আজকের এই ব্লগে আমরা free fire support zendesk বা free fire zendesk নিয়ে কথা বলব। আপনি কিভাবে garena zendesk থেকে সাপোর্ট নিতে পাড়বেন তা নিয়েই আজকের এই লেখাটি। free fire support zendesk থেকে আপনি খুব সহজ ভাবেই ব্যান হয়ে যাওয়া একাউন্ট সহ এলিট পাশ, ডায়মন্ড, ফ্রি ফায়ার পেমেন্ট সংক্রান্ত নানান সমস্যার সমাধান পেয়ে যাবেন। বলে রাখি এর জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। তাই অন্য কারও কাছে সহযোগিতা না চেয়ে এখানে যে নিয়মটি আমি বলছি সেটি অনুসরণ করুন।
TAKE SUPPORT FROM free fire support zendesk OR garena zendesk :-
যখন আপনার ফ্রি ফায়ার আইডি ব্যান হয়ে যাবে তখন কিভাবে free fire support zendesk এর সাথে যোগাযোগ করে আপনার বহুমূল্য আইডিটি বাঁচাবেন?
উপরোক্ত প্রশ্নটির উত্তর জানার আগে আমরা জেনে নিব, কেন আপনার ফ্রি ফায়ার একাউন্ট ব্যান করে দেওয়া হতে পাড়ে?
কেন আপনার ফ্রি ফায়ার একাউন্ট ব্যান হয়ে যেতে পাড়ে?
আপনার ফ্রি ফায়ার আইডি ব্যান করে দেওয়া হবে যদি আপনি-
1. অনেকেই গেম এ নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য, গুগল প্লে স্টোর থেকে বা গুগোল থেকে অনেক অ্যাপলিকেশন নামিয়ে নেন। এর মাধ্যমে গেমে নিজের র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে, ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উপায়ে বা থার্ড পার্টি থেকে কোনো অ্যাপলিকেশন এর সাহায্যে র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করলে ফ্রি ফায়ার কন্ট্রোল টিম আপনার আইডি সীমিত সময়ের জন্য বা পুরোপুরি ব্যান করে দিতে পাড়ে।
2. আমরা অনেক সময় কিছু বাড়তি সুযোগ লাভের আশায়, গেমে কিছু বাড়তি টুল যুক্ত করি, কিন্তু যদি টুল ঠিক ভাবে যুক্ত না হয়, বা কোনো error দেখা যায়, তাহলেও আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পাড়ে।
3. আপনার ফ্রি ফায়ার একাউন্ট ব্যান হয়ে যেতে পাড়ে, যদি আপনি কাউকে হ্যাক করার চেষ্টা করেন, আর সেই ইউজার ফ্রি ফায়ার কন্ট্রোল টিমে আপনার আইডির উপর রিপোর্ট দেয়। অথবা আপনি হ্যাক করার চেষ্টা করছেন, এই বিষয়টি কন্ট্রোল টিমের নজরে এলেও, আপনার ফ্রি ফায়ার একাউন্ট বন্ধ করে দেওয়া হতে পাড়ে।
4. আমরা জানি যে, প্রতিটি গেমের একটি নির্দিষ্ট নিয়ম থাকে, প্রত্যেক গেমারকে সেই নিয়ম মানতে হয়। কিন্তু যদি কোনো প্লেয়ার নিয়ম ভাঙ্গার চেষ্টা করে, তাহলে তার আইডি ব্যান হয়ে যেতে পাড়ে।
আশা করছি, বুঝে গেছেন কেন আপনার ফ্রি ফায়ার আইডি ব্যান হয়ে যেতে পাড়ে। তাই উপরোক্ত ভুল গুলি কক্ষনোই করবেন না।
HOW TO UNBAN FREE FIRE ACCOUNT? FROM garena zendesk
আবার এরকমও কিছু প্লেয়ার আছেন, যারা কোনো নিয়ম ভঙ্গ না করলেও আইডি ব্যান হয়ে গেছে। এমতাবস্থায় আপনি free fire support zendesk এর সাথে যোগাযোগ করতে পাড়েন। কিছু দিনের মধ্যেই আপনার free fire id unbanned হয়ে যাবে। আমি নিজেও এরকম অনেক আইডি দেখেছি, যারা ff zendesk এর মাধ্যমে নিজেদের আইডি ফিরে পেয়েছেন। ff zendesk থেকে free fire account unbanned করার জন্য দুটি রাস্তা রয়েছে। আমি দুটি নিয়েই আলোচনা করছি-
প্রথমত আপনাকে free fire garena official website –এ যেতে হবে। আপনি এই লিঙ্কে ক্লিক করেও সরাসরি সেখানে যেতে পাড়বেন- free fire support zendesk
লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিছুটা এরকম (উপরের ছবিটির মত) ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার ফ্রি ফায়ার আইডি যার মাধ্যমে সাইন-ইন করে রেখেছেন (ফেসবুক বা ই-মেল) সেটি দিয়ে সাইন-ইন করে ফেলুন।
এরপর SUBMIT A REQUEST এর উপর ক্লিক করুন। একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার গেমটি শুধুমাত্র Free Fire নাকি Free Fire Max সেটি চয়ন করুন। এরপর আরেকটি নতুন পেজ ওপেন হবে, সেখানে অনেক অপশন আপনার সামনে চলে আসবে। যেহেতু আপনার আইডি সংক্রান্ত সমস্যা সেহেতু আপনি GAME CONCERN SELECT করবেন।
এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। এখানে আপনাকে আপনার আইডি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি ফিল-আপ করতে হবে। এরপর আপনার সমস্যা জানান। তবে মনে রাখবেন, সেখানে যা লিখবেন, সবই যেন সঠিক হয়। সেখানে আপনার একাউন্ট unbanned করার জন্য অনুরোধ করুন।
সবকিছু হয়ে যাওয়ার পড় অবশেষে submit এর উপর ক্লিক করুন। যদি তাদের মনে হয় যে, আপনি যা বলছেন সব ঠিক এবং ভুলবশত আপনার একাউন্ট ব্যান হয়ে গেছে তাহলে আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি যে, আপনার একাউন্ট খুলে যাবে।
এবার আসি, দ্বিতীয় উপায়টির দিকে-
এখানে আপনাকে একটি মেল করতে হবে। মেল এর সাবজেক্টে আপনার ফ্রি ফায়ার আইডি এবং আপনার সমস্যা (একাউন্ট ব্যান হয়ে গেছে বা অন্য কিছু) লিখুন। এরপর মেল এর বডিতে আপনার সমস্যা বিস্তারিত লিখুন, এবং আপনার আইডি unban করার জন্য অনুরোধ করুন। তাদের বলুন যে, আপনি অসচেতনতা বশত এই ভুলটি করে ফেলেছেন, ভবিষ্যতে এই ভুলটি আর কোনো দিনও করবেন না। সরাসরি এখানে ক্লিক করেই আপনি সেই পেজে চলে যাবেন- ff support zendesk free fire
যদি আপনি একদম loyal হন, তাহলে কিছুদিনের মধ্যেই মেল এর রিপ্লাই পেয়ে যাবেন। আর হতেও পাড়ে যে আপনার আইডি unbanned হয়ে যেতে পাড়ে।
তবে আমি পার্সোনালি মেল করাটাকেই রেফার করব। কারণ এর মাধ্যমে অনেক একাউন্ট unbanned হয়ে গেছে। এখানে বলে রাখি যে, আপনাকে অবশ্যই ইংরেজিতে মেল করতে হবে।
এছাড়াও, পেমেন্ট বা অন্য কোনো সমস্যার জন্যও আপনি ঠিক উপরোক্ত পদ্ধতির মাধ্যমে free fire support zendesk কে মেল করতে পাড়েন, এবং আপনার সমস্যার সমাধান পেতে পাড়েন।
EXPLORE MORE:- বিটকয়েন কি? কিভাবে বিটকয়েন আয় করা যায়?
free fire support zendesk. how to unban free fire banned account in bengali ff support zendesk
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।