আজ কিছু ছোট বাংলা কবিতা থাকছে আপনাদের জন্য। কলমে রয়েছেন মানব মণ্ডল । এই সংকলনটিতে থাকছে, কিছু জীবনমুখী কবিতা এবং কিছু ভূতের কবিতা। আশা করছি লেখকের অন্যান্য লেখাগুলির ন্যায় এই নতুন কবিতা গুলিও আপনাদের প্রশংসা কুরোবে।

বাংলা কবিতা। স্বরচিত কবিতা। জীবনমুখী কবিতা। ভূতের কবিতাঃ-

নতুন কবিতা- সোশ্যাল মিডিয়াঃ-

সোশ্যাল মিডিয়া
-:মানব মণ্ডল:-

সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীটা নাকি,
রয়েছে হাতে তোমার।
রোজ তোমার বিছানা ভাসে কান্নায় 
খোঁজ পাওনি তুমি একটাবার।
একটা ঘরেই আছো আলোকবর্ষ দূরে সরে
দ্বীপের মতো জীবন, সম্পর্কটা হচ্ছে ছারখার।
লাইক কমেন্ট এর ভিড়ে, 
হারিয়ে যাচ্ছে গল্প আমার তোমার।
মনের খবর রাখতে তুমি যাচ্ছো ভুলে,
সোশ্যাল মিডিয়ার ইন্দ্র জালে,
জীবন নাজেহাল,  
হৃদয়ের স্পন্দনটা  আর শুনতে পাই না আজকাল।
সোশ্যাল মিডিয়ার নেশায় আমরা সবাই মাতাল।

জীবনমুখী কবিতা- জীবনের জলছবিঃ-

"জীবনের জলছবি"
-:মানব মণ্ডল:-

জীবনের ছবিটার সব রঙের হয়ে গেছে ফিকে
দেখাবো কিভাবে ভাষার ছবিতে,
কত ব্যাথা জমে আছে বুকে।
জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে 
সে চলে গেছে দূরে সরে।।
জানি না আমার ভালোবাসা কিভাবে আছে সে ভুলে?
মন কাঁদে, অভিমানের মেঘের আড়ালে।।
আমি যে মধ্যবিত্ত লুকিয়ে সব ক্ষত
পথ চলি হাসি মুখে, দুই চোখে 
স্বপ্নের রঙে ছবি এঁকে,
যদি জানি বারবার
আমাদের মেনে নিতে হবে হার।।
অসম্পূর্ণ থেকে যাবে আমার তোমার 
গল্পটা এ শহরের বুকে, 
দীর্ঘ শ্বাস যাবে স্মৃতির ছবি এঁকে।।

ভুতের কবিতা-vuter kobita:-

"ভূতের ছানা"
-ঃমানব মণ্ডলঃ-

প্যাঁচাপ্যাঁচির গল্প শুনে,
মানুষ ধরার ছিপ আনলো কিনে
মেছো ভুতের ছানা।
পেত্নী পেলো ভয়, দেখে ওদের কান্ড কারখানা।
  তেপান্তর মাঠ পেরিয়ে কাঠের ঘোড়া চড়ে,
মানুষ দেশ থেকে আসবে ঘুরে, 
বলে ভুতের ছানা বায়না দিলো জুড়ে।।
ভুত বাবাজি ভয়ে মরে,
মানুষেরা যে ভয়ঙ্কর, ওদের বোঝাবে কে রে?
উপায় শেষ, ব্রহ্মদৈত্য দিলো একখানা-
কৃষ্ণ নগরের পুতুল, তা দিয়ে মেটালো ওদের বায়না।
স্বরচিত কবিতা ভূতের কবিতা
bengali new poems

পড়ুনঃ- ব্যর্থ মানুষের সফলতার গল্প

বাছাই করা প্রেমের কবিতা

ভূতের কবিতা- ভুতের পাঠশালাঃ-

"ভুতের পাঠশালা"
-ঃমানব মণ্ডলঃ- 

ব্রহ্মদৈত্যির পাঠশালায়
ভুতের ছানারা রোজ যায়।
শিখতে মানুষদের ভয় দেখানোর
হরেক রকম উপায়।
কেমন ভাবে উঁকি মারবে জানালায়
ভরা পূর্ণিমায়।
মাথায় চাটি মারে,
ফুরুত করে কেমনে যেতে হয়ে গাছে চড়ে,
বিকট হাসি হাসে, কিভাবে আঁধার যাবে মিশে
অনেক কিছুই আছে শেখার।
ভুতে হতে গেলো আজকাল ডিগ্রীর দরকার।
আসলে এখনতো খারাপ ভুতেদেরও  চাকুরীর বাজার। 

ভূতের কবিতা-হরেক রকম ভুতের মেলাঃ-

"হরেক রকম ভুতের মেলা"
-ঃমানব মণ্ডলঃ- 

অন্ধকারে ওরা সব বেড়িয়ে পরে।
মেছো ব্যাটা মাছ চুরি করে।
পেত্নী গুলো সব গাছের ডালে
পা দুলিয়ে আড্ডা মারে।
ভুত হয়ে শান্তি কোথায়?
ব্রহ্মদ্বৈতি কান ধরে রোজ পড়তে বসায় 
তার পাঠ শালায়।
স্কন্ধ-কাটার দুঃখ ভারি,
মাথাটা খোঁজে ঘুরে ঘুরে।
গেছোটাও পাজি ভারি
চুল টেনে গাছে বসে চড়ে।
চোরচুন্নি চুরি করে, লোকের ঘরে
শাকচুন্নি এখনো সিঁদুর পরে,
বরের মঙ্গল কামনার্থে।
বিজ্ঞান বলে ভয় পেওনা আলেয়া।
তবু যদি নিশি ডাকে
দরজা টা দিও আটকে।
হরেক রকম ভুত আছে এ বাংলায়।
তবে ওরা সব্বাই ভালো, শুনেছি গল্প কথায়।
বাংলা কবিতা সুন্দর কবিতা
বাংলা কবিতা সুন্দর কবিতা

লেখকের সাথে যুক্ত হতে পাড়েন- ফেসবুক এর মাধ্যমে।

আশা করছি লেখকের এই সুন্দর কবিতাগুলি আপনাদের ভালো লেগেছে। আপনিও যদি ছাড়পত্রের পাতায় লিখতে ইচ্ছা প্রকাশ করেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না। আপনিও হয়ে উঠুন আমাদের সহস্র পাঠকের পছন্দের লেখকদের মধ্যে একজন।

click on the blue text for WhatsApp chat with charpatra:- ছাড়পত্র-WhatsApp.

আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হওয়ার জন্য- গল্প আর গল্প।

be a part of charpatra community
be a part of charpatra community
<

Spread the love

Leave a Reply