আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে
বন্ধুরা আপনারা হয়ত অনেকেরই মুখে শুনেছেন যে “love is blind” মানে ভালোবাসা হল অন্ধ। তবে আমি এখন যে couple দের কথা আপনাদের সাথে শেয়ার করছি সেগুলি দেখার পর আপনারা ভালোভাবেই বুঝে যাবেন যে ভালোবাসা আদৌ অন্ধ কি না। এদের এই ভালবাসা সত্যি অবাক করার মত। আবার এদের ভালোবাসায় রয়েছে অনেক পাগলামিপনা। অনেকই কোনো কুকুর কে ভালোবাসছেন আবার অনেক ই ১১২ বছরের বুড়ো কে, আবার অনেকই বৃদ্ধা কে বিয়ে করে নিয়েছেন। আজকের এই ব্লগ টিতে আমরা এইরকম ই কিছু অন্ধ মানে পাগলামি ভালবাসার গল্প জানতে চলেছি।
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
62 years old lady married to a 9 years old small boy:-
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
ছবিতে যে মহিলা টিকে আপনারা দেখছেন তার বাড়ি দক্ষিণ আফ্রিকাতে বয়স ৬২ বছর। মহিলাটির নাম হেলেন। বয়স ৬২ হলে কি হবে, তিনি কিন্তু বিয়ে করেছেন তার নাতির বয়সী ৯ বছর বয়সের একটি শিশুকে। হেলেন তার আগের স্বামীর সহমতেই এই বিয়ে টি করেন। আর কয়েক টা সাধারন বিয়ের মতই এই বিয়ের অনুষ্ঠানটিও সামাজিক ভাবেই পালন করেছিল তারা। রিং বদল থেকে শুরু করে কিস কোনোকিছুই আর বাকি ছিল না।
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
Ahmed Muhamed Dore & Safia Abdulleh:-
আফ্রিকাতে একটি খুবই খারাপ প্রথা প্রচলিত আছে। সেখানে বিয়ের জন্য উপযোগী এমন মেয়েকে দর কষাকষি করে বিয়ে করা হয়। নিলামের মাধ্যমে যে ব্যক্তিটি সেই মেয়েটির জন্য যতটা বেশি দাম দিতে পারবে সেই মেয়েটি তারই হবে। সেখানে কে কার উপযুক্ত সে কথা বিবেচনা না করেই মেয়েদের নিলামে তোলা হয়। আর সেই নিলামের টাকা পুরোটাই যাবে মেয়েটির বাবার হাতে। মানে এককথায় বলা যায় নারি বিক্রয় এর মত জঘন্য ঘটনা।
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
২০০৯ সালে এইরকমই এক ঘটনার শিকার হন মাত্র ১৭ বছর বয়সী সাফিয়া আবদুল্লা নামের এক মেয়ে। আহমেদ মুহাম্মদ দোর নামের ১১২ বছর বয়সের এক ব্যাক্তি সাফিয়াকে বিবাহ করে। আর সাফিয়া ছিল তার ষষ্ঠ স্ত্রী। যে বুড়ো কিনা আর কয়েক দিন পর পটল তুলবে তার আবার শখ কত ভাবা যায়।
Woman Married with Berlin Wall:-
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
পৃথিবীতে প্রায় ৮০০ কৌটি মানুষের বসবাস। কিন্তু এত মানুষের মধ্যেও বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুজে পান নি ৫৪ বছর বয়স্ক জার্মানির বারলিনার মোর। তিনি বার্লিন দেওয়াল- কে ভালোবেসে ফেলেন এবং দেওয়ালটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মতে তিনি যখন ছোটো ছিলেন তখন থেকে তিনি বিভিন্ন স্ট্রাকচার এর প্রেমে পরে যান। তিনি বিভিন্ন structure এর ছবি সংগ্রহ করতে ভালোবাসতেন। কিন্তু পরবর্তীতে তার স্বামী মানে সেই দেওয়াল টিকে ভেঙ্গে ফেলা হলে তিনি তার বাগানের বেরা টির সাথে প্রেমে পরে যান।
Girl married to a Dog in India:-
ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কুসংস্কার প্রচলিত আছে। বিশেষত আদিবাসি সম্প্রদায়ের মধ্যে এইসব কুংস্কার বেশি পরিমাণে দেখা যায়। ঝাড়খণ্ড এর পূর্ব প্রান্তে অবস্থিত মুন্দা গ্রামে আত্মা বা ভূত প্রেত থেকে গ্রাম কে রক্ষা করতে এক কুকুরের সাথে এক মেয়ের বিয়ে দিয়ে দেয় গ্রামবাসীরা। তাদের মতে এর ফলে বিভিন্ন খারাপ ঘটনার হাত থেকে গ্রাম বাসীরা রক্ষা পাবে। তবে এখানে একটি আশার দিক হল যে, পরবর্তীতে মেয়েটি অন্য একজন ছেলে কে বিয়ে করতে পারবে।
Man married a Mannequin:-
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
মানুষের পাগলামি যে কি পর্যায়ে পৌছাতে পারে তা নিম্নোক্ত ঘটনাটি না জানলে বুঝতে পারবেন না।
২০০৯ সালে দাউভেদ নামের এক ব্যক্তি mannequin (মানে দোকানে জামা কাপড় গুলি যে স্ট্যাচু তে পরানো থাকে) -কে বিয়ে করে নেন। মহাধুমধামে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি সারা হয়। তবে দাউভেদ সত্যি সত্যি এই স্ট্যাচু টিকে ভালোবেসেছিলেন কিনা সেই বিষয়ে জানা যায় নি, তবে এই ঘটনা টি সত্যি খুবই হাস্যকর।
Liu-i got married herself:-
আপনি কি কোনোদিনও নিজেই নিজেকে বিয়ে করার কথা শুনেছেন। ভাবছেন কি ভাট বকছি? শুনুন তাহলে- চিনের লিউ ই নামের এক মহিলা নিজেই নিজেকে এতটাই ভালোবেসে ফেলেন যে মহাআড়ম্বরে ১০০ জন আমন্ত্রিত এর সামনে নিজেই নিজেকে বিয়ে করে নেন। ভাবছেন কি ভাবে তিনি বিয়ে টি করলেন? তিনি তার নিজের মত দেখতে একটি কার্ডবোর্ড বানিয়ে নেন তারপর বিয়ের কাজ টি সেরে ফেলেন।
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
Sean Stephenson & Mindie Kniss:-
Mindie অ্যারিজোনা প্রদেশে বাস করেন। আর কয়েকজন সাধারণ মানুষের মত তিনিও সুন্দর এবং সাধারণ। কিন্তু তিনি বিয়ে করেছেন মাত্র তিন ফুট লম্বা একজন ব্যাক্তিকে। সেই ব্যাক্তিটির নাম হল- Sean Stephenson. অনেকই হয়ত এনাকে চিনবেন। তিনি একজন মোটিভেশনাল স্পিকার। তিনি Osteogenesis নামক এক দুরারোগ্য রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যাক্তিদের হাড় খুবই নরম হয়। Sean Stephenson এর দিন কাটে হুইলচেয়ারে বসে বসেই। কিন্তু Mindie Kniss Stephenson এর দুর্বলতার কথা না ভেবেই তাকে বিয়ে করেন। তবে Mindie Kniss এর মতে Sean Stephenson sexually active.
Paul & Maria Butzki:-
Maria Butzki নামের এই মহিলাটি একই সময়ে দুই নৌকায় পা দিয়ে ভ্রমণ করতে চাইছেন। তিনি একজনকে ভালবেসেছিলেন। তিনি তাকে ছাড়তে নারাজ। অপরদিকে তার পরিবার তার বিয়ে ঠিক করেছে তাদের পছন্দ মত পাত্রের সঙ্গে। Maria তার পরিবারের কথাও ফেলতে পারবে না। এই সমস্যার সমাধানের জন্য সে তার বয়ফ্রেন্ড এবং তার পরিবারের পছন্দ করা পাত্র, এই দুইজনের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তার দুই স্বামীও একে oঅপরকে মেনে নিয়েছেন, এবং তারা দুইজনই বর্তমানে ভালো বন্ধু।
তো দেখলেন তো এই couple গুলিকে। এবার বলুন আপনার জানা এমন কি কোনো couple আছে? যদি থেকে থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না। কিভাবে জানাবেন? কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও জানাতে পারেন। আপনার নাম সহ আমরা আপনার দেওয়া তথ্যটি আমাদের পেজে শেয়ার করে দিব।
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
আজব দম্পতি amazing couples in history strange couples আজব বিয়ে***
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।