রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়?

বর্তমানে আমাদের সমাজের অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, কয়েক দিনের মধ্যেই অনেক মধুর সম্পর্ক ভেঙ্গে যায়। একজন অপরজনকে দেখে ভালো লাগা বা একে অপরকে দেখে ভালোবাসাটা কিন্তু অন্যায় নয়।

আমরা যতই আমাদের সঙ্গীর ব্যাপারে জানতে পারি ততই আমরা তার ব্যাপারে উদাসীন হয়ে যাই। কারণ তখন আমাদের মনে হয় তার মধ্যে যে গুন আছে সেগুলি আপনার পক্ষে উপযুক্ত নয় বা তার চাহিদা পূরণ করতে আপনি অসমর্থ। আর ঠিক তখনই আমরা সম্পর্কে ইতি টানি। এককথায় আমাদের ব্রেকআপ হয়ে যায়। আজকের এই ব্লগটিতে সম্পর্ক বা রিলেশনশিপ সম্পর্কিত কিছু FACTS এবং টিপস জানাতে চলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI SIGN OF A GOOD RELATIONSHIP HOW TO IMPRESS A GIRL
RELATIONSHIP GOALS Image by S. Hermann & F. Richter from Pixabay

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

একটি ভালো সম্পর্কের কিছু বৈশিষ্ট্য:-

  1. আপনারা প্রত্যেকই আপনার পার্টনারের best friend কে চেনেন এবং আপনারা তাদের নামও জানেন।

2. আপনি এবং আপনার সঙ্গী খেলার ছলে একে অপরের সাথে কথা বলেন।

3. আপনার মনে হয় আপনার পার্টনারের মাথায় খুব ভালো ভালো আইডিয়া আছে।

4. আপনার সঙ্গীর মধ্যে যে সমস্ত গুন গুলি রয়েছে সেগুলি আপনি নিজের মধ্যেও আনতে চান।

5. যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে একমত না হয়েও, আপনার মনে হয় ও যা বলছে ঠিকই বলছে।

6. আপনারা যখন একই অপরের থেকে দূরে থাকছেন তখন একই অপরের কথা চিন্তা করেন।

রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI SIGN OF A GOOD RELATIONSHIP HOW TO IMPRESS A GIRL
THINKING ABOUT YOUR PARTNER Image by DanaTentis from Pixabay

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

7. আপনার মনে হয় আপনার সঙ্গী বিশ্বাসযোগ্য।

8. আপনার জীবনে ভালো কিছু ঘটলে আপনার সঙ্গীও খুশি হয়ে যায়।

9. আপনি আপনার সঙ্গীর প্রিয় বই বা সিনেমা বা গল্পের নাম জানেন।

10. আপনি জানেন যে আপনার সঙ্গীর ভবিষ্যৎ লক্ষ্য কি?

YOU CAN ALSO READ:-

শিক্ষণীয় গল্প পড়ুন

নিজেকে মোটিভেট করুন

টেকনোলজি টিপস পড়ুন

11. আপনাদের জীবনে যদি এমন কিছু ঘটে থাকে যা আপনারা একই সাথে মোকাবিলা করেছেন এবং সফল হয়েছেন।

12. আপনারা একে অপরকে ভিন্ন কিছু নামে সম্বোধন করেন।

13. যদি আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার পরেও একে অপরকে সরি বলেন।

রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI SIGN OF A GOOD RELATIONSHIP HOW TO IMPRESS A GIRL
সরি বলতে শিখুন Image by 🎄Merry Christmas 🎄 from Pixabay
<

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

 14. আপনার সঙ্গী যদি অন্যান্য রিলেশনগুলি যেমন- পরিবার, আত্মীয়, বন্ধু ইত্যাদি যথেষ্ট সম্মানের সঙ্গে দেখে এবং আপনার পরিবারকে সম্মান করে।

15. আপনারা একত্রে খুব  মজা করেন। 

একটি খারাপ সম্পর্কের কিছু বৈশিষ্ট্য:-

যোগাযোগের অভাবঃ-

যখন আপনারা একে অপরের সাথে কথা বলার প্রয়োজন মনে করেন না। এবং যদিও আপনি আপনার  সঙ্গীকে ফোন করেন এবং আপনার মনে হয় যে আপনার সঙ্গী আপনার সাথে কথা বলা এড়িয়ে যেতে চাইছে, তাহলে বুঝে নিবেন যে আপনাদের সম্পর্ক শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এমনকি আপনার পার্টনার আপনাকে কখন সে ফাকা আছে সে কথাও বলতে চাইছে না তাহলে আমি নিশ্চিত যে আপনাদের রিলেশনশিপ আর বেশিদিন টিকবে না।

খারাপ জোক্সঃ-

যদি আপনার সঙ্গী আপনাকে উদ্দেশ্য করে এমন কোনো জোক্স বলে, যেটিতে আপনার মনে আঘাত লাগে বা তার বন্ধুদের সাথে আপনাকে নিয়ে মজা করে, সেক্ষেত্রে আপনার উচিত সম্পর্ক থেকে পিছিয়ে আশা।

রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI SIGN OF A GOOD RELATIONSHIP HOW TO IMPRESS A GIRL
JOKES Image by sfetfedyhghj from Pixabay

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

চাহিদাঃ-

যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সঙ্গীর চাহিদা (যেমন-হতে পারে কোনো জিনিস সে চেয়ে বসে আছে আর সেটি না পেলে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে বলে আপনাকে বলছে বা আপনারা একে-অপরের শরীরের প্রতি দৃষ্টি ক্ষেপ করার চেষ্টা করছেন* ) দিন দিন বেড়েই চলছে। সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হবার নয়।

*কারণ এখানে আপনার থেকেও আপনার সঙ্গীর কাছে সেই জিনিসটি বেশি মুল্যবান। সেটির জন্য সে আপনার কাছে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিতে পারে।

কোনো কারণ ছাড়াই ঝগড়ায় জড়িয়ে পরাঃ

রিলেশনশিপে ঝগড়া একটি সাধারণ ব্যাপার। কিন্তু আপনারা যদি সামান্য কারনেই একে অপরের সাথে ঝগড়ায় জড়িয়ে পরেন, তাহলে আপানদের রিলেশনশিপ আর বেশিদিন স্থায়ী হবে না। যেমন- সামান্য একটু আসতে দেড়ি হলেই ঝগড়ায় জড়িয়ে যাওয়া। যে আপনার জন্য কয়েকটা ঘণ্টা অপেক্ষা করতে পারে না, সে আর কি আপনার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবে? আপনার কি মনে হয়?

রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI SIGN OF A GOOD RELATIONSHIP HOW TO IMPRESS A GIRL
QUARRELING WITH PARTNER Image by Лечение Наркомании from Pixabay

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

সন্দেহ করাঃ-

যখনই আপনারা একে অপরকে সন্দেহ করা শুরু করবেন বা আপনার পার্টনার আপনাকে সন্দেহ করা শুরু করবে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনাদের একত্রে থাকার দিন শেষ।

একটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বা ভালো রাখার জন্য আমাদের কি কি করনীয়?

সময় বেড় করুনঃ-

যদি আপনি/ আপনারা আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে চান তাহলে একে অপরের সাথে সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট সময় বেড় করুন। তাই বলে আবার আনলিমিটেড কথা বলতে যাবেন না। বা বার বার ফোন করবেন না। হাজার ব্যস্ততার মাঝেও আপনার প্রিয়জনের জন্য একটি নির্দিষ্ট টাইম ফিক্স করুন।

ভালোবাসার ছোয়াঃ-

একে অপরের সাথে কথা বলার সময় একে-অপরের হাতে হাত রাখুন। কিংবা কথা বলা হয়ে যাওয়ার পর ফেরার সময় আলতো কিস (not lip kiss)  বা hug সম্পর্কের ভীত মজবুত করে। কিন্তু মনে রাখবেন এর থেকে বেশি কিছু করতে যাবেন না।

রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI SIGN OF A GOOD RELATIONSHIP HOW TO IMPRESS A GIRL
HUGGING Image by Jess Foami from Pixabay

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

সারপ্রাইজঃ-

একে অপরকে সারপ্রাইজ দিতে শিখুন। তাই বলে আহামরি সারপ্রাইজ দিতে যাবেন না। সারপ্রাইজ হতে পারে কিছুটা এমন- ধরুন কোনো মুভি টিকিট বা কোনো পুতুল ইত্যাদি ইত্যাদি। তাই বলে আইফোন বা ডায়মন্ড গিফট দিয়ে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা চালাবেন না। কারণ লোভ নামেও একটা জিনিস আছে।

ঝগড়া নয়ঃ-

যদি আপনার মনে হয় যে, আপনারা কোনো বিষয়ে আলোচনা করার সময় সেই বিষয়টিতে একমত হতে পারছেন না, তাহলে চেষ্টা করুন সেই বিষয়টি এড়িয়ে যাওয়ার।

অতীতকে নিয়ে ভাবুনঃ-

আপনারা আলোচনা করার সময় বা কথা বলার সময় মাঝে মাঝে অতীতের প্রসঙ্গ টেনে আনুন। এখানে অতীত বলতে আমি বলতে চাইছি যখন আপনাদের প্রথম দেখা হয়েছিল সেই সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারন।

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

ঘুরতে যাওয়ার প্ল্যান করুনঃ-

সপ্তাহে বা মাসে অন্তত একদিন আসে- পাশে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে। এবং আপনারা একে অপরকে আরও বেশি করে চেনার বা জানার সুযোগ পাবেন।

গুরুত্ব দিতে শিখুনঃ-

একে অপরের সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন ও হাতে হাত রাখুন। গুরুত্ব সহকারে আপনার সঙ্গীর বক্তব্য শুনুন এবং কথা বলার সময় মাঝপথে কোথাও তাকে বাঁধা দিবেন না। কোনো উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ ভাবুন। এমন কোনো কথা বলবেন না যাতে সে বিব্রতবোধ করে।

বিল পে করাঃ-

সবসময় আপনার পার্টনারের টাকায় খাওয়ার চেষ্টা করবেন না। তার পরিবর্তে আপনারা বিল ভাগ করে নিন। বা এমনও করতে পারেন একদিন আপনি বিল মেটালেন পরেরদিন আরেকজন।

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

“THE BESTAND MOST BEAUTIFUL THINGS IN THE WORLD  CANNOT BE SEEN OR EVEN HEARED, BUT MUST BE FELT WITH THE HEART” HAVE A HAPPY LIFE

READ MORE:-

প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI AMAZINGA FACTS TOP NEW 50 AMAZING FACTS

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

আজব দম্পতি STRANGE COUPLES FUNNY COUPLES আজব বিয়ে AMAZING COUPLES TOP 8 WEIRED COUPLES

লাইফ হ্যাকস লাইফস্টাইল LIFE HACKS IN BENGALI DAILY LIFE HACKS TOP NEW 29 LIFE HACKS 2021

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

***রিলেশনশিপ টিপস RELATIONSHIP ADVICE IN BENGALI কিভাবে সম্পর্ককে মজবুত করা যায়***

Spread the love

Leave a Reply