“আমার সোনার বাংলা” এই সোনায় মোড়া বাংলাদেশের অজানা তথ্য আজ আমরা জানতে চলেছি। বাংলাদেশের অবাক করা তথ্য গুলি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনার অবশ্যই জানা উচিত। বাংলাদেশের অবাক করা তথ্য

বাংলাদেশের অজানা তথ্য amazing Facts about Bangladesh:-

০১. ভারতের প্রতিবেশী দেশ হল বাংলাদেশ। পূর্বে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বিশাল মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয়ে একটি স্বাধীন এবং স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা পায়। আজকের ব্লগে বাংলাদেশের সঙ্গে যুক্ত কিছু অজানা তথ্য তথা বাংলাদেশের অজানা তথ্য জানাতে চলেছি।

০২. বাংলাদেশের কক্স বাজার পুরো বিশ্বের মধ্যে সবথেকে লম্বা অটুট সমুদ্র তট

০৩. বার্ষিক প্রায় ১৬ মিলিয়ন টন সবজি উৎপাদিত হয় বাংলাদেশে, আর এই সুবিশাল সংখ্যাটি বাংলাদেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম সবজি উৎপাদনকারী দেশের মুকুট পড়িয়েছে।

০৪. তন্তু পাঠ উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী দেশ হল বাংলাদেশ।

০৫. বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও, জন- সংখ্যার দিক দিয়ে অনেক বড় বড় দেশকেও পিছনে ফেলেছে। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৩০০০ জন মানুষ বাস করে। অনিয়ন্ত্রিত জন্মহারই এই জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ।

০৬. বাংলাদেশে প্রায় ৭০০ টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে, আর এই কারণেই একে বলা হয় নদীমাতৃক দেশ।

বাংলাদেশের অজানা তথ্য
বাংলাদেশের অজানা তথ্য

০৭. প্রাচীন কালে বাংলাদেশকে গঙ্গা- হৃদয় বলা হত

০৮. পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার পর বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ

০৯. প্রচুর নদনদী থাকায়, নদনদী বাহিত পলির কারণে বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর হয়ে থাকে। মূলত এই কারণেই বাংলাদেশে কৃষিকাজও বেশি হয়ে থাকে।

১০. বাংলাদেশে প্রায় ২০০০ এরও বেশি পত্রিকা এবং খবরের কাগজ প্রকাশিত হয়

১১. বাংলাদেশের আইন অনুসারে, পরীক্ষায় নকল বা চীট করা অনেক বড় অপরাধ। এর জন্য জেল হওয়ারও কথা বলা হয়েছে। কিন্তু এই আইন বাস্তবায়নের বড়ই অভাব রয়েছে।

১২. বর্তমান বাংলাদেশ যেখানে রয়েছে, সেখানে প্রাচীন ভারতের বিশেষ কিছু সাম্রাজ্য যেমন- মগধ, গুপ্ত সাম্রাজ্য শাসন করেছিল।

১৩. বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকায় যে সবুজ রঙটি দেখা যায় সেটি হল খুশি এবং প্রগতির প্রতীক অন্যদিকে সবুজের মধ্যে যে লাল রঙের বৃত্তটি রয়েছে সেটি হল মুক্তি যুদ্ধের সময় বীরদের রক্তক্ষয়ী সংগ্রামের তথা আত্মবলিদানের প্রতীক

১৪. বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮০% হল কৃষক

১৫. বাংলাদেশের পার্লামেন্ট বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট গুলির মধ্যে অন্যতম। এটি প্রায় ২০০ একর জমি দখল করে রয়েছে

১৬. বাংলাদের এমন একটি দেশ যেটি বর্তমানে দ্রুত উন্নয়নের পথে পা বাড়াচ্ছে

পড়ুনঃ- অদ্ভুত কিছু ঘটনা

১৭. বাংলাদেশ সংযুক্ত রাষ্ট্র সংঘের শান্তি রক্ষা বাহিনীর সবথেকে বড় সহযোগী দেশ গুলির মধ্যে অন্যতম। বাংলাদেশের রাষ্ট্র সংঘের শান্তি রক্ষা বাহিনীর সৈন্যরা কঙ্গো, সাইপ্রাস, সুদান, লেবানন ইত্যাদি আরও অনেক দেশে শান্তি রক্ষায় নিয়োজিত আছে

১৮. বাংলাদেশের সবথেকে প্রাচীন শহর হল মহাস্থানগড়। মানুষজন এই স্থানটিতেই সর্বপ্রথম বসতি স্থাপন করেছিল।

১৯. বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও, প্রতি বছর দেশটি থেকে প্রচুর বস্ত্র রপ্তানি করা হয়ে থাকে। দেশের অর্থনীতিতে এই বস্ত্র রপ্তানির প্রচুর যোগদান রয়েছে।

২০. পৃথিবীর প্রায় সবদেশেই মূলত চারটি ঋতুর দেখা মিলে, কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে ছয়টি ঋতুর দেখা মিলে।

২১. বাংলাদেশকে গরীব দেশ বলা হলেও, বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর দশম বৃহত্তম জনবহুল শহর

২২. বাংলাদেশে দুর্নীতি অনেক বেশি দেখা যায়। দুর্নীতির দিক দিয়ে বাংলাদেশ পুরো বিশ্বে ১৪ তম স্থানে রয়েছে।

২৩. পৃথিবীর সবথেকে বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য (সুন্দরবন) বাংলাদেশেই দেখতে পাওয়া যায়। (বাংলাদেশ+ভারত)

বাংলাদেশের অবাক করা তথ্য
বাংলাদেশের অবাক করা তথ্য

২৪. বাংলাদেশের জাতীয় পাখী হল দোয়েল

২৫. বাংলাদেশের তাপমাত্রা হিমাংকের নীচে যায় না বলাই চলে। ২০১১ সালে এখানে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪.৫ ডিগ্রী সেন্টিগ্রেড।  

২৬. এমন একটি সময় ছিল যখন অভিন্ন বাংলাদেশকে (তৎকালীন ভারত) ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কেন্দ্র বিন্দু মানা হত। এখন থেকেই মূল বিপ্লবী আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এখানেই জন্ম হয়েছে বিভিন্ন মহান মনীষীর।

২৭. যদিও বাঙ্গালিরা শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু ইদানীং কিছু কট্টর পন্থীর কারণে দেশটিতে হিংসা বেড়েই চলছে।

২৮. পুরো পৃথিবীতেই ছড়িয়ে- ছিটিয়ে রয়েছেন বাংলাদেশীরা, প্রায় ৭.৫ মিলিয়ন বাংলাদেশী মানুষ বাইরের দেশে থাকেন। বাংলাদেশের অর্থনীতিতে এদের অবদান অনস্বীকার্য। এর মধ্যে প্রায় অর্ধেকই থাকেন প্রতিবেশী দেশ ভারতবর্ষে।

২৯. যদিও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কিন্তু এখানকার মানুষদের সবথেকে প্রিয় খেলা হল ক্রিকেট।

৩০. প্রতিবছর বিপুল পরিমাণে স্থলভাগ সমুদ্রের তলায় হারিয়ে যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আনুমানিক ২০৫০ খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশের প্রায় ১৭% জমি সমুদ্রের তলায় তলিয়ে যাবে, আর এই কারণে বাস্তুহারা হবে প্রায় ২০ মিলিয়ন মানুষ। আর এর মূল কারণ হল আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি।

৩১. বাংলাদেশের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার। এর গর্জন প্রায় ৩ কিলোমিটার দূরে থেকেই শোনা যায়

৩২. অনুমান করা হচ্ছে যে বাংলাদেশে মাত্র ১৯.০৬ ইঞ্চি অর্থাৎ ৫০ সেমি সমুদ্র তল উথিত হলেই প্রায় ১১% জমি চলে যাবে সমুদ্রের তলায়, বাস্তুহারা হতে পাড়ে প্রায় ১৮ মিলিয়ন মানুষ।

৩৩. যদিও বাংলাদেশে প্রায় ৭০০ টিরও অধিক নদ-নদী রয়েছে কিন্তু অচিরেই সেগুলি শুঁকিয়ে যাচ্ছে, এর কারণ হল একদিকে অনিয়ন্ত্রিত জনসংখ্যা এবং নদী গুলির পাড় বরাবর জনবসতি।

৩৪. UNICEF এর একটি সার্ভে অনুযায়ী বাংলাদেশ বাল্যবিবাহের দিক দিয়ে পৃথিবীতে দ্বিতীয় নাম্বারে রয়েছে। অর্থাৎ নাইজেরিয়ার পরেই রয়েছে বাংলাদেশ। কিন্তু দুঃখের কথা হল এই সব ঘটনা লোকলজ্জার ভয়ে প্রকাশ হয় না। বিশেষত দেশটির আইনি জটিলতা এবং ঢিলেঢালা আইনের জন্য এইসব ঘটনা এখানে বেড়েই চলছে।

পড়ুনঃ- মেয়েদের সম্পর্কে অজানা তথ্য, মেয়েদের সাইকোলজি

বাংলাদেশের সামরিক শক্তি 2022 Military power of Bangladesh:-

২০২২ সালে বাংলাদেশের সৈন্য শক্তি পুরো বিশ্বের মধ্যে ৪৬ তম নাম্বারে রয়েছে। বাংলাদেশের ডিফেন্স বাজেট হল- $৩,৮৯০,৪০০,০০০ USD

বাংলাদেশের মিলিটারি পাওয়ার নীচে দেখানো হল-

বাংলাদেশের বিমান বাহিনীঃ-

  • ফাইটার/ ইন্টারসেপ্টর- ৪৪ (44) টি।
  • ডেডিকেটেড অ্যাটাক– ০ টি
  • ট্রান্সপোর্ট- ১৩ টি
  • ট্রেনারঃ- ৬৩ টি
  • স্পেশাল মিশনের জন্য রয়েছে- ২ টি aircraft
  • মিলিটারি হেলিকপ্টার- ৬৬ টি
  • অ্যাটাক হেলিকপ্টারঃ- ০ টি

Land forces:-

  • ট্যাঙ্কঃ- ৩২০ টি
  • আর্মড ভেহিক্যাল- ৮৩৭ টি
  • সেলফ-প্রোপেলড আর্টিলারিঃ- ২৭ টি
  • টড আর্টিলারিঃ- ৩৭১ টি
  • রকেট প্রজেক্টরঃ- ৬৯ টি
বাংলাদেশের সামরিক শক্তি bangladesh military power
বাংলাদেশের সামরিক শক্তি bangladesh military power
<

বাংলাদেশের নৌ বাহিনী/ সামুদ্রিক বাহিনীঃ-

  • এয়ারক্রাফট ক্যারিয়ারঃ- ০ টি
  • হেলিকপ্টার ক্যারিয়ারঃ- ০ টি
  • ডেস্ট্রয়ারঃ ০ টি
  • ফ্রিগেট- ৭ টি
  • করভেটস- ৬ টি
  • সাবমেরিনঃ- ২ টি
  • পেট্রল ভেসেলসঃ- ৩০ টি
  • মাইন ওয়ারফেয়ারঃ- ৫ টি   
পড়ুনঃ- ভারতের অজানা তথ্য, যেগুলি বেশীরভাগ ভারতীয় জানে না। 
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবেঃ- 
ফেসবুক- অবাক বিশ্ব

টেলিগ্রামঃ- ছাড়পত্র

WhatsApp-ছাড়পত্র
Spread the love

Leave a Reply