TOP SCIENCE FACT BANGLA
আজকের ব্লগে আমরা বিজ্ঞানের মজার এবং আকর্ষণীয় তথ্য (science fact bangla) আলোচনা করতে চলেছি। বিজ্ঞানের অজানা তথ্যগুলি আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি বিজ্ঞানের মজার তথ্য (science fact bangla).
এই বিজ্ঞানের ফ্যাক্ট গুলিকে আমরা কয়েকটি ভাগে আলোচনা করবঃ-
বায়োলজির আজব তথ্যঃ-
- আমাদের মস্তিষ্ক দিনের তুলনায় রাতের বেলা বেশি সক্রিয় থাকে, তাই দেখবেন কোনো কাজে সিদ্ধান্ত, দিনের তুলনায় রাত্রের বেলায় ভালো নেওয়া যায়, আর এই সিদ্ধান্ত অনেকাংশেই সঠিক হয়ে থাকে।
- আপনি কি জানেন, আপনার জীবদ্দশায় আপনার শরীর এত পরিমাণ লালা উৎপন্ন করে যে, তা দিয়ে অনায়াসেই দুটি সুইমিং পুল ভরাট করা যেতে পারে।
- একজন সুস্থ সবল মানুষের নাক প্রায় ৫০,০০০ বিভিন্ন গন্ধ গ্রহণ করতে পারে।
- আমরা যতই বড় হতে থাকি ততই আমাদের বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গ বৃদ্ধি পেতে থাকে, কিন্তু আমাদের চোখ এমন একটি অঙ্গ, যেটির আকৃতি আমাদের 24 বছর হওয়ার পর থেকে আর বৃদ্ধি পায় না এবং একই থাকবে, বিশ্বাস না হলেও এটিই সত্যি।
- আমাদের মস্তিষ্ক বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে যে বার্তা পাঠায়, তা প্রায় ৩২২ কিমি/ ঘণ্টা বেগে ছুটে যায়।
- আপনাকে একটি অবিশ্বাস্য তথ্য দিই- আমাদের মুখের ভেতরে এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে তার থেকেও বেশি সংখ্যক ব্যাকটেরিয়ার বসবাস। শুনতে অস্বাভাবিক লাগলেও, এটিই সত্যি। আর হ্যাঁ আমাদের মুখে প্রায় ৬ বিলিয়ন ব্যাকটেরিয়ার বসবাস, এদের আবার ৭০০ টি বিভিন্ন প্রজাতিও রয়েছে।
- আপনার হাতের ছোট আঙ্গুলটাকে দেখে আপনার হয়ত মনে হচ্ছে, এই আঙ্গুলটা না থাকলেও কিছু ক্ষতি হত না। কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের প্রায় ৫০% শক্তিতে এই ছোট আঙ্গুলটির ভুমিকা রয়েছে।
আরও পড়ুনঃ-
বিশ্বের সেরা 7 টি কাকতালীয় ঘটনা
- মানুষের মৃত্যুর তিন দিনের মধ্যে, তার শরীরে খাদ্য পরিপাক করতে সাহায্য করা এনজাইমগুলি তার শরীরকেই খেতে শুরু করে দেয়।
- আমরা যেমন কোনো জিনিস re-new করি ঠিক তেমনি আমাদের শরীরের সম্পূর্ণ হাড়গুলিও কিন্তু re-new হয়। আর প্রায় প্রতি দশ বছর অন্তর অন্তর এই প্রক্রিয়া চলে।
- কোনো মানুষের বয়স যদি ৭০ বছর হয়, তাহলে সে এত দিনে প্রায় ১২,০০০ গ্যালন জল ইতিমধ্যে উদরস্থ করে ফেলেছে।
- কোনো জিনিসের স্বাদ আমাদের জিহ্বা থেকে মস্তিষ্কে যেতে, এবং আমাদের বুঝতে মাত্র ০.০০১৫ সেকেন্ড লাগে, অর্থাৎ চোখের পলকের থেকেও বেশি গতিতে এই কাজটি সম্পূর্ণ হয়।
- আপনি কি জানেন, আমাদের শরীর থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৬০০,০০০ টি চামড়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা শরীর থেকে পড়ে যাচ্ছে, একজন মানুষের শরীর থেকে বছরে প্রায় ১.৫ পাউন্ড এরকম কণা পড়ে যায়। এইপ্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে, আমাদের ঘরের মেঝেতে যেসমস্ত ধূলো গুলি রোদের আলোয় চোখে পড়ে, সেগুলির অধিকাংশই হল আমাদের শরীর থেকে ঝড়ে যাওয়া কোষ। আর এগুলির সংখ্যাই রুমে বেশি থাকে।
- আমরা জানি যে, কোষ সাধারণত চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এগুলি দেখা যায়। কিন্তু মানুষের শরীরের সবথেকে বড় কোষ ডিম্বানু –কে খালি চোখেই দেখা যায়।
- মানুষের শরীরে যতগুলি কোষ আছে, তার থেকেও প্রায় দশ গুন বেশি ব্যাকটেরিয়া কোষ মানুষের শরীরে বাস করে।
- মানুষের ব্রেন প্রায় ৮৬ বিলিয়ন স্নায়ু নিয়ে গঠিত, এবং এগুলি প্রায় ১০০ ট্রিলিয়ন সংযোগ দারা পরস্পরের সঙ্গে যুক্ত। এই সংখ্যাটি আমাদের আকাশগঙ্গা ছায়াপথে থাকা মোট নক্ষত্রের থেকেও বেশি। তাহলে ভেবে দেখেছেন, আমাদের মস্তিষ্কও একেকটা আকাশগঙ্গা।
- আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে, আপনি যেই হাত দিয়ে লিখে থাকেন, সেই হাতের নখ অন্য হাতের তুলনায় বেশি বৃদ্ধি পায়, বিশ্বাস নাহলে নিজে দেখুন।
<
- আমাদের মস্তিষ্ক সচল রাখতে শক্তি ব্যয় হয়। কিন্তু কত শক্তি জানেন, উম্মম সহজ ভাষায় বলতে গেলে এই শক্তি দিয়ে একটি ১২-২৫ ওয়াটের LED বাল্ব জ্বালানো যেতে পারে।
- ইংরেজি “organ” কথাটির উৎপত্তি গ্রিক শব্দ- “organon” থেকে। এর অর্থ হল- কোনো বাদ্যযন্ত্র বা “instrument”
- একজন মানুষ তার জীবদ্দশায় প্রায় গড়ে ১০০,০০০ মাইল পথ হাঁটে। অর্থাৎ নিরক্ষরেখা ধরে প্রায় চার বার পৃথিবীকে ভ্রমণ করা যাবে। তবে আমি এখানে সাধারণ পরিশ্রমী মানুষদের কথা বলছি।
- একজন মানুষ তার জীবনের গড়ে প্রায় পাঁচ বছর খাইয়েই কাটিয়ে দেয়।
- আপনি কি জানেন, প্রতি ৩০ দিন পর আমাদের চামড়ার নতুন আরেকটি স্তরের সৃষ্টি হয়।
- আমাদের মস্তিষ্ক শরীরের ওজনের প্রায় ২%। কিন্তু ২০% অক্সিজেন এবং উৎপন্ন শক্তি সেইই টেনে নেয়।
- আপনি কি জানেন, আমাদের মস্তিষ্ক তখনই পরিপূর্ণতা পায় যখন, আমাদের ২৫ বছর বয়স সম্পূর্ণ হয়।
- প্রতি মিনিটে আমাদের মস্তিষ্ক দিয়ে প্রায় ৭৫০-১০০০ মিলিলিটার রক্ত প্রবাহিত হয়ে যায়।
- মাত্র ১৩ মিলিসেকেন্ড সময়ের ব্যবধানে, আমাদের দেখা কোনো ছবি আমাদের ব্রেন অনায়াসেই process করার ক্ষমতা রাখে। তাহলে ভেবে দেখেছেন, আমাদের মস্তিষ্ক কত ক্ষমতা সম্পন্ন।
- সাধারণত মানুষের মস্তিষ্কের গড় ওজন হয় ৩ পাউন্ডের আশেপাশে, কিন্তু আলবার্ট আইনস্টাইনের ব্রেনের ওজন ২.৭১ পাউন্ড, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় অনেক কম। কিন্তু তার মস্তিষ্কে নিউরোনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।
- আপনি কি জানেন, যতই সময় গড়াচ্ছে, মানুষের মস্তিষ্কের আয়তন ততই কমছে। পূর্ববর্তী ১০০০০-২০০০০ বছরে মানুষের মস্তিষ্ক বর্তমানের তুলনায় বড় ছিল। বর্তমানে এর আয়তন একটি টেনিস বলের সমপরিমাণ কমেছে।
লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই পরবর্তী অংশ নিয়ে আরেকটি ব্লগে এসে হাজির হব। ( science fact bangla)
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।