আজকের এই সাইকোলজি ফ্যাক্ট ইন বেঙ্গলি ব্লগটিতে থাকবে মেয়েদের সাইকোলজি অর্থাৎ মেয়েদের মনোবিজ্ঞান নিয়ে কিছু ফ্যাক্ট। এর মাধ্যমে আপনি মেয়েদের সাইকোলজি বোঝার উপায় গুলি অনেকটাই জানতে পাড়বেন। সাথে থাকছে মহিলাদের সঙ্গে যুক্ত কিছু অবিশ্বাস্য আজব তথ্য।

মেয়েদের সাইকোলজি হিউম্যান সাইকোলজিঃ-

১. যখন কোনো মহিলা কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয় তখন, সাধারণের তুলনায় সে একটু বেশি জোড় গলায় কথা বলে।

২. মেয়েরা পুরুষের রূপের থেকে পুরুষের SENSE OF HUMOR এর দ্বারা বেশি প্রভাবিত হয়।

৩. মহিলাদের, পুরুষদের তুলনায় বেশি ভয়ানক এবং অধিক চিন্তাযুক্ত স্বপ্ন এসে থাকে

৪. মেয়েরা খুব সহজেই একজন পুরুষের শরীরের অঙ্গ-ভঙ্গি দেখে সে (পুরুষটি) কি বলতে চাইছে বুঝে যেতে পাড়ে, কিন্তু একজন পুরুষ এটি পাড়ে না।

৫. মেয়েদের স্বভাব হল, তারা কোনো আঘাত পেলে, চুপচাপ থাকে এবং আপনাকে এড়িয়ে যেতে চাইবে।

৬. পৃথিবীতে কেবলমাত্র ২ শতাংশ মহিলাই রয়েছেন, যারা নিজের রূপে সন্তুষ্ট।

৭. মেয়েদের নিজের গুণগান অনেক পছন্দ। হতে পাড়ে সেই গুণগানটি মিথ্যে, কিন্তু তাতে ওদের কিচ্ছুটি যায়-আসে না।

৮. স্ত্রী-পুরুষ নির্বিশেষে সবার ভাবনাচিন্তা আসে, আর এটাই স্বাভাবিক, কিন্তু পার্থক্য শুধু এই বিষয়টাতে যে, মহিলারা কোনো সাধারণ জিনিস নিয়েও বেশি বেশি চিন্তা করে ফেলে

মেয়েদের সাইকোলজি মেয়েদের মনোবিজ্ঞান girls psychology in bangla
মেয়েদের সাইকোলজি। মেয়েদের মনোবিজ্ঞান girls psychology in bangla

৯. বুদ্ধিমান মেয়েরা সহজে তাদের জীবন সঙ্গী খুঁজে পায় না। কারণ তারা জীবনসঙ্গী নির্বাচনে অনেক কঠোর হয়। এরা সারাজীবন একা থাকবে, তবুও কোনো বাজে ছেলেকে পাত্তাও দেবে না।

১০. দেখা গেছে যে, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক সংবেদনশীল

১১. মেয়েরা সর্বদা নিজের প্রেমিকের হাত ধরে হাঁটতে পছন্দ করে

১২. মেয়েরা সর্বদা নিজেদের চাহিদাকে সরাসরি না বলে, ঘুড়িয়ে-ফিরিয়ে বলতে বেশি পছন্দ করে

১৩. মেয়েদের যে কথাটি সবথেকে বেশি আঘাত দেয় সেটি হল- “তুই কোনো কাজের না”

১৪. এমন অনেক সময় হয়ে যায় যে, সামনে থাকা ব্যক্তি কথা বলতে বলতে হঠাৎ করেই আমাদের মনের কথা বলে ফেলে। কিন্তু মেয়েদের বেলায় এরকম হলে, নিজের অজান্তেই মেয়েদের চোখে জল চলে আসে

১৫. অনেক ছেলেই আছে যারা নিজের গার্লফ্রেন্ডকে বন্ধুরা মজা করলেও কিছু বলে না। কিন্তু মেয়েদের বেলায় ব্যাপারটা একদমই আলাদা। মেয়েরা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে কেউ মজা করলে কিছুতেই সহ্য করতে পাড়ে না

১৬. বেশিরভাগ মেয়ের কাছে টাকা গুরুত্বপূর্ণ, আবার কিছু মেয়ের কাছে ভালবাসাই সব

EXPLORE MORE:- 47 Rare Known PSYCHOLOGY FACTS IN BENGALI

১৭. আমাদের সমাজে “তাণ্ডব” নামে একটা কথা আছে, আর এই কথাটা মেয়েদের সাথেই বেশি মানায়। কারণ একজন মেয়ে মুহূর্তেই বিশাল তাণ্ডব সৃষ্টি করার ক্ষমতা রাখে।

১৮. মেয়েরা কক্ষনোই নিজের ক্রয় করা জিনিস নিয়ে খুশি হতে পাড়ে না। তারা সর্বদা অন্য মেয়ের কেনা জিনিসেই বেশি ঝোঁক দেয়।

১৯. বেশিরভাগ মেয়েদের এমন ছেলে পছন্দ, যারা তাকে প্রায়ই ঘুরতে নিয়ে যাবে, সর্বদা রোমান্টিক কথা বলবে

২০. একটি রিপোর্ট অনুযায়ী, পৃথিবীতে প্রতি ৯০ সেকেন্ডে একজন মহিলা সন্তান জন্মদান করার সময় মারা যান। পূর্বে এই মায়ের মৃত্যু হার আরও অনেক বেশি ছিল, বর্তমানে অনেকটাই কমেছে। তবে আফ্রিকার অনুন্নত দেশ গুলিতে এই হার অনেক বেশি।

২১. আপনি যতই চেষ্টা করুন না কেন, একজন মেয়েকে আপনি কিছুতেই পুরোপুরি বুঝে উঠতে পাড়বেন না

২২. সাইকোলজি বলে যে, মেয়েরা সেই সমস্ত ব্যক্তির সাথে বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলতে পাড়ে না, যাদের তারা পছন্দ করে।

২৩. ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে অ্যালকোহল বা HARD DRINK বেশি মাত্রায় প্রভাব ফেলে। একটি রিপোর্ট মোতাবেক, এরফলে মহিলাদের লিভারের সমস্যা দ্রুত দেখা যায়।

২৪. জানেন কি, ১০০ বছর বয়সের ঊর্ধ্বে থাকা প্রতি ৫ জন মানুষের মধ্যে ৪ জনই মহিলা। মেয়েদের গড় আয়ু ছেলেদের তুলনায় বেশি হয়। কারণ মেয়েদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলেদের তুলনায় অনেক বেশি হয়।

২৫. WYFMAN শব্দ থেকে ইংরেজি Woman কথাটি এসেছে। যার নিহিত অর্থ হল- Wife Of Man.

২৬. একজন মেয়ে নিজের রূপ নিয়ে প্রতিদিন মিনিমাম নয় বার ভাববেই ভাববে

২৭. আফ্রিকা মহাদেশে একজন নারী গড়ে ৭ জন শিশু জন্ম দেয়

২৮. মহিলাদের অগ্রাধিকার প্রদান এবং স্ত্রী-পুরুষ নির্বিশেষে সমান গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে প্রতি বছর ৮ মার্চ Women’s Day পালন করা হয়।

২৯. একটি অধ্যয়ন অনুসারে লম্বা মহিলাদের ক্যান্সার হওয়ার ঘটনা, অন্যান্য মহিলাদের তুলনায় বেশি দেখা যায়।

৩০. জানেন কি, একজন মহিলা তার জীবনের সর্বমোট গড়ে প্রায় ১০ বছর সময় রান্নাঘরেই কাটিয়ে দেয়

৩১. পৃথিবীর সবথেকে কম বয়সী তালাক প্রাপ্ত মেয়ের বয়স ছিল মাত্র ১০ বছর।

৩২. পৃথিবীতে একই কাজের জন্য পুরুষদের তুলনায় মহিলাদের গড়ে ৩৬% কম বেতন দেওয়া হয়

৩৩. জানেন কি, পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার একজন মহিলা ছিলেন। ইংরেজি গণিতজ্ঞ Ada Lovelace পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন।

৩৪. প্রতি বছর পুড়ো পৃথিবীতে প্রায় ১৪ মিলিয়ন কিশোরী মেয়ে গর্ভবতী হয়, আর এদের মধ্যে বেশীরভাগই উন্নয়নশীল দেশের বাসিন্দা। লোকলজ্জার ভয়ে এইসব ঘটনা সামনে আসে না।

৩৫. ১৭৭০ সালে ব্রিটেনের সংসদে একটি আইন পাশ হয়েছিল যেখানে বলা হয়েছিল- যে সমস্ত মহিলারা মেক-আপ করবেন, তাদের শয়তানের আত্মা মনে করে শাস্তি দেওয়া হবে।

নারী দিবস সাইকোলজি ফ্যাক্ট ইন বেঙ্গলি
নারী দিবস সাইকোলজি ফ্যাক্ট ইন বেঙ্গলি মেয়েদের সাইকোলজি

৩৬. বর্তমানে মহিলারা যে হাই-হিলস জুতো পড়ে ঘুরে বেড়ান, এগুলি আসলে পুরুষদের জন্য বানানো হয়েছিল।

৩৭. যদি কোনো পুরুষকে কোনো কথা দিয়ে আঘাত করা যায়, তাহলে সে সেই কথাটি ভুলে যায় ঠিকই কিন্তু সেই ব্যক্তিকে ক্ষমা করতে পাড়ে না। অন্যদিকে কোনো মেয়েকে যদি কোনো কথা দিয়ে আঘাত করা যায়, তাহলে মেয়েটি ক্ষমা করে দেয় ঠিকই কিন্তু সেই কথাটি ভুলে না।

সাইকোলজি ফ্যাক্ট ইন বেঙ্গলি। হিউম্যান সাইকোলজিঃ-

১. চুপচাপ থাকা মানে এটা নয় যে, আপনি কিছুই জানেন না। হতেও পাড়ে, আপনি এমন কিছু জানেন, যেটা বোঝার মত ক্ষমতা আপনার সামনে থাকা ব্যাক্তিটির নেই।

২. একা থাকা ভালো, কিন্তু বেশিদিন বা বেশিক্ষণ একাকীত্বে কাটানো, প্রতিদিন ১৫ টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর।

৩. আপনার যখনই একাকীত্ব অনুভূত হবে, তখনই আপনাকে ধরে নিতে হবে যে, আপনার আরও বন্ধু দরকার। বর্তমানে যে বন্ধুগুলি আপনার আছে, তারা আপনার সমকক্ষ নয় বা আপনাকে বুঝতে পাড়ে না। তাই আপনার মন এমন কোনো বন্ধুকে খুঁজছে, যে আপনাকে বোঝার ক্ষমতা রাখে।

৪. রাগ হল, আমাদের যন্ত্রণা থেকে মুক্তির প্রাকৃতিক উপায়।

৫. যখন আপনাকে কেউ রেগে বলবে- “I Hate you” তার মানে এটা নাও হতে পাড়ে যে, সে আপনাকে সত্যি সত্যি ঘৃণা করে। এমনটাও হতে পাড়ে যে, আপনি এমন কিছু কাজ করেছেন, যা তাকে আঘাত করেছে।

পড়ুনঃ- ভালোবাসার সঙ্গে যুক্ত সাইকোলজি ফ্যাক্ট

৬. যখনই আপনার রাগ হবে, তখনই রাগকে ঝেড়ে ফেলুন। রাগ পুষে রাখবেন না। এটা খুবই ক্ষতিকর।

৭. রাগ সবার হয়। কিন্তু জানেন কি, পুরুষ, মহিলা এবং বাচ্চাদের রাগের সঙ্গে মোকাবিলা করার ধরণ ভিন্ন হয়ে থাকে।

৮. রাগ আপনার মধ্যে থাকা নেতিবাচক ভাবনাকে ব্যক্ত করতে সাহায্য করে। আর এই রাগই আপনাকে নতুন কিছু করার প্রতি প্রেরনা জোগায়।

৯. যখন আপনি রেগে যান, তখন আপনার হার্ট বিট বেড়ে যায়, টেস্টোস্টেরন হরমোন অতি মাত্রায় ক্ষরণ হতে থাকে। কিন্তু আপনার শরীরের স্ট্রেস হরমোন বা Cortisol কমতে থাকে।

১০. অনিয়ন্ত্রিত রাগ এবং হঠাৎ করেই রাগে ফেটে পড়ার সঙ্গে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের গভীর সম্পর্ক আছে।

পড়ুনঃ- সাইকোলজি টিপস। মজার সাইকোলজি হ্যাক। কিভাবে স্মার্ট হওয়া যায়

১১. জানেন কি, গল্প শুনলে আমাদের রাগের মাত্রা কমে যায়। যখনই আপনার অতিরিক্ত রাগ করবে, তখনই আপনি একটি গল্প পড়ুন। দেখবেন আপনার রাগের মাত্রা অনেকটাই কমে যাবে। চিন্তা করছেন হঠাৎ করেই গল্প কোথায় পাবেন? আমাদের এই সাইটের উপড়ে “CLICK HERE” বোতামে চাপ দিলেই আপনি দেখবেন, অনেক ক্যাটাগরি খুলে গেছে। সেখান থেকে গল্প বেঁছে নিয়ে পড়তে থাকুন।

১২. রাগ এমন একটা জিনিস, যেটা সহজেই মানুষের মনযোগ আকর্ষণ করে।

১৩. কক্ষনোই ভুলে যাবেন না, একজন মানুষ রেগে গিয়ে আপনাকে কি বলেছে। কারণ সেটাই হল আসল কথা, যেটা মানুষটি আপনার সম্পর্কে ভেবে থাকে।

১৪. অনুকরণ বা MIMICRY আসলে আকর্ষণেরই একটি অংশ। এতে যাকে অনুকরণ করা হচ্ছে সে, অনেকটাই খুশি হয়।

১৫. যদি আপনি আপনার লেভেলের বা আপনার থেকে নিচু লেভেলের কারও উপর ক্রাশ খেয়েছেন তাহলে ৮০% সম্ভাবনা আছে যে আপনি যার উপর ক্রাশ খেয়েছে সেও আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছে।

১৬. আপনাকে যে ব্যক্তি সবথেকে বেশি শান্তনা জোগায়, আদতে সেই ব্যক্তিই তার জীবনে অনেক সমস্যায় আছেন।

১৭. পর্যাপ্ত ঘুমের অভাব এবং সময়ে খাবার না খাওয়াই আমাদের রাগ আসার অন্যতম কারণ।

১৮. যদি এরকম কোনো মানুষকে দেখেন, যে খুব কম কথা বলেন কিন্তু যা বলেন দ্রুত বলেন। তাহলে আপনার বুঝে নেওয়া উচিত যে সেই ব্যক্তিটি অনেকটা চাঁপা স্বভাবের। সে বেশীরভাগ কথা তার মনের মধ্যেই পুষে রাখে, বাইরে প্রকাশ করে না।

১৯. যদি আপনি কারও কাছে থেকে সহযোগিতা পেতে চান তাহলে সেই ব্যক্তিটির কাঁধে হাত রেখে সাহায্যের কথা বলুন। এটি বেশি ফলপ্রসূ।

২০. যদি আপনি একজন মেয়ে তাহলে অবশ্যই আপনার রূপ এবং আপনার ফিগার গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি একজন ছেলে তাহলে আপনার মানিব্যাগ গুরুত্বপূর্ণ।

২১. যদি আপনি আপনার জীবনে সময় এবং নির্দিষ্ট সীমারেখা ঠিক না করেন, মানুষ আপনাকে ফেলনা ভাববে।

২২. পৃথিবীর বেশীরভাগ মানুষ কোনো কিছু বোঝার জন্য শোনে না, সে শোনে কথাটির জবাব দেওয়ার জন্য।

হিউম্যান সাইকোলজি human psychology in bangla
হিউম্যান সাইকোলজি human psychology in bangla image
<

২৩. অনেক সময় আমরা একটি বিশেষ শব্দকে মনে করতে চেয়েও মনে করতে পাড়ি না। কিন্তু আমরা সেই শব্দটাকে জানি, অথচ সেই মুহূর্তে শব্দটা মনে পড়ছে না। এরপর সব কাজ ফেলে সেই শব্দটিই মনে করতে শুরু করি। এই অবস্থাটিকে বলা হয়- Lethologica.

২৪. জানেন কি, দুঃখী মানুষের সাথে থাকলে আপনিও দুঃখী হয়ে যাবেন। অপরদিকে একজন হাঁসি খুশি মানুষের সাথে থাকলে আপনিও খুশি থাকবেন।

২৫. চোখ বন্ধ করে ভাবলে কোনো জিনিস আমাদের সহজেই মনে পড়ার সম্ভাবনা থাকে।

২৬. কোনো বেকার প্রশ্নকে ব্যাঙ্গাচ্ছলে জবাব দেওয়ার অর্থ হল, আপনি অনেক বুদ্ধিমান।

২৭. নিজেই নিজের সাথে কথা বলা মানুষ গুলি অনেক সচেতন হয়ে থাকেন।

FACEBOOK PAGE:- অবাক বিশ্ব FACEBOOK GROUP:- AMAZING FACT অজানা তথ্য

FOR TELEGRAM UPDATES:- CharpatraOFFICAIAL

CONNECT WITH US ON….

“মেয়েদের সাইকোলজি। মেয়েদের মনোবিজ্ঞান। সাইকোলজি ফ্যাক্ট ইন বেঙ্গলি। girls psychology in bangla”

Spread the love

Leave a Reply