BENGALI MOTIVATIONAL STORY বাংলা মোটীভেশনাল উক্তি চাণক্য নীতি
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি
1.সোনা দিয়ে মোড়া লঙ্কা নগরী এবং হাওয়ায় উড়তে সক্ষম পুষ্পক রথ রাবণের কাছে ছিল, বনবাসী রামের কাছে এগুলির কিছুই ছিল না তবুও সে লড়াই জিতেছিল, কৃষ্ণের জন্ম কংসের কারাগারে হয়েছিল, কিন্তু সেই কংসকে বধ করেছিল, রাহু এবং কেতু অমৃত পান করার পরেও তারা রাক্ষসই ছিল, আর শিব বিষ পান করেও, দেবাদিদেব মহাদেব। আবার মহম্মদও তার শত্রুদের বিনাশ করেছিল। সুতরাং যেহেতু আমাদের ঈশ্বরদের জীবনই সহজ-সরল ছিল না এবং সমস্যায় জর্জরিত ছিল, সেহেতু আমরা তো সাধারণ মানুষ। আর যদি আমাদের জীবনও সংঘর্ষে জড়িত, তার মানে আমরাও সাধারণ নই।
তাই কক্ষনোই এটা বলে মনোবল হারাবেন না যে, আপনার জীবন সমস্যায় পরিপূর্ণ, আপনি হয়ত আপনার চোখের সামনে অনেককেই দেখবেন যারা, বিলাস-বহুল এবং সমস্যাহীন জীবন যাপন করছেন, আপনি একটু খোঁজ নিয়ে তার অতীত ঘেঁটে দেখুন।
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
2. দান দরিদ্রতা কমিয়ে দেয়, কিন্তু কোনোদিনও পুরোপুরি দরিদ্রতা কমাতে পারে না, এটি কেবলমাত্র একটি সাময়িক দিক। কিন্তু শিক্ষা অজ্ঞানতার অন্ধকার দূর করে। তাই আজীবন শিখেই যান। সর্বদা মনে রাখবেন যে, শেখার কোনো বয়স হয় না। আপনি যতই শিখবেন, দেখবেন আপনার মনোবল ততই মজবুত হবে।
3. জীবনের তিনটি মন্ত্র কোনোদিনই ভুলবেন না-
আনন্দে কাউকে কথা দেবেন না। ক্রোধের মাথায় উত্তর দেবেন না। এবং, দুঃখের সময় কোনো সিধান্ত নিতে যাবেন না। প্রথমে মাথা ঠাণ্ডা করুন। তারপর বাকি কাজ।
4.যে ব্যক্তি কারো সাথে প্রেমে পড়ে, ঠিক তার সাথে সাথে সে সর্বদা ভয়ে থাকে। আর এই ভয় হল হারানোর ভয়।
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
5. আপনি কারো জন্য যদি আপনার জীবনও দিয়ে দেন, সে আপনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন পর্যন্ত আপনি তার প্রয়োজনে লাগছেন। প্রয়োজন শেষ হয়ে গেলেই আপনার সামান্য ভুলেই সে আপনার উপকারের কথা ভুলে গিয়ে, আপনাকে কটূক্তি করে, আপনার মনে আঘাত দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে। সেদিন কিন্তু আপনার উপকারের কোনো মূল্যই সে আপনাকে দেবে না।
6. আপনি কি জানেন প্রাণীরা কতটা সভ্য হয়? আসুন আপনাকে বলি- সাপের বিষ তার ফণাতে থাকে, আর মৌমাছির বিষ থাকে তার হুলে, বিছের বিষ থাকে তার লেজে। কিন্তু একজন দুষ্টু চরিত্রের মানুষের শরীরে যতগুলি রোম আছে, তার সবকটিই বিষে ভর্তি থাকে। তাই বন্ধু নির্বাচনে সাবধান হওয়া একান্ত জরুরি।
আপনি আরও পড়তে পারেন-
মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা TOP NEW 41 MOTIVATIONAL QUOTES IN BENGALI
অনুপ্রেরণামূলক উক্তি।। সাফল্যের উক্তি
মনিষীদের বাণী।। জ্ঞানের কথা।। কাজের কথা।মোটিভেশনাল উক্তি
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
7. মন্দির বা মসজিদ বা চার্চে বা গির্জায় দান করার আগে আপনার নিরীহ ভাইকে দেখুন, না খেয়ে থাকা আপনার প্রতিবেশীদের দেখুন। সেই দানটি তাদেরই দিয়ে দিন। কারণ সাহায্যের দরকার তাদের ঈশ্বরের নয়। ঈশ্বর তো এই পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তাকে আপনি আর কি দান করবেন? তিনি আপনার দানের আশা করেন না। তাই আপনার সুখে-দুঃখে আপনার পাশে থাকা আপনার ভাই এবং আপনার প্রতিবেশীদের দিকে আগে একটু খেয়াল করুন।
8. মানুষ তার গুনের দ্বারাই উচ্চ আসনে আসীন হয়। আর সেই উচ্চ আসনটি হল মানুষের মন। মনে রাখবেন কোনো উঁচু পদে বসে কেউ কোনো দিনও মহান হতে পারে না। লাখ টাকা বেতনের সরকারী কর্মচারীও ঘুষ নেয়। কিন্তু যিনি গুনে বড়, তিনি এইসবের পরোয়া করেন না।
9. মানুষ হেরে যাওয়ার পর ব্যর্থ হয় না, মানুষ তো ব্যর্থ হয় তখনই যখন সে ভাবে- ‘ তার দ্বারা এই কাজটি হবে না’; তাই বলছি বন্ধু এইসব সাতপাঁচ না ভেবে আজই কাজে লেগে পড়ুন দেখি, কে আপনাকে আটকায়?
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
10. পুত্র তো সেই যে, তার পিতার ভক্ত, পিতা তো সেই তিনিই যিনি পালন করার ক্ষমতাযুক্ত, বন্ধু তো সেই, যে বিশ্বাস করার পাত্র, স্ত্রী তো সেই যে, মনকে আনন্দিত করার পাত্রী।
11. “ আমি সব জানি” এই ভাবনাটিই মানুষকে কুয়োর ব্যাঙ বানিয়ে দেয়। আরে, নিজের এই ভাবনা থেকে বাইরে বেড় হয়ে দেখুন, দুনিয়া থেকে এখনও আপনি কিছুই শেখেননি।
12. যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারেন, তিনি জগতের শ্রেষ্ঠ সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম। আর তার জীবনে উন্নতিও শীঘ্রই আসে।
13. ভাল আচরণ দুঃখ দূর করার পক্ষে সহায়ক, বিবেক অজ্ঞানতা দূর করার পক্ষে সহায়ক, আর উপযুক্ত জ্ঞান ভয় দূর করার পক্ষে সহায়ক।
14. প্রেম সমবয়সীদের মধ্যে বেশি ভাল জমে, চাকরির মধ্যে সরকারী সর্বোত্তম, আর উত্তম গুণাবলী যুক্ত স্ত্রী আপনার পুরো ঘরকে আলোকিত করার পক্ষে সর্বোত্তম।
15. আমাদের জীবনের সবথেকে বড় ভুল কি জানেন? তুলনা করা। আমরা সর্বদা আমাদের সাথে অন্য জনের তুলনা করি। অপরজনের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। প্রত্যেক ব্যক্তিই কোনো না কোনো বিশেষ গুনে সমৃদ্ধ। সর্বদা মনে রাখবেন যে, চাঁদ এবং সূর্য দুটোই কিরণ দেয়, কিন্তু একটি নির্দিষ্ট সময়ে।
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
16. আমরা যে জিনিসটি সবথেকে বেশি করি সেটি হল পর-সমালোচনা। আমরা সবসময় অন্যের মজা করতে ভালোবাসি। কিন্তু বন্ধু আপনাকে এই জিনিসটি ছাড়তে হবে, তা না করতে পারলে, আপনি জীবনে কোনোদিনও উন্নতি করতে পারেবেন না। কিভাবে এটি ছাড়বেন? আপনি নিজের মধ্যেই এতটাই ডুবে থাকুন, বা ব্যস্ত থাকুন, আর নিজের দোষ- ত্রুটি গুলি বেড় করার দিকে এতটাই মনযোগী হন যে, অন্যের সমালোচনা করার সময়ই যেন আপনার না হয়।
17. কক্ষনোই ‘অতি’ সম্বন্ধীয় কিছু হতে যাবেন না। অতি সুন্দর হওয়ার জন্যই সীতাদেবীকে হরণ করা হয়েছিল। অতি অহংকার হওয়ার জন্যই রাবণ ধ্বংস হয়েছিল। তাই কোনো ‘অতি’ শব্দটির সঙ্গে জড়াবেন না।
18. সবথেকে বড় গুরুমন্ত্র কি জানেন? কক্ষনোই আপনার মনের গোপনীয় কথা অন্যকে বলবেন না। অন্যকে বললেই সে আপনার সেই ইচ্ছা ধ্বংস করার কাজে লেগে পড়বে। হোক না সে হাজারো একান্ত আপন বন্ধু।
19. কে বলে যেমন সঙ্গ তেমনই রঙ্গ! মানুষ নেকেড়ের সাথে থাকে না, তাও সে দুষ্টু স্বভাবের, মানুষ বাঘের সাথেও থাকে না, তবুও সে হিংস্র স্বভাবের। কিন্তু কুকুরের সাথে অনেক সময় কাটানোর পরও সে কুকুরের মত প্রভুভক্ত এবং বিশ্বাসী হতে পারেনা।
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
20. মাঠে হেরে যাওয়া ব্যক্তিটিও পুনরায় জিততে পারে, যদি তার মনোবল থাকে। কিন্তু যে ব্যক্তি মন থেকে হেরে যায় এবং নিজের উপর বিশ্বাস রাখেনা সে কোনোদিনও জিততে পারবে না। আত্মবিশ্বাসই সফলতার একমাত্র সুত্র।
21. জীবনে খুশি থাকার মন্ত্র কি জানেন? নিজেই নিজের উপর আশা রাখুন। অপরের উপর থেকে আশা করা ছেড়ে দিন।
22. চারটি জিনিসে কোনোদিনও লজ্জা করবেন না- পুরানো কাপড়, গরীব বন্ধু, বৃদ্ধ পিতা-মাতা, সাধা-সিধা জীবন যাপন। এই চারটি জিনিসে লজ্জা করেছেন, কি আপনি জীবনে হেরেছেন।
23. মানুষকে ততটাই সম্মান করুন, যতটা সম্মান তারা আপনাকে করে, কাউকে অতিরিক্ত সম্মান দিলে কিছু মানুষ সুতা বিহীন ঘুড়ির মত ফড়ফড় করে উড়তে উড়তে মাথার উপর উঠে যায়।
24. আপনার শত্রুদের শাস্তি দিতে চান? সবসময় খুশি থাকুন। আপনার শত্রুদের কাছে এর থেকে বড় শাস্তি আর হতেই পারেনা।
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
YOU CAN ALSO READ-
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
BENGALI MOTIVATIONAL STORY চাণক্য নীতি বাংলা মোটীভেশনাল উক্তি CHANAKYA NITI BANGLA
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।