অবাক ঘটনা পৃথিবীর অবাক করা কিছু জিনিস
আজকের এই ব্লগটিতে আমরা মানুষের শরীরের মধ্যে ঢুকে যাওয়া কিছু অবিশ্বাসযোগ্য এবং অবাক ঘটনা জানতে চলেছি। অবাক ঘটনা পৃথিবীর অবাক করা কিছু জিনিস
ঘটনা- ০১
এই ঘটনাটি আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকা যুক্তরাষ্ট্রের ৬ বছর বয়সের ছোট্ট একটি মেয়ের কয়েকদিন থেকেই পেটে প্রচণ্ড ব্যাথা হচ্ছিল। ব্যাথার সাথে সাথে ৪ দিন ধরে তার প্রচুর বমিও হচ্ছিল। সে যা কিছু খাচ্ছিল সাথে সাথেই সেগুলি বমির আকারে বেড় হয়ে যেত, যার ফলে তার শরীরের অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আর দেড়ি না করে বাচ্চাটির বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার এক্স-রে দেখার পর খুবই অবাক হয়ে যায়। শুধুমাত্র ডাক্তারই নন, ডাক্তারের সাথে থাকা নার্স, এবং অন্যান্য সহকর্মীরাও এই এক্স-রে টি দেখে খুবই অবাক হয়েছিল।
কারণ- এই এক্সরেতে, মেয়েটির পেটে একটি বড় গোলাকার কুণ্ডলী দেখা যায়। আর কালবিলম্ব না করে দ্রুত অপারেশন করা হয় এবং, দেখা যায় তার পেটে অনেকগুলি চুল একত্রিত হয়ে একটি কুণ্ডলীর সৃষ্টি করেছিল। আর তার পেট থেকে প্রায় ১ কিলো ৮০০ গ্রাম চুল বেড় হয়ে আসে। আর চুলের এই কুণ্ডলীটি মেয়েটির ক্ষুদ্রান্তকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, যার ফলে মেয়েটি কোনো খাবার খেলেই সাথে সাথে তার বমি হচ্ছিল। এবার প্রশ্ন হল- এত পরিমাণ চুল মেয়েটির পেটে এল কিভাবে?
অনেক অনুসন্ধান এবং টেস্টের পর ডাক্তাররা জানতে পারে যে, মেয়েটি আসলে Rapunzel Syndrome নামের এক দুরারোগ্য রোগে আক্রান্ত। আর এই রোগে আক্রান্ত রোগীর লক্ষণ হল- এরা নিজেদেরই মাথার চুল নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আর এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেই বুঝতে পারে না যে সে কি করছে! আর যদি সঠিক সময়ে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই রোগে আক্রান্ত ব্যাক্তি মৃত্যু মুখে পতিত হয়। আর সৌভাগ্য বশত এই ছোট্ট মেয়েটি প্রানে বেঁচে যায়।
অবাক ঘটনা পৃথিবীর অবাক করা কিছু জিনিস মানুষের শরীরের সাথে ঘটে যাওয়া অবাক ঘটনা
ঘটনা-০২
এবার আমেরিকার আরেকটি মেয়ের ব্যাপারে আপনাদের জানাচ্ছি-
এই ঘটনাটি ২০০৮ সালের। আমেরিকার Rosemary Alvarez নামের একটি মেয়ের হঠাৎ করেই শরীরের ভারসাম্য রক্ষায় দুর্বলতা, চোখে ঝাপসা দেখা এবং খাবার খেলে হজমে সমস্যা এবং বাম হাতে প্রচুর জ্বালা হচ্ছিল। আর এরপর মেয়েটি একটি নিউরোসার্জেনকে সমস্যাটি জানায় এবং সেই নিউরোসার্জেন দ্রুত মেয়েটির MRI টেস্ট করে। আর এই টেস্টে জানা যায়, মেয়েটির ব্রেনের নীচে এমন কিছু রয়েছে, যেটি দেখতে অনেকটা ব্রেন টিউমারের মত। আর এরপর ডাক্তারেরা মেয়েটির অনুমতি সাপেক্ষে মাথায় অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।




যেহেতু ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর বেঁচে ফেরার প্রবণতা খুবই কম, তাই মেয়েটিও ভেবে নেয় যে সে আর বাচবে না। সে সবাইকে গুড-বাই জানিয়ে দেয়। কিন্তু অপারেশন থিয়েটারে মেয়েটির মাথার ভিতরের অবস্থা দেখে ডাক্তারেরা রীতিমত হতবাক হয়ে যায়। মেয়েটির ব্রেনে কেঁচোর মত দেখতে একটি পোকা ডাক্তারেরা পায় আর এই পোকাটি বেশ কয়েকদিন থেকেই মেয়েটির ব্রেনের মাংস খাচ্ছিল। ডাক্তারেরা সহজেই সেই পোকাটি বেড় করে নেয়, এবং মেয়েটিকে জানায় যে তার ব্রেন টিউমার হয়নি বরং Tap warm নামের একটি পোকা তার মাথার মাংস খাচ্ছিল।




অবাক ঘটনা পৃথিবীর অবাক করা কিছু জিনিস মানুষের শরীরের সাথে ঘটে যাওয়া অবাক ঘটনা
এরপর মেয়েটি ডাক্তারের কাছে জানতে চায়- এই পোকাটি তার মাথায় কি ভাবে আসল? ডাক্তার জানায় এই ধরনের পোকা সাধারণত শুয়োরের মাংস থেকে আসে। মেয়েটি নিশ্চয় এই মাংস খেয়েছিল, আর সেই মাংসের মধ্যেই এই পোকাটি ছিল। কেবলমাত্র একটি বা দুটি এমন ঘটনা নয় সারা পৃথিবীতে দিনে গড়ে প্রায় হাজারেরও বেশি এমন ঘটনা ঘটে থাকে। আর এই ঘটনায় আক্রান্ত রোগী ভাল হতে পারে, কিন্তু ডাক্তারেরা অনেক সময় ভুল করে রোগীর শরীরের ভেতরে ছোট্ট ছোট্ট ভুল করে ফেলে যার ফলে রোগীর মৃত্যু হয়।
YOU MAY LIKE-
মেয়েদের অজানা তথ্য মেয়েদের অজানা কথা নারীদের সঙ্গে যুক্ত অজানা ফ্যাক্ট
কিভাবে সহজে পড়া মুখস্থ করা যায়
ঘটনা-০৩
এবারের ঘটনাটি ২০১৮ সালে ইংল্যান্ডের এক ব্যক্তির সাথে ঘটেছিল। এই ব্যাক্তির পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। যখন তার পেট স্ক্যান করা হয় তখন দেখা যায় তার পেটে প্রায় ১০ মিমির একটি কাঁচি রয়েছে। পরে জানা যায় যে, প্রায় দুই সপ্তাহ আগে তার পেটে হওয়া একটি অপারেশনে ডাক্তার এই অস্ত্রটি ভুল করে ছেড়ে দেয়।
ঘটনা-০৪
একই রকম ঘটনার শিকার হন আমেরিকার এক ব্যক্তি। প্রায় দুই মাস ধরে অসহ্য পেটের যন্ত্রণার পর সে ডাক্তারের কাছে যায় এবং সেখানে সে জানতে পারে প্রায় দুই মাস আগে হওয়া অপারেশনের সময় ডাক্তার তার পেটে ১২ ইঞ্চির একটি retractor ভুলে যায়। যদিও ব্যাক্তিটি এর আগেও ডাক্তারকে এই ব্যাথার ব্যাপারে জানায়, কিন্তু ডাক্তার জানায় যে, চিন্তার কোনো কারণ নেই, এটি আসলে অপারেশনেরই পার্শ্ব- প্রতিক্রিয়া। কিন্তু অসহ্য যন্ত্রণায় থাকতে না পেরে সে পুনরায় চিকিৎসকের কাছে যায় এবং পুরো বিষয়টি জানতে পারে। এরপর সেই হসপিটালটি ব্যাক্তিটির সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করে এবং ১০০০০০ ডলার ক্ষতিপূরণও দেয়। যদিও এই ধরনের ঘটনা খুবই বিরল। আপনি এমন খুব কম ব্যাক্তিই খুঁজে পাবেন যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে।




ঘটনা-০৫
যদিও এই ঘটনাটি একবার নয় বরং দুইবার ঘটেছিল ৫৯ বছর বয়সের এক বয়স্ক লোকের সাথে। প্রচণ্ড পেটের ব্যাথায় থাকতে না পেরে সে ডাক্তারের কাছে যায় এবং তার পেট থেকে ডাক্তার একটি ক্ল্যাম্প বেড় করে। এই ক্ল্যাম্পটি অপারেশনের সময় ডাক্তার ভুলে গিয়েছিল। আর এই ব্যাক্তিটির ভাগ্য এতটাই খারাপ ছিল যে, সেই ক্ল্যাম্পটি বেড় করার সময় আরেকটি ক্ল্যাম্প ডাক্তারেরা ভুলে যায়। পরে সেটিকেও বেড় করা হয়।
ঘটনা-০৬
এবারের ঘটনাটি ২০০৬ সালে চিনের লিফু নামের ৩৭ বছর বয়সীয় এক ব্যাক্তির সাথে ঘটেছিল। আসলে তার বাড়িতে এক চোর চুরি করার সময় লিফু বাঁধা দিতে গেলে চোরটি লিফুর শরীর এবং মাথায় ছুড়ি দিয়ে আঘাত করে। সে সময় ডাক্তার তাকে সারিয়ে তুললেও, চার বছর পর তার মাথায় প্রচুর ব্যাথা হতে শুরু করে এবং অন্য একটি ডাক্তার লিফুর মাথার এক্সরে করে এবং জানতে পারে যে, লিফুর মাথায় কোনো ধাতব টুকরো রয়েছে। অপারেশনের পর জানা যায় যে, তার মাথায় একটি ছুড়ির সামনের অংশ ছিল। আর এটি বুঝতে বেশিক্ষণ লাগল না যে, চার বছর আগে যে চোর তার মাথায় ছুড়ি দিয়ে আঘাত করেছিল সেই ছুড়ির সম্মুখ ভাগের কিছু অংশ তার মাথায় ভেঙ্গে গিয়েছিল।




ঘটনা-০৭
এবারের ঘটনাটি ২০১৩ সালে চিনের। একটি ১৬ মাসের ছোট্ট বাচ্চাকে তার বাবা-মা একটি হসপিটালে নিয়ে আসে, বাচ্চাটি কানের যন্ত্রণায় ছটফট করছিল। ডাক্তারেরা যখন টেস্ট করে তখন তারা জানতে পারে যে বাচ্চাটির কানে ডেন্ডেলাইন নামের একটি ফুলের গাছ গজিয়ে উঠছিল। এরপর বাচ্চাটির মা জানায় কয়েক মাস আগে বাচ্চাটির শরীরে একটি ছোট্ট বীজ পড়ে যায়, কিন্তু সে এতটাও ভাবতে পারেনি যে, এই বীজটি কানের মধ্যে গজিয়ে উঠবে।
ডাক্তারেরা অপারেশনের মাধ্যমে বাচ্চাটির কান থেকে সেই সদ্য গজিয়ে উঠা গাছটি বেড় করে এবং জানায় আর কিছু দিন থাকলে বাচ্চাটির জীবন বাচানোই মুশকিল হত। কিন্তু অনেক চেষ্টা করেও ডাক্তারেরা এটা বুঝতে পারেননি, যে এই বীজটি কানের মধ্যে কিভাবে গজিয়ে উঠল। এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে এক বিরল থেকে বিরলতর।
এই ছিল মানুষের শরীরের মধ্যে ঢুকে যাওয়া আজব কিছু জিনিস। আশা করছি লেখাটি আপনাদের ভালো লেগেছে। আর কোনো মতামত থাকলে কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজেও জানাতে পারেন।




কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।
Pingback: অজানা কথা অজানা কিছু রোচক তথ্য সাবানের অজানা তথ্য TOP 22 TRENDING AMAZING FACTS IN BENGALI - ছাড়পত্র