সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য

আজ আমি আপনাদের আমাদের সৌরমণ্ডল সম্পর্কিত কিছু অজানা তথ্য জানাব-

1. আমাদের গ্যলাক্সি মিল্কিওয়ে থেকে সূর্য প্রায় ৩০,০০০ আলোকবর্ষ দূরে রয়েছে।

2. সবাই বলে যে সূর্য স্থির। কিন্তু আদতে সূর্য আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের চারপাশে ২৫০ কিমি/ সেকেন্ড বেগে পরিক্রমণ করছে।

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
SUN (Image by ipicgr from Pixabay )

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

3. মিল্কিওয়েকে একবার পরিক্রমন করতে মোট প্রায় ২৫ কৌটি বছর লেগে যায়। আর এই বছরটিকে ব্রহ্মাণ্ড বছর বলা হয়ে থাকে।

4. আপনি কি জানেন যে, আমাদের পৃথিবীর থেকে সূর্য প্রায় ১৩ লক্ষ গুন বড়।

5. আপনি জানলে অবাক হবেন যে, আমাদের এই বিশাল গ্যালাক্সির ১০০ বিলিয়ন নক্ষত্রের মধ্যে সূর্য অন্যতম।

6. সূর্যের অন্তভাগের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড।

7. সূর্য আমাদের পৃথিবী থেকে অনেক বড় হলেও, এমন একদিন আসবে যেদিন সূর্য জ্বলতে জ্বলতে আমাদের পৃথিবীর মত আকারের হয়ে যাবে।

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
EARTH IS BURNING (Image by Bela Geletneky from Pixabay)

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

8. সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট। এবং এই সময় সূর্য রশ্মির গড় গতিবেগ থাকে প্রায় ৩০০০০০ কিমি/ সেকেন্ড।

9. মিল্কিওয়ের সবথেকে প্রাচীন নক্ষত্রটির বয়স ধরা হয় প্রায় ১৩.৬ বিলিয়ন বছর।

10. মিল্কিওয়ে প্রতি সেকেন্ডে প্রায় ১৬৮ মাইল বেগে ঘুরতে থাকে।

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
UNIVERSE (IMAGE SOURCE)
<

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

11. জ্যোতির্বিদদের মতে আমাদের এই বিশাল সৌরজগতের উৎপত্তি বিগ-ব্যাং নামক বিস্ফোরণের ফলে হয়েছিল।

12. আপনি কি জানেন যে আমাদের এই গ্যালাক্সি Andromeda গ্যালাক্সির সাথে ধাক্কা খেতে চলেছে। তবে ভয়ের কিছু নেই, এই ঘটনাটি আজ থেকে প্রায় ৫ বিলিয়ন বছর পড়ে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

13. আপনি কি জানেন যে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার তাই না! প্রতি বছর চাঁদ পৃথিবীর থেকে প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানিদের মতে এই ঘটনাটি প্রায় ৫০ বিলিয়ন বছর পর্যন্ত চলতে থাকবে। তার মানে, এমন একদিন আসবে যেদিন পৃথিবী থেকে আর আমাদের প্রিয় চাঁদ মামাকে দেখা যাবে না।

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
চাঁদ মামা Image by Mystic Art Design from Pixabay

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

14. আপনি কি জানেন U.S.A ৫০ এর দশকের সময় চাঁদে একটি পরমাণু বোমা পরীক্ষা করার পরিকল্পনা করেছিল।

15. আমাদের সৌরজগতে, বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রায় ৬০০০০০ গ্রহাণুর (Asteroid) খোঁজ পেয়েছেন।

16. এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া সবথেকে বৃহৎ গ্রহানুটির আয়তন প্রায় ৯৩৩ কিমি। এবং সবথেকে ছোট গ্রহাণুটির আয়তন হল ৬ সেন্টিমিটার।

17. বর্তমানের বিজ্ঞানীদের ধারনা অনুসারে গ্রহানু গুলি আসলে আমাদের সৌরজগতের সৃষ্টির সময়ে আমাদের নবনির্মিত গ্রহ গুলি থেকে ছিটকে বেড়িয়ে যাওয়া অংশ।

18. আমাদের এই ব্রহ্মান্ডের বেশিরভাগ নক্ষত্রের বয়স প্রায় ১-১০ বিলিয়ন বছর ।

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
OUR PLANET

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

19. আজ যে সূর্য কিরণটি আপনি দেখছেন, সেটির যাত্রা শুরু হয়েছিল, আজ থেকে প্রায় মিলিয়ন বছর আগে।

20. সূর্য ছাড়া আমাদের পৃথিবী থেকে সবথেকে কাছে যে নক্ষত্রটি অবস্থিত সেটির নাম হল- Proxima Centauri. এবং এই নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত।

21. আপনি কি জানেন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের নিজস্ব বলয় রয়েছে।

READ MOTIVATIONAL QUOTES HERE

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

22. আপনি জানলে অবাক হবেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডে প্রায় ২০ ট্রিলিয়নের মত গ্যালাক্সি বা ছায়াপথ আছে।

23. শনি গ্রহটিতে কঠিন বস্তুর তুলনায় গ্যাস বেশি থাকায়, এই গ্রহটির ঘনত্ব জলের থেকেও কম। অর্থাৎ শনি গ্রহ টিকে যদি একটি বিশাল পুকুরে ফেলে দেওয়া যায়, তাহলে এটি পুকুরটিতে ভাসতে থাকবে।

24. ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ২০ ডায়ামিটার আয়তনের একটি গ্রহানু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই গ্রহাণুটি ১৯ কিমি/সেকেন্ড গতিবেগে রাশিয়ার একটি শহরের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তিব্রগতি সম্পন্ন এই গ্রহাণুটি পৃথিবীপৃষ্ঠ থেকে মাত্র ৩০ কিমি উপরে বিস্ফোরিত হয়ে যায়। আর এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ৭২০০ বাড়ি খতিগ্রস্থ হয়ে যায় এবং প্রায় ১৫০০ জন মানুষ আহত হন। যদি এই গ্রহাণুটি পৃথিবীপৃষ্ঠ থেকে ৮ কিমি উপরে বিস্ফোরিত হত তবে, আজ আর এই শহরটির কোনো হদিস পৃথিবীর মানচিত্রে থাকত না। সত্যি কি ভয়ানক ঘটনা।ভেবেছেন কোনোদিনও।

25. ৯ জানুয়ারি ২০১৭। ২৫ ডায়ামিটারের একটি গ্রহানু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। কিন্তু আমাদের পৃথিবীবাসীর ভাগ্য এত ভালো ছিল যে, চাদের আকর্ষণ বলের জন্য, এই গ্রহাণুটি চাঁদ ও পৃথিবীর মধ্য দিয়ে বেড়িয়ে যায়। তাহলে ভাবুন, যদি আমেরিকা ৫০ এর দশকে চাঁদে সেই পরমাণু বোমা পরীক্ষাটি চালাত, আর যদি এর ফলে চাদের কোনো অংশ আলাদা হয়ে যেত, তাহলে ২০১৭ সালে পৃথিবীবাসী কি ক্ষতিরই না সম্মুখীন হত!

26. আপনি জানলে অবাক হবেন যে, কেবলমাত্র একটি মাঝারি আয়তনের গ্রহাণুই পৃথিবী থেকে জীবনের অস্তিত্ব মুছে ফেলতে পারে। আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে, যখন ডাইনোসরেরা রাজত্ব করত তখন এরকমই একটি গ্রহাণুর আগমনেই ডাইনোসরেরা বিনাশ হয়েছিল।

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
DINOSAUR Image by Parker_West from Pixabay

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

27. আচ্ছা আপনাকে যদি আমি বলি যে এমন একটি গ্রহ রয়েছে যেখানে শুধুই হীরা আর হীরা। হ্যাঁ ঠিকই পড়েছেন। আমাদের ব্রহ্মাণ্ডে এমন একটি গ্রহ রয়েছে যেটি হীরা দিয়ে ঠাসা। কিন্তু একটু দাঁড়ান ভাই আগের কথা টুকুতো শুনুন। এই গ্রহটি আসলে কার্বনে ভর্তি। আর এমনটা মনে করা হয় যে, প্রচুর চাপে, কার্বন হীরাতে পরিণত হয়েছে। কেবল মাত্র এটিই নয়, এই গ্রহটির অভ্যন্তরীণ তাপমাত্রাও প্রায় ১৭০০ ডিগ্রি সেলসিয়াস।

READ MORE AMAZING FACTS HERE

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH***

28. আপনি কি কোনো দিনও রাতের আকাশে তারা গোনার চেষ্টা করেছেন? বিজ্ঞানীদের মতে আমরা এক দৃষ্টিতে প্রায় ৩০০০ নক্ষত্র দেখে থাকি।

29. যদি আপনি আলোর মত গতিবেগে যাত্রা করতে পারেন, তাহলেও আপনার প্রায় ১০০০০০ বছর লেগে যাবে আমাদের এই আকাশগঙ্গা গ্যালাক্সিটি ছেড়ে যেতে। আর এই প্রসঙ্গে বলে রাখি যে আলোর গতিবেগ হল- ১৮৬০০০ মাইল/ ঘণ্টা।

30. আপনি জানলে অবাক হবেন যে প্রায়, প্রতি ১৮ দিন পরপর আমাদের গ্যালাক্সিতে ১ টি করে নতুন নক্ষত্রের জন্ম হয়।  

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 31 FACTS ABOUT OUR EARTH
PLANET

সৌরজগতের অজানা রহস্য সৌরজগতের অজানা তথ্য UNKNOWN FACTS ABOUT OUR UNIVERSE IN BENGALI TOP NEW 30 FACTS ABOUT OUR EARTH AMAZING UNKNOWN FACTS ABOUT WORLD***

Spread the love

Leave a Reply