হুমায়ুন আহমেদ এর উক্তি famous quotes of humayun ahmed] জীবন তরী নিয়ে চলতে চলতে এমন কিছু মুহূর্ত আমাদের সামনে চলে আসে, সেই মুহূর্তকে ঘিরেই আমাদের জীবনের চরম সত্যতা উপলব্ধি হয়। আর এই বিশেষ উপলব্ধি গুলিই শিখিয়ে যায় অনেক কিছু। আজ থাকছে বিখ্যাত ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ এর উক্তি। হুমায়ুন আহমেদের বাছাই করা এই শিক্ষণীয় উক্তি গুলিতে জীবন শৈলীর অনেক গড়ন খুঁজে পাবেন।
হুমায়ুন আহমেদ এর উক্তি। FAMOUS QUOTES OF HUMAYUN AHMED.
0১. পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। উঁহু টাঁকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট।
০২. বাস্তবতা এতটাই কঠিন যে, কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে।
০৩. ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে তা হল শুধুই সহানুভূতি।
০৪. পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পাড়ে।
০৫. কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। কিন্তু এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাঁসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ প্রতিজ্ঞ।
০৬. সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে, যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পাড়বে।
০৭. চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ যেমন এক জীবনে বাড়বার ফিরে আসে, ঠিক তেমনই মানুষ প্রিয় হোক বা অপ্রিয় একবার চলে গেলেও আবার ফিরে আসে।
০৮. এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে যায়।
০৯. বাবা-মায়ের প্রথম সন্তান হল, চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাঁসে তখন বাবা-মা হাঁসে। খেলনা যখন কাঁদে, তখন বাবা-মায়ের মুখ অন্ধকার হয়ে যায়।
১০. মানুষ যে শুধু মানুষের কাছে থেকেই শিখবে তা নয়। পশু পাখির কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।
১১. একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হল, তার স্বপ্নটাকে জানা।
১২. কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাঁতে গড়ে, আবার কারো কাছে ভাগ্য আপনিই এসে ধরা দেয়।
১৩. লাজুক ধরনের মানুষ বেশীরভাগ সময়ই মনের কথা খুলে বলতে পাড়ে না। মনের কথা হড়বড় করে বলতে পাড়ে শুধুমাত্র পাগলরাই। আর সেই কারণেই হয়ত পাগলরা সুখী।
১৪. মিথ্যে হল শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যে বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তানসন্ততি হওয়া। এই কারণেই একটা মিথ্যের পর, আরও মিথ্যে বলতে হয়। পরের মিথ্যে গুলি শয়তানের সন্তান।
১৫. মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়।
১৬. মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণেই সে শিকল পড়ে থাকতে বেশি ভালোবাসে।
১৭. তুমি একটা খারাপ কাজ করেছ, তার মানে তুমি একজন মানুষ। তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ।
১৮. ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। কারণ বিয়ে হলে মানুষটা থাকে, কিন্তু ভালবাসাটা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তবা ভালবাসাটা থাকে, কিন্তু মানুষটা থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুইয়ের মধ্যে ভালবাসাটাই হয়ত বেশি প্রিয়।
১৯. যে একদিন পড়িয়েছে সেও শিক্ষক। সারাজীবনের জন্যই সে শিক্ষক। কিন্তু যে একদিন চুরি করেছে সে সারাজীবনের জন্য চোর নয়, যদি তাইই হত তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত।
২০. কেউই কারও মত হতে পাড়েনা। তুমি হাজার চেষ্টা করেও তোমার বাবা বা কাকার মত হতে পাড়বে না। সব মানুষই আলাদা।
২১. গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হয় কিংবা প্রেমিকা প্রেমিকের হাতের পুতুল হয়। কিন্তু দুইজনে কখনো একদঙ্গে পুতুল হয়না। কে পুতুল হবে আর কার হাঁতে সুতো থাকবে, তা সম্পূর্ণ ভাবে নির্ভরশীল মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই থাকে, পুতুলের সুতো।
২২. না পাওয়া ভালোবাসাগুলি সত্যি মনে হয়, পাওয়ার পর কত জনই বা তার মূল্য দিতে পাড়ে?
২৩. মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সবকিছু পিছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু সে যেতে পাড়ে না। তাকে অপেক্ষা করতে হয়। কিন্তু কিসের অপেক্ষা করতে হয়, সেটিও সে ভালোমত জানে না।
২৪. তুমি যদি কাউকে হাঁসাতে পাড়, সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। ধীরে ধীরে সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।
২৫. যখন কেউ কারও জন্য কাঁদে, সেটা হল আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারণা। আর যখন কেউ কাউকে কাদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হল প্রকৃত ভালোবাসা।
২৬. কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্টই মানুষকে শক্তিশালী করে।
২৭. হয়ত আমরা আমাদের চারপাশের মানুষদের কাছে থেকে প্রচুর ভালোবাসা পেয়ে থাকি। কিন্তু কোনো ভালবাসাই পিতামাতার ভালোবাসার মতন নয়।
২৮. পুরুষ মানুষ দিন-রাত তার স্ত্রীর আঁচলে বাঁধা থাকলে বুঝতে হবে সে পুরুষ মানুষই না। তার কোনো সমস্যা আছে।
২৯. মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ।
৩০. প্রেমে পড়া মানে হল নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নিবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। আর তুমি হয়ে পড়বে শূন্য।
পড়ুনঃ- সফলদের ব্যর্থতার গল্প।
আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের বক্তব্য
৩১. কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুষে রাখে।
৩২. সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞাসা করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের।
৩৩. অতিরিক্ত রূপবতীরা বোকা হয়, এটা জগতের স্বতঃসিদ্ধ নিয়ম।
৩৪. বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।
৩৫. বিপদ যখন আসে, একটার পর একটা আসে। বিপদেরা পাঁচ ভাইবোন। এদের মধ্যে খুবই মিল। এই ভাইবোনেরা কখনো একা কারও কাছে যায় না। প্রথমে একজন যায়, তারপর তার অন্য ভাইবোনেরা উপস্থিত হয়।
৩৬. বড় বোকামি গুলি বুদ্ধিমান মানুষেরাই করে।
৩৭. যখন মানুষের খুব প্রিয় বা কাছের কেউ তাকে অপছন্দ করে বা অবহেলা করে তখন প্রথম প্রথম মানুষ খুবই কষ্ট পায় এবং সে চায় সব কিছু যেন ঠিক হয়ে যায়। কিছু দিন পড়ই সে সেই প্রিয় ব্যাক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেক দিন পর সে আগের চেয়েও অনেক বেশী খুশি থাকে। কারণ সে তখন বুঝতে পাড়ে যে, কারও ভালোবাসায় জীবনে অনেক কিছুই যায় আসে, কিন্তু কারও অবহেলায় জীবনে কিচ্ছুটি যায় আসে না।
৩৮. অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর কিংবা দূর থেকেই সুন্দর হয়ে থাকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একই। কারও সম্পর্কে যত কম জানা যায়, সে ততই ভাল মানুষ।
৩৯. প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে।
৪০. যে ভালোবাসা না চাইতেও পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।
৪১. চট করে কারও প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের হঠাৎ করেই কারও প্রেমে পড়তে নেই, অন্যরাই তাদের প্রেমে পড়বে, এটাই নিয়ম।
৪৩. হাসির সময় খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাঁসে।
৪৪. দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকেই জন্মায় ভালোবাসা।
৪৫. বিরক্তিকর কোনো মানুষই ফ্রড হতে পাড়ে না। পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়।
৪৬. সারাজীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পাড়ে নাল আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে।
৪৭. ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়। কারণ হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়।
৪৮. সম্পর্কের বন্ধন ঠিক পেরেকের প্যাচের মতন। একবার যদি প্যাঁচ কেটে যায়, তা আর যতই চেষ্টা করো না কেন কক্ষনোই আগের মত মজবুত হয়না। হয়ত কৌশলে বা বল প্রয়োগে তা দেখতে আগের মত থাকবে কিন্তু ভেতরটা আদতে একদম নড়বড়ে।
৪৯. প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়ত প্রকৃতির নিয়ম।
৫০. মানুষের বিপদে এখন আর মানুষ এগিয়ে আসে না। এই যুগের নীতি হচ্ছে, বিপদগ্রস্ত মানুষের কাছে থেকে দূরে চলে যাওয়া। যে যত দূরে যাবে সে তত ভালো থাকবে।
৫১. মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, তেমনই কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যাবে, সেটাও জানে।
সব উক্তি গুলি ছবি সহ পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না যেন!
আমাদের টেলিগ্রাম গ্রুপঃ- charpatraOFFICIAL
“humayun ahmed motivational quotes Humayun Ahmed quotes bengali হুমায়ুন আহমেদ এর উক্তি হুমায়ুন আহমেদের বাণী”
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।