Spread the love

50+ টি love Quotes In Bengali নিয়ে আসা হয়েছে আজ। ভালোবাসা নিয়ে লেখা এই উক্তি গুলি ডাউনলোড করার জন্য ছবি গুলিতে লং প্রেস করুন।

love quotes in bengali:-

১. ভালোবাসা হলো এমন স্পন্দন যা মৃত্যুর পরও অমর হয়ে থেকে যায়।

২. মেয়েটি জিজ্ঞেস করল, “তুমি আমায় ভালোবাসো কি?”, । ছেলেটি উত্তরে বলল “আমি তোমায় শুধু ভালোবাসি না, তোমার খারাপটাও বাসি”, ।

৩. ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায়, তার থেকে দূরে থাকা যায় না।

notun ভালোবাসা নিয়ে উক্তি
notun ভালোবাসা নিয়ে উক্তি

৪. ভালোবাসা হল অনেকটা হাওয়ার মত, যাকে ধরা যায় না শুধুমাত্র অনুভব করা যায়।

৫. আসলে প্রেম হলো মাতাল হাওয়া আর ভালোবাসা তো সেই হাওয়ায় ভেসে থাকা এক পালক, যা মাথার বালিশে নয় মনের বালিশে থাকে।

৬. প্রেম একটা নৌকার মতো আমাদের জীবননদে নোঙর ফেলে, কিন্তু যাওয়ার সময় কূল ভেঙে দিয়ে যায়।

৭. একটি ছেলে তার ভালোবাসাকে আগলে রাখে, আঁকড়ে রাখে, কিন্তু সেই ভালোবাসাকে যদি কেউ অসম্মান করে, তাকে ছেলেটি নীরব ঘৃণা ছুঁড়ে দেয়।

৮. আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি ভালবাসতে জানি না। আসলে কিন্তু তা নয়, আসলে আমার ভালোবাসা কেউ বুঝতে চায় না।

prem niye koster ukti
prem niye koster ukti

৯. প্রেম মানে কোন কিছুর প্রতি আকর্ষণ, কিন্তু ভালোবাসা মানে আসক্ত হয়ে পরা।

১০. আমার জীবনে কথার স্থান একটু অন্যরকম যেখানে নীরব বাক্য এক মানুষে আসক্ত।

১১. রাস্তায় কাউকে দেখে তাকে ভাল লেগে যাওয়া আর একজনে আসক্ত হয়ে থাকা কিন্তু এক নয়।

১২. ভালোবাসা অনেকটা মাটির মূর্তির মত, যাকে ভেঙ্গে ফেললে পুনরায় তৈরি করা যায় ঠিকই, কিন্তু সেটির সৌন্দর্য অনেকটাই ফিকে হয়ে আসে।

১৩. ভালো সবাই বাসে না, আর যে ভালো বাসে সে ধোঁকা দিতে যানে না।

১৪. জীবনের প্রতিক্ষনে একজনকে পাশে থাকা উচিত না হলে ছায়াটাও হয়তো একাকিত্বের উল্লাস মেনে নেবে।

১৫. জীবনে প্রেম আসলে দুটো ‘বি’ আসে। হয় বিবাহ নয় বিরহ।

১৬. প্রেম হলো এক উষ্ণানুভূতি, যার আকর্ষণ খুবই তীক্ষ্ম।

১৭. প্রেম মানুষকে ক্ষণিকের শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না।

ভালোবাসা নিয়ে উক্তি
ভালোবাসা নিয়ে উক্তি
<

. আমরা ভালোবাসা ভালোবাসা বলে গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু ভালোথাকার কাছে নিশ্চুপ হয়ে যাই।

১৯. যখন আমি শুতে যাই, তোমার বিছানায় আমার ঘুম বেশে। খুব আলতো চাহনি যেন আবৃত থাকে তোমার বিভোরে। নিজের মধ্যে এক দুমরানো, মুছরানো প্রেমিককে বের করে আনি যার চোখের কোণে সামান্য ফোঁটাটা নিজেকে ভেজাচ্ছে বিরহে কাতরে।

পড়ুনঃ- ১৮ টি কাজের কথা 

ভালোবাসা নিয়ে উক্তি:-

২০. ভালোবাসা তো জীবন প্রদীপ, এই দীপে প্রেমের ঘী খুব প্রয়োজন, না হলে ওই প্রদীপের মৃত্যু নিশ্চিত।

২১. যদি ভালবাসতেই না পার,জদি ভালোবাসা কাকে বলে তার অর্থই না জান, তাহলে ভালবাসতে যেও না। কারন ভাঙ্গা হৃদয় জোড়া লাগানো খুবই মুশকিল।

<

২২. সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।

২৩. যদি তুমি তোমার জীবনের দিকে তাকিয়ে দেখ যে, তোমার জীবনে কি আছে, তাহলে তুমি খুঁজে পাবে যে, তোমার জীবনে কোন কিছুরই কমতি নেই। কিন্তু তুমি যদি খুঁজো তোমার জীবনে কি নেই তাহলে দেখবে তোমার জীবনে অনেক কিছুই নেই।

ব্যর্থ প্রেম নিয়ে উক্তি
ব্যর্থ প্রেম নিয়ে উক্তি

২৪. তুমি আমার কাছে জানতে চাইছ আমার ভালোবাসার মানুষ কে? এর উত্তর জানার জন্য সবার প্রথমের শব্দটি আবার দেখ।

২৫. I love you বলা সহজ হলেও শব্দটা আসলে খুবই কঠিন স্বভাবের। কারন এর শুরুতে I থাকলেও শেষ হয় You দিয়ে।

২৬. জীবন প্রকৃতির দেওয়া প্রথম দান, ভালোবাসা হল দ্বিতীয় দান আর একে অপরকে বুঝে নেওয়ার ক্ষমতা হল প্রকৃতির দেওয়া তৃতীয় দান।

২৭. প্রেম তো ক্ষনিকের চাহিদাও হতে পারে, কিন্তু ভালোবাসা নিজে ভিজে শুধু ত্যাগ করতে শেখায়, যেখানে কোনো খাদ থাকবে না।

২৮. মেয়েরা প্রথমবার যার প্রেমে পরে তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পরলে দেখবেন শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।

new love quotes in bengali
new love quotes in bengali

২৯. ভালোবাসা মানে আমি বুঝি, কোনো এক বিশ্বাসের ওপর নিজের সবটুকু তুলে দেওয়া, যাতে সে সুন্দর ভাবে সম্পর্ককে গড়ে তুলতে পারে।

৩০. প্রথমে নিজের প্রতি ভালোবাসা না আসলে অপরকে ভালবাসতে যেও না।

৩১. ভালো সবাই বাসতে যানে না, আর যে ভালবাসতে জানে তার কেউ কদর করে না।

৩২. আমরা প্রতিদিন বাঁচি, প্রতিদিন মরি কিন্তু ভালোবাসা অমর, অক্ষয় যা লোকমুখে শোনা যায়, ছেলেটা ভালোবেসেছিল, নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল।

ব্যর্থ প্রেম নিয়ে উক্তি sad
ব্যর্থ প্রেম নিয়ে উক্তি sad

৩৩. প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হয় অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে।

৩৫. ভালোবাসা হলো, এমন একটি বই যার সূচনা প্রেমের গল্প দিয়ে হলেও শেষটা গুমড়ে, দুমরানো সিক্ত উপসংহারের পাতা হয়ে রয়ে যায়।

৩৬. পরিনত মানুষ কখনো প্রেম নিয়ে ব্যস্ত থাকে না, সে ব্যস্ত ভালোবাসার ওপর যা পরিপূর্ণ।

পড়ুনঃ- জীবন ব্দলে দেওয়ার মত ৪৯ টি উক্তি 

প্রেম নিয়ে উক্তি:-

৩৭. ভালবাসা আর ভাল লাগা এক জিনিস নয়। ভাল সবারই লাগে কিন্তু ভালবাসতে ক’জন পারে?

৩৮. অনেকে নিজে কারোর যোগ্য, অযোগ্য মনে করে ভালোবাসায় নিজের অবস্থানকে সামনের জনকে বোঝানোর চেষ্টায় থাকে, কিন্তু ভালোবাসায় শুধু ভালোবাসাটা রাখতে হয়, তাতেই যথেষ্ট।

৩৯. আসলে প্রেম আমরা নিজের মতো করে তৈরি করতে পারি, কিন্তু ভালোবাসাটা হয়ে যায় অগোচরে, হৃদয়ের পশম হয়ে আমৃত্যু থেকে যায়।

প্রেম নিয়ে অসাধারণ উক্তি
প্রেম নিয়ে উক্তি

৪০. ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।

৪১. আমরা প্রেমের পৃষ্ঠাকে হয়তো পরিবর্তন করতে পারি, কিন্তু ভালোবাসা যে পূর্ণাঙ্গ গ্রন্থ যা মৃত্যুর ওপারেও থেকে যায়।

৪২. মনের মানুষ পাওয়ার জন্য এক জীবন নয়, কয়েক জন্ম লাগে।

৪৩. ভালোবাসি সবাই বলে, কিন্তু ভালো রাখতে আর কয় জনে পারে!

৪৪. একে অপরের অভিমানই যদি ভাঙ্গাতে না পার, তাহলে মিছেমিছি ভালবাসায় সময় খরচ করে লাভ নেই।

৪৫. দীর্ঘ সময় পর আমি আবিস্কার করলাম যে, তার কাছে ভালোবাসা আর দূরে সরে যাওয়া একই জিনিস।

 love quotes in bengali
love quotes in bengali

৪৬. ভালোবাসা এমন একটা বিষয় যেখানে অধিকাংশ সময় অন্যজনের খুশির জন্য দিন শেষে নিজেকে সরিয়ে নিতে হয়।

৪৭. প্রেম তো অনুভূতির ব্যাপ্তি, তবে ভালোবাসা সেই অনুভূতিরই পূর্ণ আবেগস্বরূপ, যে নিজে ভেজে কিন্তু কাউকে ভেজায় না।

৪৮. আসলে ভালোবাসা হৃদয়ে নেওয়া উচিত নয়, যা পরে এতো ঝরাবে নিজের কষ্ট প্রকাশ পর্যন্ত হবে না, যে বোঝার সে বুঝলো না, আমি ভিজে গিয়ে কি হবে, রাতের যামিনী নির্জনতায় থাকুক, আমি থাকি নির্জন, বিজন প্রান্তরে।

৪৯. বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসি নি- আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।

৫০. যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা।

৫১. ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা। মেয়েরা সত্যিকার ভালো বাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানেনা।

সৌগত ও আরও অনেকে

উক্তিতে রয়েছেন যারা-
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত। গল্পটির ভিডিও বা অন্য কোনো মাধ্যমে অন্যত্র প্রকাশ আইন বিরুদ্ধ। ছাড়পত্র এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।
গল্প বা লেখা পাঠাতে পারেন- charpatrablog@gmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে। 
পড়ুনঃ- 
জীবনে সুখী হওয়ার কিছু উক্তি 

২৭ টি অসাধারণ উক্তি 
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- 

ফেসবুক Group - গল্প Junction 

ফেসবুক- ছাড়পত্র

টেলিগ্রাম- charpatraOfficial

WhatsApp Group- ছাড়পত্র (২)

love quotes in bengali. ভালোবাসা নিয়ে উক্তি। প্রেম নিয়ে উক্তিl ব্যর্থ প্রেম নিয়ে উক্তি।


Spread the love

Leave a Reply

আমাদের পরবর্তী আপডেট কি পেতে চান হ্যাঁ পেতে চাই না