আজ থাকছে দুটি নতুন প্রেমের কবিতা এবং দুটি জীবনমুখী কবিতা। আশা করছি এই কবিতার সংকলন গুলি আপনাদের ভালো লাগবে।

WARNING:- এখানে প্রকাশিত সমস্ত লেখার কপিরাইট charpatra.com -এর অ্যাডমিন দ্বারা সংরক্ষিত। বিনা অনুমতিতে প্রকাশিত কোনো লেখাকে কিছু পরিবর্তন করে অন্যত্র প্রকাশিত করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো প্রকার জিজ্ঞাসার জন্য সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন।

প্রেমের কবিতাঃ-

প্রেমের ইতিকথা 
-ঃছাড়পত্রঃ- 

যাওনা যতই দূরে তুমি, 
থাকব তোমার পাশে, 
আমায় একটু মনে কর বন্ধু 
ঘুম যদি না আসে।। 
বিপদে তোমার থাকব পাশে, 
দিয়েছিলাম যে কথা, 
জীবনভর থাকব বন্ধু 
দাওনা যতই ব্যাথা। 
আমায় একটু মনে কর বন্ধু 
মন খারাপের দিনে, 
তোমার জীবনে সুখ 
এনে দিতে চেয়েছিলাম যে যতনে।। 
মাঝ পথে চলে গেলে, 
ছেড়ে দিয়ে হাত। 
অন্যের কথায় করলে তুমি যে বাজিমাত। 
সারাজীবন থাকবে পাশে, 
দিয়েছিলে যে আশা, 
সেই আশাতেই বেঁচে আছে, 
আমার নীরব ভালোবাসা। 
আজও আছি চেয়ে, 
যে পথ দিয়ে গেছ তুমি ছেড়ে- 
পাশে আমার তোমায় না পেলে বন্ধু, 
বুঝবে সেদিন আমি, গেছি মরে।। 
তখন যেন কেদোনা আবার, 
দুচোখ ভঁরা জলে, 
তোমার ভাগ্য ঘুরবে বন্ধু 
তোমারই কর্মফলে।।     
প্রেমের কবিতা 
-ঃছাড়পত্রঃ-

এক প্রেমের চিঠি লিখতে বসেছি-
কিছুক্ষণ পড় দেখি,
 নিজের অজান্তেই আস্ত একটা বই লিখে ফেলেছি।।
কারণ, তুমি আমার জীবনের এমন এক অধ্যায়,
যাকে শুধু একটি পৃষ্ঠাতে লিখা সম্ভব নয়।
একটি পৃষ্ঠাতে আর কি যায় করা শেষ,
তোমার-আমার ভালবাসার রেষ!
একটি পাতাতে কি আর যায় লেখা
 একসাথে কাটানো আমাদের সেই সন্ধ্যাবেলা? 
আমার জীবনের প্রতিটি অধ্যায়ে,
তুমি নিজেই যে, এক একটি অক্ষর, 
তার উপর কি মানা যায় বল একটি পৃষ্ঠায় স্বাক্ষর? 
প্রেমের কবিতা new bengali love poem
প্রেমের কবিতা new bengali love poem

জীবনমুখী কবিতাঃ-

আমি কন্যা 
মামুনি দাস

আমি এক কন্যা- 
এনেছি মায়ের জীবনে বন্যা। 
মা বলেন- তিনি আমায় কতই না ভালোবাসেন!
কিন্তু সময় এলে ঠিক চেপে বসেন। 
তিনি আমার কাছে রাতে ঝড়ে পড়া তারা- 
আজ আমার ডাকে দেয়না সে সাড়া। 
তিনি বলেন আমি তার কন্যা-
সবার সেরা। 
সময়ে অসময়ে একটু হয় যে দিশে হারা।।
রাত্রি শেষে ভোরের আলোয়-
আমি একা একটি তারা।
দিব না কারো ডাকে-
আমি আর কোনো সাড়া।। 
জীবনমুখী কবিতা poem about life
জীবনমুখী কবিতা poem about life
মডার্ন ভালোবাসা
ছাড়পত্র

আমার যখন বয়স সবে নয়,
তখনই আমার জীবনে প্রথম প্রেমের উদয়।
তার সুন্দর কাজল-কালো চোখ দেখে-
নীরব হয়ে চেয়ে থাকতাম,বিস্মিত হয়ে।
তার মিষ্টি গলার স্বরে-
ভিজিয়ে রাখত সে আমায় সারাটা দিন ধরে। 
তার সুন্দর হাসির সুর-
এখনও যে আমার কানে লাগে সু-মধুর।

অবশেষে একদিন,
চিরতরে সে গেল চলে,
 আমাকে একা ফেলে।
আমার ভালোবাসায় ছিলনা কোনো কামের আশা, 
যা ছিল তা কেবল, নিঃস্বার্থ ভালোবাসা’।

আর আজ,
মাত্র কয়েকটি বছর পড়ে,
ভালোবাসায় কত কি শামিল হয়েছে-
পার্কে যুগলের কামার্ত ভালোবাসা দেখে-
চোখ বন্ধ হয়ে আসে অশ্রুজলে।
একি পরিবর্তন, আজ ভালোবাসাতে!
কেউ কি পাড়েনা বাসতে ভালো নিঃস্বার্থে?
বদলে গেছে আজ ভালোবাসার ধরণ,
মন থেকে এখন আর কেউই কাউকে করেনা যে বরণ। 
দুই মিনিটের সুখে ভূমিষ্ঠ হবে, যে পৃথিবীতে- 
ক্ষণিক পড়ে স্থান হবে তার ডাস্টবিনে। 
হাঁ, আরও কত কি যে দেখায়, 
হায়রে এই পাগল-
মডার্ন ভালোবাসায়। 
মডার্ন ভালোবাসা modern fake love
মডার্ন ভালোবাসা modern fake love image
<

পড়ুনঃ- বিখ্যাতদের মজার ঘটনা

আমাদের লেখা পাঠানোর জন্য যোগাযোগ করুনঃ- 6296 096 634 এই নম্বরে। অথবা নীচের লেখা প্রকাশ করার বোতামে ক্লিক করেও লেখা পাঠাতে পাড়েন।

WARNING:- এখানে প্রকাশিত সমস্ত লেখার কপিরাইট charpatra.com -এর অ্যাডমিন দ্বারা সংরক্ষিত। বিনা অনুমতিতে প্রকাশিত কোনো লেখাকে কিছু পরিবর্তন করে অন্যত্র প্রকাশিত করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো প্রকার জিজ্ঞাসার জন্য সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন।

Spread the love

Leave a Reply