আজ কিছু মোটিভেশনাল উক্তি হয়ে যাক-
১. যখন আপনার আত্মবিশ্বাস থাকবে, ঠিক তখনই আপনার মনে ফুর্তি থাকবে, আর যখন আপনার মনে ফুর্তি থাকবে ঠিক তখনই আপনার সাথে অবাক কিছু (অবশ্যই ভাল কিছু) ঘটবে, যার আশা আপনি নিজেও করেননি।
২. সর্বদা মনে রাখবেন কেবল মাত্র ভালবাসার মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায়।
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
৩. আপনি আট বছরের হোন বা আশি, যদি আপনি কোনো কিছু শেখা (শিক্ষা) বন্ধ করে দেন, তাহলে আপনি বৃদ্ধ। যে ব্যাক্তি বয়স আশি বছর হলেও শেখা বন্ধ করে না সে আসলেই যুবক। কারন আপনি যত শিখবেন ততই আপনি মনের দিক দিয়ে সবল হবেন। মনে রাখবেন জ্ঞান না থাকলে কুড়ি বছর বয়সের যুবকও বৃদ্ধ।
৪. আপনার প্রতিভা আপনার বয়সের উপর নির্ভর করে না, তা সম্পূর্ণরুপে নির্ভর করে আপনার জ্ঞানের উপর। তাই আজীবন শিখতে থাকুন।
৫. আপনি যদি নিজেকে কখনো একা অনুভব করেন, তারমানে আপনি নিজেই নিজেকে চেনেন না। তাই প্রথমে নিজেই নিজেকে চিনতে শিখুন। যেদিন আপনি নিজেই নিজেকে চিনবেন, সেদিন দেখবেন এই সম্পূর্ণ পৃথিবীটাই আপনার সাথে আছে।
৬. নিজেকে একা অনুভব করা বন্ধ করুণ। আকাশের দিকে তাকান। দেখুন তো চাঁদ, সূর্য, তারা সবাই একসাথে কেমন আপনার দিকে তাকিয়ে আছে! তারা আপনাকে বলতে চাইছে, যে আপনি একা নন। তারা অনবরত আপনাকে দেখে যাচ্ছে।
৭. যত পারেন সঙ্গ কমান। কারন আপনার বন্ধু- বান্ধবের সংখ্যা যত বেশি হবে ততই নানা জনের নানা মত আপনাকে আপনার উদ্দেশ্য পূরণে বাঁধা দিবে। কি বলছেন তারা খারাপ পাবে? দেখুন যতজন বন্ধু আপনার আছে, তারমধ্যে মাত্র হাতে গোণা কয়েকজন, আপনার দুঃসময়ের সাথী। আর বাকিরা! বাকিরা তো নীরব দর্শক। তাছাড়াও আপনি যদি জীবনে সফল হন তাহলে আপনার বন্ধুর অভাব হবে না।
৮. হাজার জন খারাপ বন্ধুর থেকে নিঃসঙ্গ থাকা অনেক ভাল। আর আপনার কোনো সঙ্গী- সাথী না থাকলে তো আরও ভালো। কারন আপনার সাথে থাকা বন্ধুটি মুখে যতই আপনার সুনাম করুক না কেন, মনে মনে সে ঠিকই আপনাকে নীচ চোখে দেখে।




মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
৯. বয়স আসলে ভালবাসার মত, এটিকে কখনোই আপনি লুকিয়ে রাখতে পারবেন না।
১০. যদি আপনি বৃদ্ধ, তাহলে আপনি নিজেকে পাল্টানোর চেষ্টা না করে, আপনার পরিবেশকে পাল্টান।
১১. অ্যাটিটিউড একটি ছোট্ট জিনিস, আর এই ছোট্ট জিনিসটিই বিশাল পরিবর্তন আনতে পারে।
১২. জীবনে সফল হতে গেলে সক্ষমতার সাথে সাথে সমপরিমাণ অ্যাটিটিউড থাকা অত্যন্ত জরুরি।
১৩. আপনি যদি একবার আপনার সীমাবদ্ধতা জানতে পারেন, আপনি ঠিক একদিন সেগুলিকে উতরে যাবেন।
১৪. শিক্ষাকে বহন নয় বাহন করার চেষ্টা করুণ।
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
১৫. শিক্ষা মানে জীবনের জন্য প্রস্তুত হওয়া নয়, শিক্ষা নিজেই তো জীবন। আপনি যত শিখবেন ততই আপনি জীবনযুদ্ধের একেকটি লড়াই জিততে থাকবেন।
১৬. আপনি নিজে যতটুকু যানেন চেষ্টা করুণ, তার সবটুকুই বিলিয়ে দেওয়ার। শিক্ষা পৃথিবীর একমাত্র জিনিস, যেটি আপনি যতই বিলিয়ে দিবেন, ততই আপনার কাছে সুদে- আসলে ফেরত আসবে।
১৭. আমাদের সমাজ কেবলমাত্র সফলতাকেই দাম দিবে, এর পিছনে হওয়া পরিশ্রমকে নয়। তাই আপনাকে সফল হতেই হবে।
১৮. যদি কোনো কাজ করতে গিয়ে না পারেন বা হেরে যান, পুনরায় আবার সেই আগের পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন না। তার পরিবর্তে আপনি পথ বদলান। দেখবেন আপনি ঠিকই জিতে গেছেন।
১৯. আমি ব্যর্থ হইনি। আমি হাজারটি রাস্তা খুঁজে বের করেছি, যেগুলির দ্বারা সেই নির্দিষ্ট জায়গাটিতে পৌঁছানো সম্ভব নয়। সর্বদা চেষ্টা করুণ নিজের ব্যর্থতাকে সফলতার আঙ্গিকে দেখতে এবং অনবরত লড়াই লড়ে যান।
২০. ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, কারন প্রতিটি ভুলই আমাদের কিছুনা কিছু শিক্ষা দেয়।




মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
২১. জীবনের বড় বড় সফলতাগুলি, আসলে আমাদের দীর্ঘ হতাশার ফল। তাই একবার হেরে গেলে হাত-পা গুটিয়ে বসে থাকবেন না।
২২. মানুষের জন্ম পরাজয় স্বীকার করার জন্য হয় না। বড় বড় মহারথীদের দিকে লক্ষ্য করলে দেখবেন, তারা তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু তারা কোনোদিনই নিজের পরাজয় স্বীকার করেননি। আপনি যদি নিজের পরাজয় স্বীকার করে নেন, তাহলে আপনি হবেন এক অন্যতম কাপুরুষ।
অবাককরা তথ্য পড়তে এখানে ক্লিক করুন
২৩. ব্যর্থতাকে কোনো দিনও ভয় পাবেন না, ভয় পান, সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলিকে যেগুলি আপনাকে সহজেই সাফল্য এনে দিয়েছে। কারন এর ফলে আপনি পরবর্তীতে আপনার জীবনে এক কঠোর লড়াই হারতে চলেছেন। একটি উদাহরণের মাধ্যমে এই কথাটি বোঝাই-
➡️. ধরুন কোনো ছেলে স্কুলে পড়ার সময়, প্রতিটি ক্লাসেই টুকলি করে পাশ করল। এটিতে কিন্তু সে সৎপথে কোনো পরিশ্রমই করল না। কিন্তু যখন সে উচ্চ শিক্ষার জন্য যাবে, তখনই সে তার কৃত কর্মের জন্য আফসোস করবে।
২৫. আপনার অর্থের উপর আপনার খুশি নির্ভরশীল নয়। আপনি আপনার জীবনকে উপভোগ করার মধ্যেই আপনার খুশি লুকিয়ে আছে।




মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
২৬. জীবনে সুখ পেতে চান? মানুষকে ভালোবাসতে শিখুন।
২৭. মেঘ যতই কালো হোক না কেন, যতই গর্জন করুক না কেন, একসময় তার গর্জন থেমে গিয়ে আবার সূর্য তার ঝলমলে কিরণ ছড়িয়ে দেয়। তাই আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন একদিন ঠিকই সেই খারাপ সময় কেটে যাবে। আপনাকে শুধু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।
২৮. মানুষ কে কি বলল তাতে আপনার কিচ্ছু যায় আসে না। হাসি মুখে তাদের কথা শুনুন, এবং আপনার রাস্তায় চলতে থাকুন।
২৯. একটি ছোট্ট বীজ থেকে যেমন একটি বিশাল গাছের জন্ম হয়, ঠিক তেমনই, আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বীজকে উজ্জিবিত করুণ। দেখবেন আপনার জীবনটিও গাছটির মত বড় এবং সফল হয়েছে।
৩০. আপনি কি জানেন ভালোবাসা কি? আমি আপনাকে এক লাইনে ভালোবাসার অর্থ বলছি- যখন নিজের খুশির থেকেও অন্যকে খুশি দেখলে নিজেরই অজান্তে আপনার নিজেরই মনে খুশি অনুভূত হবে ঠিক তখনই বুঝবেন যে সেটিই আসলে ভালোবাসা।
৩১. ভালোবাসাই আসলে জীবন। আপনি ভালবাসতে জানেন না তারমানে আপনি আপনার জীবনে এখনও অনেক কিছুই শেখার বাকি রয়ে গেছে।




মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
৩২. দূর সম্পর্কের Relationship গুলি একটু বেশিই Cute হয়।
৩৩. আপনার সংকল্প যদি কঠিন হয়, তাহলে ব্যর্থতা কোনোদিনই আপনাকে অতিক্রম করতে পারবে না।
৩৪. আপনার নিজের উপর থেকে বিশ্বাস কোনোদিনও হারাবেন না। মনে রাখবেন বিশ্বাসেই মেলায় বস্তু।
৩৫. গতকাল আপনার জীবনে কি ঘটে গেছে, তারজন্য অনুশোচনা করা বন্ধ করুণ। তারচেয়ে বরং আগামীকাল আপনার জীবনে কি আসতে চলেছে তার দিকে মননিবেশ করুণ।
৩৬. সমাজের সবথেকে হিংস্র উপাদান হল ‘অজ্ঞতা’।
৩৭. ব্যর্থতা বারবার সকলের সামনে এসে আপনাকে থাপ্পড় মারবে। তাতে আপনি ভেঙ্গে প্রবেন না, কারন সফলতা অতি গোপনে এসে আপনাকে আলিঙ্গন করবে। আর এটাই জীবন।
৩৮. জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
৩৯. কোনো কিছু পাওয়ার জন্য আপনি যদি অস্থির হন, তাহলে আপনি সেটি কোনোদিনই পাবেন না। কিন্তু আপনি যদি ধৈর্য রাখেন, তাহলে আপনি অনেক না চাওয়া দুর্লভ জিনিসও পেতে পারেন।
৪০. কেউ যদি আপনাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই। কারন সবাই সোনাকে বা হীরাকে সন্দেহ করে, লোহাকে নয়।
আজকের জন্য এতটুকুই। আবার নতুন কিছু নিয়ে হাজির হব পরের ব্লগে। আপডেট পেতে পাশের বেল আইকনে নোটিফিকেশন অন করুণ।
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা***




কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।
Pingback: বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BENGALI MOTIVATIONAL STORY CHANAKYA UKTI BANGLA চাণক্য বাণী TOP NEW 24 UKTI - ছাড়পত্র
Pingback: সফলতার গল্প মোটিভেশনাল উক্তি বিখ্যাতদের সফলতার গল্প TOP 7 NEW UNKNOWN STORIES OF FAMOUS PERSONS BENGALI MOTIVATIONAL QUOTES - ছাড়পত্র