও প্রয়োগ করা হয়েছে।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
RED CUBE UNDER TOOTHPASTE

 কিন্তু যদি কালো রং দেখেন তাহলে বুঝতে হবে যে এটি তৈরি করার সময় কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় নি এবং এটি সম্পূর্ণ রুপে রাসায়নিক পদার্থ দিয়েই তৈরি করা হয়েছে। তাই টুথপেস্ট কেনার সময় এগুলি অবশ্যই দেখুন। আবার অনেকর মতে এই রং গুলির দ্বারা প্রস্তুত কারক মেশিনটির বিভিন্ন বৈশিষ্ট লিপিবদ্ধ থাকে।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
BLACK CUBE UNDER TOOTHPASTE

ভয় পেলে বা ঠাণ্ডা লাগলে শরীরের রোম দাঁড়িয়ে যায় কেন?

আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে, ভয় পেলে, ঠাণ্ডা লাগলে, কিংবা অন্য কোনো সময় আমাদের শরীরের লোম খারা হয়ে যায়, মানে সোজা বাংলায় বলতে গেলে বলা যায় শরীর কাঁটা দেয়। কিন্তু এটা কি কোনো দিনও ভেবে দেখেছেন যে, এটা কেন হয় বা কি ভাবে হয়?

রহস্যময় কিছু পড়তে এখানে ক্লিক করুন

আসলে এই পুরো প্রক্রিয়া টি একটি হরমোন ঘটিত প্রক্রিয়া। মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদেরও এটি হয়ে থাকে। আমাদের ত্বক যখন ঠাণ্ডার সংস্পর্শে আসে তখন এক বিশেষ প্রকারের হরমোন আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয়, এবং ত্বকের উপরে একটি পাতলা আবরণ তৈরির চেষ্টা চালায়। আর এঁর ফলেই আমাদের রোমকূপ প্রসারিত হয়। আবার আমাদের যখন ভয় লাগে তখনও এই হরমোনটি নিঃসৃত হয় এবং দ্রুত গোটা শরীরে ছড়িয়ে পরে, আর এঁর প্রভাবেই আমাদের রোমকূপ দাঁড়িয়ে যায়।

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
ভয় পেলে লোম খাড়া হয় কেন?

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

উড়োজাহাজের রং সাদা হয় কেন?

আসলে সাদা রং অন্য রং গুলির তুলনায় বেশি পরিমাণে আলোকে প্রতিফলিত করতে সক্ষম। আর সাদা রং হওয়ার ফলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যায়, যার ফলে উড়োজাহাজের পৃষ্ঠ দেশের বা উপরের তাপমাত্রা বেড়ে যায় না।

 আবার সাদা রং হওয়ার ফলে জাহাজের কোথাও ফেটে গেলে বা ফুটো হয়ে গেলে সহজেই তা চোখে পড়ে। অন্য রং গুলির তুলনায় সাদা রং আমাদের চোখে বেশি উজ্জ্বল লাগে। তাই কোনো বিমান দুর্ঘটনাগ্রস্থ হলে সেই বিমানটি খুঁজে পেতে সুবিধা হয়। আর এই সমস্ত কারণগুলির জন্যই উড়োজাহাজকে সাদা রঙে রাঙিয়ে দেওয়া হয়।  

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?
WHY AEROPLANES ARE PAINTED WITH WHITE COLORS উড়োজাহাজের রং সাদা হয় কেন?

UNKNOWN FACTS IN BENGALI বিস্ময়কর তথ্য অজানা ঘটনা কি এবং কেন?***

টেকনোলজি সম্পর্কে জানুন

Spread the love

Leave a Reply