আজ আটটি বাংলা নতুন কবিতা থাকছে। এই সেরা বাছাইকৃত কবিতা গুলি বিভিন্ন প্রসঙ্গকে ভিত্তি করে লেখা হয়েছে। কোনোটিতে সমাজের শোচনীয় সত্য তুলে ধরা হয়েছে, আবার কোনোটিতে শিশুর অধরা স্বপ্নের কথা বলা হয়েছে।
বাংলা নতুন কবিতা। bengali poems:-
নতুন কবিতা- ০১
অধরা স্বপ্ন
সৃজা from ছাড়পত্র
স্বপ্ন আমার রেখে খাঁচায়,
ছুটি মা-বাবার তালে।
গুরুজনের স্বপ্ন পূরণ করতেই,
যে আমার গোটা দিন কাটে।।
গুরুজন আমার লাটাই হয়েছে,
আমি সুতোয় বাঁধা ঘুড়ি।
যেমন করে উড়ায় আমায়,
তেমন করেই উড়ি।।
আমার স্বপ্ন আমায় যায় ছাড়ি,
কাধেঁর এই স্কুলব্যাগ আমার থেকেও যে ভাড়ি।
বাবার ইচ্ছে শিক্ষক বানাবে,
মায়ের ইচ্ছে ডাক্তার।
দাদুর ইচ্ছে পাইলট হব,
ঠাকুমার ইচ্ছে ইঞ্জিনিয়ার।
সবার ইচ্ছে জানালো আমারে,
কেউ জানলো না আমার ইচ্ছের কথা।
সবাই গেছে চলে, চাপিয়ে দিয়ে বোঝা।
ইচ্ছে আমার উড়ব আকাশে,
মেলে দিয়ে ডানা।
কিন্তু হায়,
উড়ব আর কেমন করে,
আমার যে উড়তে মানা।।
নতুন কবিতা- ০২
আয় খোকা আয়
স্বর্নকমল তপস্বী
আজ প্রায় বছর সাতেক পরে,
ঘনিষ্ঠতার সাথে আবার বিশুদ্ধ আলাপ।
মিনিট পনেরোয়
যেন পৌনঃপুনিক
নাহ,সেই ঘ্রান এখনও যায়নি
এখনও যায়নি,
বাঘের মুখে রক্ত পরা ঘোর
আর কত দিন,
রুম হিটার বেচারী তাপ দিয়ে যায়?
কতকাল আর?
মা-দিদি ডাকে জ্বালাফালা?
কখনও তো চায়
আয় খোকা আয়!!
নতুন কবিতা- ০৩
কলঙ্কিনী
প্রিয়া সারাদ
আমি তোমার লাগি পর করেছি গৃহ
তোমার প্রেমে বেঁধেছি তাসেরবাঁসা ,
পরেছি শরীরে শত মলিন বাস –
এলোকেশে মোর দিয়েছি কামিনী নেশা।
চোখের কোলে অনিদ্রা ঢেকেছি রংয়ে
কালসিটে ঠোঁট আবার বেঁধেছি যুদ্ধবাসে,
নাভির উপরে জড়িয়েছি জড়োয়া বাঁধন
তবু তোমার বাঁধন প্রতীক্ষার আশ্বাসে !
সেদিন ছিলো ছোট্ট পরীর ঘর ,
রাজপ্রাসাদের একমাত্র আল্লাদিনী;
অকাল প্রেমের পরিণয়ে আজ পরিণতি-
এ এক অন্য পৃথিবীর আমি আর এক কলঙ্কিনী !!
নতুন কবিতা- ০৪
একটি কবিতা
বরুণ চক্রবর্তী
দূরে আছি,
এ দূর দূর নয়।
সুরে আছি,
এ সুর মনময়।
নানান ভাবে
দূর আসে কাছে
মনেতে ঢেউ
ছন্দ-সুর আছে।
ছন্নছাড়া সেই যে
চিন্তা কত জোটে
বাঁধন হারা এই যে
সময় দেদার ছোটে।।
কে যে কোথাও
পশ্চিম বা পূবে,
দায়িত্ব পালনে
মগ্নতায় ডুবে।।
নিমেষে খুশিতে
তলিয়ে থাকে মন,
গান-কবিতায়
ভিজছি সারাক্ষণ।।
সদ্ ভাবনায়
কাটছে দিন-রাত,
বন্ধুরপথে বন্ধু
বাড়িয়ে আছে হাত ।।
নতুন কবিতা- ০৫
ভার্জিন
স্বর্নকমল তপস্বী
স্বাধীনতার আওরা বুলি
পরাধীন ভাতের পাতে।
জাঁদরেল একাত্তুরে
এখন
উইধরা পাতার রাতে।
প্রশ্ন কর তুমি,
মেরুদণ্ডহীন সেকেন্ডের ও ডগমগ অর্ধাংশে ভারপ্রাপ্ত
প্রশ্নই কর তুমি…
আর,
ছাদনাতলায়
অনন্ত অপেক্ষায়
ভার্জিন বদলের হাতিয়ার।।
পড়ুনঃ- সেরা প্রেমের কবিতা।
সুন্দর কবিতা। জীবনমুখী কবিতা।
নতুন কবিতা- ০৬
শুধু তাই
স্বর্নকমল তপস্বী
শুধু তাই
ফুলঝুরি ফোটা
শুধু তাই
কথার ভাঁজে
গড়ল ফাটে গোটা
শুধু তাই
সময় বাঁচাই
যা চাই
তা কি ক্রোশ ও দুরে?
মোহের ক্রোড়ে
কুহক কূহু সুরে
শুধু
কুমির কান্না জুড়ে
শুধু
কুমির কান্না জুড়ে
শুধু
রিপুরাজ ঘুরে ফেরে
শূধু তাই
স্বপ্নের বুক চিরে
নতুন কবিতা- ০৭
নতুন কবিতা- ০৮
শহুরে কাউয়া
বিশ্বজিৎ সরকার
কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে,
আবার রোদ উঠলো শহরের রাস্তায়।
সমতল শহরের ফুটপাথে,
শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছে,
কৃষ্ণচূঁড়া আর রাধাচূঁড়া গাছ।
এইসব ফুলেদের ফেলে,
পাহাড়ের দিকে তাকাতেই কেঁপে উঠল বুক
গাছের তলায় ছিটকে পড়া রোদে সহসা একটা কাক উরে এসে বসলো,
ঠোঁটে তুলে নিলো একটা শুকনো সরু ডাল।
এই কবিতা গুলি আপনাদের কেমন লাগল তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
recommended by charpatra:- best bengali motivational story
facebook- গল্প আর গল্প
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।