INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI অঙ্কের ধাঁধা
আজ আমরা এই ব্লগটিতে এমন একটি বিষয়ের অবাক করা তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি (INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI)যেটির ভীতি আমাদের প্রায় সবারই একসময় ছিল বা এখনও আছে। অনুমান করতে পাড়ছেন কি, বিষয়টা কি? চলুন আমি বলে দিই। বিষয়টা হল অঙ্ক। আরে দাঁড়ান দাঁড়ান মশাই আমি আপনাকে অঙ্ক শেখাবনা। কারণ আমি নিজেই অঙ্কে টেনে-টুনে পাশ করেছি। আমি আপনাদের অঙ্ক নামক মাথাঘোরা বিষয়ের কিছু মজার তথ্য জানাতে চলেছি।.
1.আপনি কি জানেন যে, থাইল্যান্ডে ‘555’ কে “হাহাহা” বলা হয়। আর এর কারণ হল থাইল্যান্ডের ভাষায় ‘5’ এর উচ্চারণ “হা” এর মত শোনায়।
2. আমরা রোমান ভাষায় 1 কে লিখি-‘ i’, ‘2’ কে লিখি ‘ii’ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি কি জানেন, ‘0’ (শূন্য)- ই একমাত্র সংখ্যা যা রোমান ভাষায় অনুবাদ করা বা লেখা যায় না।
3.২৫৯×৩৯× আপনার বয়স= আপনার বয়স তিনবার চলে আসবে। যেমন ধরুন- ২৫৯×৩৯× ২০( আমার বয়স)= ২০২০২০ । ইন্টারেস্টিং তাই না!
INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI
4. যদি কোনো এক জায়গায় ২৩ জন ব্যক্তি থাকে, তাহলে অন্তত তাদের দুইজনের জন্ম বার মিলে যাবে।
5. বিখ্যাত গণিতজ্ঞ Paul Erdos এর বয়স যখন মাত্র চার বছর ছিল, তখন থেকেই তিনি গণিত বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে, যদি কোনো মৃত ব্যক্তির বয়স তাকে বলে দেওয়া হত, তিনি তৎক্ষণাৎ কোনো কিছুর সাহায্য ছাড়াই, সেই মৃত ব্যক্তিটি কত মিনিট কত সেকেন্ড বা কত দিন বেঁচেছিলেন সেটি অনায়াসেই বলে দিতেন। কখনো কখনো ভাবি তার ব্রেনের মাত্র ০.০১% ও যদি আমার থাকত!
6. আপনি কি জানেন নিউটনের ক্যালকুলাস আবিষ্কার করতে কতটা সময় লেগেছিল? ঠিক ততটা সময় যতটা একজন ছাত্রের এটিকে মনে করতে লাগে।
7. যে কোনো সংখ্যার পারসেন্টেজ বেড় করা খুবই সহজ। জানেন কি কিভাবে? সংখ্যা দুটিকে ১০ দিয়ে ভাগ করার পর উত্তর দুটিকে পরস্পর গুন করে দিন। যেমন ধরুন আমি ৩৫০ এর ২০% বেড় করব। তাহলে আমাকে যেটি করতে হবে- ৩৫০/১০= ৩৫ এবং ২০/১০= ২ এবার এই উত্তর দুটিকে গুন করে দিন- ৩৫×২= ৭০।
8. এবারের তথ্যটি কিন্তু খুবই অবাক করা। আপনি যদি একটু ভাল ভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে- 1-1000 পর্যন্ত আপনি যদি ইংরেজিতে বানান করে লিখেন, যেমন- One, Two… তাহলে আপনি দেখবেন যে কেবল মাত্র একটি সংখ্যার ক্ষেত্রেই “A” বর্ণটি আছে। আর সেটি আপনি পাবেন- One thousand লেখার সময়।
9. আপনি কি জানেন যে, গণিত বিষয়টি অনেক পুরোনো। আজ থেকে প্রায় ৩০০০০ বছর আগেকার মানুষও গণিত করত।
INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI অবাক তথ্য অঙ্কের রোচক তথ্য অঙ্কের ধাঁধা
10. আমি যদি আপনাকে বলি- ১-১০ এর মধ্যে একটি সংখ্যা ভাবুন। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই ‘৭’ বেঁছে নেবেন।
11. আপনি কি জানেন চিন, জাপান এবং কোরিয়াতে ৪( চার) কে অশুভ মানা হয়ে থাকে। কারণ তাদের ভাষার উচ্চারনে এই সংখ্যাটির উচ্চারন মৃত্যুর সঙ্গে জড়িত, এমন একটি শব্দের মত শুনতে লাগে।
12. আমি আপাদের “৯” এর যাদু শক্তি জানাতে চলেছি। আমি জানি আপনি এটি শুনে বিশ্বাস করবেন না, তাই আপনি নিজেও হাতে কলমে এটি করে দেখতে পারেন। আপনি ৯ কে ১-১০০ পর্যন্ত যেকোনো সংখ্যার সাথেই গুন করুন না কেন, দেখবেন সংখ্যাদুটির গুণফল যা আসবে সেগুলি যোগ করলে আবার ‘৯’ –ই হবে। যেমন আমি যদি ৮*৯ করি তাহলে গুণফল আসবে ৭২। এবার ৭২ অর্থাৎ ৭ এবং ২ যোগ করলে ৯ ই আসবে। বাকি সংখ্যা গুলির সাথে যোগ করেও দেখতে পারেন।
13. ২৫২০ এই সংখ্যাটিকে ০-১০ পর্যন্ত যেকোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়।
READ MORE-
14. এখন আমরা জানতে চলেছি পৃথিবীতে প্রতি ৫ সেকেন্ডে কি কি হয়ে থাকে-
প্রতি ৫ সেকেন্ডে ১৬,৯৫৬,০১৯ টি ইমেল সেন্ড করা হয়ে থাকে।
প্রতি ৫ সেকেন্ডে ১৫০০০০০০ টি গুগল সার্চ করা হয়ে থাকে।
INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI অবাক তথ্য অঙ্কের রোচক তথ্য অঙ্কের ধাঁধা
প্রতি৫ সেকেন্ডে ৪৫০০০০০ টি WhatsApp ম্যাসেজ পাঠানো হয়ে থাকে।
প্রতি ৫ সেকেন্ডে- ১৮৬০ জন মানুষ Adult video সার্চ করে।
প্রতি ৫ সেকেন্ডে ৩০৪.৭২ মেট্রিক টন ময়লা উৎপাদন হয়ে থাকে।
প্রতি ৫ সেকেন্ডে বিল গেটস ১২৫০ US$ ইনকাম করে থাকেন।
প্রতি ৫ সেকেন্ডে ১৫৮০০০০০ কেজি জল নায়াগ্রা জলপ্রপাত থেকে নীচে পরছে।
প্রতি ৫ সেকেন্ডে মানব শরীরে প্রায় ৫০০০০০ নতুন কোষ জন্ম হচ্ছে।
পৃথিবীতে এত কিছু ঘটে থাকে প্রতি ৫ সেকেন্ডে।
INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI অবাক তথ্য অঙ্কের রোচক তথ্য অঙ্কের ধাঁধা
15. আপনি কি জানেন ২৩ সংখ্যাটিকে Happy number বলা হয়ে থাকে। এটি ছারাও আরও কয়েকটি সংখ্যাকে Happy Number বলা হয়ে থাকে।
16. আপনি কি জানেন যে ১১১,১১১,১১১ এবং ১১১,১১১,১১১ যদি গুন করা হয় তাহলে এর গুণফল ১-৯ এবং ৯-১ হবে। এর গুণফল হবে- ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১। ইন্টারেস্টিং তাই না।
17. ৬ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হল- ৮৯৯৯৯৯।
18. আপনি কি জানেন যে, ১,২,৩ দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি ১৩৩২।
19. ২১৯৭৮ কে আপনি যদি ৪(চার) দিয়ে গুন করেন তাহলে গুণফল সংখ্যাটির ঠিক উল্টো অর্থাৎ- ৮৭৯১২ হবে।
20. Hundred শব্দটিকে ‘Hundrath’ থেকে নেওয়া হয়েছে। যার অর্থ হল- ১২০। অর্থাৎ আপনি যদি শব্দে Hunderd লেখেন তার মানে দ্বারায় আপনি- ১২০ লিখলেন।
INTERESTING FACTS ABOUT MATH IN BENGALI অবাক তথ্য অঙ্কের রোচক তথ্য অঙ্কের ধাঁধা
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।