মাকে নিয়ে লেখা গল্প টিতে প্রথমে মায়ের প্রতি অবহেলা এবং পরবর্তী ঘটনাক্রমে মায়ের প্রতি মেয়ের ভালোবাসার জাগরণ দেখানো হয়েছে।
মাকে নিয়ে লেখা গল্পঃ- ‘মা এক অপ্রকাশ্য ভালোবাসা’
রাইমা তার মায়ের মুখের দিকে চেয়ে , পলক ফেলতেই জড়িয়ে ধরলো । চোখে তার আত্মগ্লানির জল , মনে এক চরম বিষাদ…”মা , তুমি আমার সব ….।”
ছোট থেকেই রাইমা একটু বকবকে আর সিধে সাধা মনের মেয়ে । এটাই ওর স্বভাব গত বৈশিষ্ট্য । তাই সহজেই কাউকে বিশ্বাস করা ,আর অন্যায়ের প্রতিবাদ করা , নিজের মর্জিতে জীবন যাপন করা, এটাই ওর চরিত্র। তবে এই জীবনে কার কাছে কতটুকু পেয়েছে আর কতটুকু অবহেলায় হারিয়েছে সেটা অনুমান করতে বসে, ওর জীবন সম্পর্কে অভিজ্ঞতা বেড়েছে ।
সবাই কে গুরুত্ব দিলেও ওর মায়ের প্রতি অবহেলাটা যেন একটু বেশিই। এটাই শেষমেশ ও বুঝতে সক্ষম হয়েছে । মা সাধারণত বাড়ি থেকে বাইরে বেরোয় না । সভ্য দের ভাষায় যাকে বলে নাকি ” হাউস ওয়াইফ ” তবে আজ রাইমা নিজেও দ্বিধাগ্রস্ত, তার মা আদৌ কি শুধুমাত্র ” হাউস ওয়াইফ “না তার বাবার রাখা ” হাউস কিপার “।
যাই হোক ঘটনাক্রমে মা কে নিয়ে এমন ভাবনা আসার পেছনে অনেকগুলো কারণই দৃশ্যমান ।
রাইমা প্রতিদিন কলেজ যাওয়ার আগে, বাবার কাছে টাকা খোঁজার আগেই , তার মা তার ব্যাগে টাকা ঢুকিয়ে রেখে দেয় । দরকারের চাইতেও কিছুটা বেশিই টাকা তার ব্যাগে থাকে। হয়ত যে টাকা তার বাবা তার মাকে সাধারণ খরচার জন্য দেন, তার থেকেই টাকা বাঁচিয়ে মেয়ের মানি ব্যাগ পূরণ করে রাইমার মা ।
রাইমা কিছু জিজ্ঞাসা করলে উত্তরে তার মা বলে ” বেটু , একা যাতায়াত করিস তো তাই কখন কি বিপদ আপদ হয় , তাই জন্য দিয়েছি । আর বন্ধুদের সাথেও খেতে যাস তো ,তখন টাকা না থাকলে লজ্জায় পড়তে হবে , তাই বেশি করেই দিই তোকে । তবে এই কথাটা আবার বাবার কানে তুলিশ না যেন …!
রাইমা হাসি মুখে রওনা দেয়। প্রতিদিন বন্ধুদের সাথে এ – দোকান , ও – দোকান ঘুরে খাওয়া দাওয়া , জমিয়ে আড্ডা , পড়াশোনার চাপ , সবকিছু নিয়ে বেশ ব্যস্ত ওর জীবন ।
এর মাঝেই একদিন হঠাৎ করে রাইমার মায়ের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে তার বাবা হসপিটালে ভর্তি করেন । কলেজ থেকে বাড়ি ফিরে পাশের বাড়ির কাকিমার মুখে সবটা শুনে , মা , মা করে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে , যেন কোন ভাবনায় প্রবেশ করে । ভাবনাতেই ঘটে তার স্মৃতিচারণ ।
পড়ুনঃ- নিস্তব্ধতাই হল সবথেকে বেস্ট রিপ্লাই
সেদিন যখন মায়ের সাথে বাজার গেছিলাম , মায়ের একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল । কিন্তু আমার পছন্দের সোয়েটারটা কিনতে গিয়ে মায়ের টাকা শেষ হয়ে গেলে , শাড়িটা আর কেনা হয়নি মায়ের । কিছুদিন পর যখন আবার অনলাইন থেকে একটা সোয়েটার কিনলাম তখন মা আবার বাবার কাছে মিথ্যে বলে টাকা নিয়ে আমার সখ মেটাতে সেই টাকা দিয়েছিল ।
কেন ? মা সবসময় এরকম করে কেন ? মায়ের পছন্দের কি কোনো দাম নেই? নাকি, আমার কাছে মায়ের কোনো দাম নেই ?
মা গৃহবধূ বলেই সব বাধানিষেধ মায়ের ওপরেই চাপানো হয়। তাই একা বাইরে বেরোনোর সুযোগ খুব কম হয় মায়ের । তবে মাসে একবার ওই ব্লকে না কোথায় যেন গ্রুপ মিটিং এ যায়, আর বাড়ি ফেরার সময় সবার পছন্দের খাবার , আলাদা আলাদা করে ঠিক মনে রেখে নিয়ে আসে। মানুষটা একদিন বাইরে বেরোয় তাতেই সবার পছন্দের জিনিস নিজের জমানো টাকায় কিনে নিয়ে আসে।
আমিও তো প্রতিদিন কলেজ টিউশন যাই , বন্ধুদের সাথে কতো ভালোভালো রেসুরেন্ট এ ঢুকি , নানান ধরনের খাবার খাওয়ার অভ্যেস আমার । আর সেই অভ্যেস এর মান রাখার দায়িত্বও তো মা-ই নেয়। তবে, কই কোনোদিনও তো আমার মন যায়নি মায়ের জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে যাওয়ার ! কষ্ট করে বয়ে নিয়ে যাওয়ার ভয়েই হয়তো এই ভাবনার উদয় কখনো হয়নি । সত্যি বলতে আমি তো নিজে ঠিক করে জানিই না ” মায়ের পছন্দের খাবার কি “? তবে এটা কি শুধুই অবজ্ঞা নাকি অবহেলা ?
বাড়িতে এত কাজ একা হাতে সামলাতে সামলাতেও, কই কখনো তো মা বিরক্ত হয়ে কানে হেড ফোন গুঁজে , দাম করে দরজা টা মুখের ওপর লাগিয়ে দিয়ে বলেনি ? ‘তোমরা আমার কেউ হও না । সবাই স্বার্থপর , তুমিও স্বার্থপর।’ বরঞ্চ মায়ের মন খারাপ হলে আমায় জড়িয়ে ধরে নিজের শাড়ির আঁচলেই চোখ মুছে , ‘দেখ তো চোখে কি পড়লো আবার,’ বলে উঠে চলে গেছে।
কোনোদিন মা অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকলেও , ‘ধুর ! যত্তসব ন্যাকামো’ , ভেবে খুব জরুরি ক্লাস আছে বা পরীক্ষা আছে বলে অজুহাত দিয়ে বেরিয়ে গেছি । একটা দিন ও মায়ের সেবা করার মনোভাব পোষণ করিনি । কিন্তু আমার একটু শরীর খারাপ হলেই , মা যত্ন করে সেবা করে সুস্থ করে তুলেছে আমাকে ।
এটাকি শুধু নিকৃষ্ট মনোভাব নাকি ব্যর্থতা ?
এভাবে এক এক করে যখন ওর সব ত্রুটি গুলো মনে পড়ছে আর আত্মগ্লানিতে মাটিতে লুটিয়ে পড়তে মন যাচ্ছে তখন পেছন থেকে কে যেন বলে উঠলো ” বেটু” পেছন ফিরে সেই মায়ায় ভরা মুখটাকে এই প্রথম বার রাইমার খুব সুন্দর মনে হলো । সে জড়িয়ে ঝরলো তার মা কে ।
মা… ও মা … আমি তোমাকে খুব ভালোবাসি মা , খুব খুব … কথা দাও কোনোদিনও আমায় একা ফেলে কোথাও চলে যাবে না ।
‘কে বলেছে , আমি তোকে ছেড়ে চলে যাবো ? পাগলী একটা , সবসময় ছায়া হয়ে তোর পাশে থাকবো , মা আমার , আর কাঁদে না । চোখের জল মুছে ফেল পাগলী ।’
পড়ুনঃ- আধুনিক শিক্ষণীয় গল্প- অশ্লীল আসক্তি উপদেশ মূলক গল্প
রাইমা চোখের জল মুছে লক্ষ্য করলো সে হাওয়াতে হাত দুটো গোল করে ধরে আছে । হাতের ফাঁকে আর তার মা নেই । মা… ও মা কোথায় গেলে তুমি ? এখুনি কথা দিলে যে কোথাও যাবে না আমায় ছেড়ে , তাহলে আবার চলে গেলে কেনো?
কানে গম গম আওয়াজে শুনতে পেলো রাইমা তার মায়ের গলার আওয়াজ ” আমি সবসময় ছায়া হয়ে পাশে থাকার কথা দিয়েছি মা । আর চাইলেও যে আমি ধরা দিতে পারবো না । নতুন জীবন সূচনার সময় আসন্ন ভালো থাকিস ।”
বাইরে অ্যাম্বুলেন্স আর কান্নার আওয়াজে হঠাৎ রাইমার ঘুম টা ভেঙে গেলো । ঘুমের মধ্যেই বিছানার বালিশ সব চোখের জলে ভিজে একাকার অবস্থা। কাঁদতে কাঁদতে রাইমা মা মা করে চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে এলে , দেখতে পেলো তার বাবা সকাল সকাল খবরের চ্যানেল অন করে মনের আনন্দে কফির কাপে চুমুক দিয়ে খবর উপভোগ করছেন । তবে মেয়ের এরূপ চিৎকারে , একটু থতমত খেয়ে গরম কাপে ঠোঁট পুড়িয়ে , ধমক দিয়ে বলে উঠলেন ” সক্কাল সক্কাল , মায়ের ভুত চাপলো নাকি মাথায় ?”
রান্না ঘর থেকে শাড়ির আঁচলে রাইমার মা হাত মুছতে মুছতে বেরিয়ে এলে রাইমা চিৎকার করে কান্নায় মেঝেতেই লুটিয়ে পড়লো । তার মা তাকে এসে শক্ত করে জড়িয়ে ধরলে , প্রথম ঝলকে বিশ্বাস না করলেও , তার মায়ের চোখ মুখ মাথা স্পর্শ করে বলে উঠলো ” মা তারমানে তুমি আমায় ছেড়ে কোথাও যাও নি ? সবটাই আমার দুঃস্বপ্ন ছিল !”
“দেখো মেয়ের কাণ্ড ! আমি তোকে ছেড়ে আবার কোথায় যাবো ? খেঁপি , সকাল সকাল কিসব স্বপ্ন দেখে বাচ্চাদের মত কাঁদতে বসেছে,” এই বলে রাইমার মা তার মেয়ের কপালে হামি দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল ।
একমুহুর্তের জন্য সারা পৃথিবীটা ওর মাথার ওপর ভেঙে পড়লেও পুনরায় মা কে ফিরে পাওয়ার আনন্দে যেন পুনর্জন্ম লাভ করলো রাইমা। এখন তার কাছে তার মা মানেই তার পৃথিবী । মায়ের প্রিয় খাবারই হোক বা প্রিয় শাড়ি, কোনোটাই মুখ ফুটে আর তার মা কে বলতে হয়না । রাইমা সবটুকু দিয়ে নিজের মায়ের খেয়াল রাখে । কারণ এটা যে তার পুনর্জন্ম।।
মা মানে ভালোবাসা , মান, অভিমান , হাসি , কান্না , অনুভূতি , এককথায় বলতে গেলে চলমান এই শরীরের গতি হলো মা । ভালোবাসা প্রাণ হলে, অনুভূতি মা। মা পাশে থাকলে জীবনে খামতি কিছু থাকে না। আর যাই হোক মায়ের সাথে কোনোদিনও হয়না কারুর তুলনা । মা এমন একটা বই যার শুরু হলেও শেষ হয় না, কারণ টা একটাই , তিনি যে মা … ।।
অসাধারন ভাবনায়-
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত। গল্পটির ভিডিও বা অন্য কোনো মাধ্যমে অন্যত্র প্রকাশ আইন বিরুদ্ধ। ছাড়পত্র এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।
গল্প পাঠাতে পারেন- charpatrablog@gmmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে।
আলোরানির কিছু জনপ্রিয় লেখা- হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প ভুতের গল্প- মুক্তির চাবিকাঠি বাবাকে নিয়ে লেখা একটি অসাধারন গল্প
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- ফেসবুক Group - গল্প Junction ফেসবুক- ছাড়পত্র টেলিগ্রাম- charpatraOfficial (অথবা, টেলিগ্রামে সার্চ করুন- charpatraofficial) WhatsApp Group- ছাড়পত্র (২)
মাকে নিয়ে লেখা গল্প। মায়ের জন্য ভালোবাসা। মা ও মেয়ের গল্প।
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।