আজ নেতাজির অগ্নিসম কিছু বাণী থাকছে ছাড়পত্রের পাতায়। এই শিক্ষামূলক বাণী গুলি আপনাদের জীবনের চলার পথে প্রেরণা জাগাবে আর নতুন উদ্যমে গড়ে তুলবে আপনার জীবনকে ছাড়পত্র এমনটাই আশা রাখে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণীঃ-
১. তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
২. স্বাধীনতা দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়।
৩. দেশের জন্য মরে যাওয়া সহজ, কিন্তু দেশের জন্য বেঁচে থাকা কঠিন।
৪. যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে , তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়।
৫. ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত।
৬. ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত।
৭. জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ।
৮. আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল, দারিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উত্পাদন। যে সমস্যাগুলির সমাধান হবে, কেবলমাত্র সামাজিকভাবনা চিন্তার দ্বারা।
৯. মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত।
১০. জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।
১১. নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ।
১২. জীবনের প্রতিটি মুহুর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
১৩. অকাল পরিপক্কতা ভালো নয়, তা গাছের হোক বা ব্যক্তির। তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয়।
১৪. শহীদের মৃত্যু, শহীদের রক্তে যাতে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায় সেজন্য মৃত্যুবরণ করতে।
১৫. শিক্ষার্থীদের চরিত্র গঠনই প্রধান কর্তব্য।
১৬. সংগ্রাম আমাকে মানুষ করেছে। আমি আত্মবিশ্বাস অর্জন করেছি, যা আগে আমার ছিল না।
১৭. মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ।
১৮. জীবনের অনিশ্চয়তায় আমি মোটেও ভয় পাই না।
১৯. বাস্তব বোঝা কঠিন। তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।
২০. মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ। এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না।
২১. আমি অনর্থক কাজে সময় নষ্ট একদম পছন্দ করি না।
২২. নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।
২৩. কর্মের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন কাজ।
পড়ুনঃ- নেতাজি সম্পর্কে কিছু কথা
২৪. সংগ্রাম আমাকে মানুষ করেছে। আমি আত্মবিশ্বাস অর্জন করেছি, যা আগে আমার ছিল না।
নেতাজীর বাণীঃ-
১. ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত।
২. প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে নির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়।
৩. তুমি যা কর না কেন, তা তোমার কর্মফল। এতে কোনো প্রকার বিভাজন নেই। এর ফল আপনাকে ভোগ করতেই হবে।
৪. শুধুমাত্র সম্পূর্ণ জাতীয়তাবাদ, সম্পূর্ণ ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী গড়ে তোলা যেতে পারে।
৫. স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত।
৬. নিঃসন্দেহে, শৈশব ও যৌবনে পবিত্রতা এবং সংযম অপরিহার্য।
৭. ইতিহাসে কখনোই সুবিবেচনার মাধ্যমে কোনো বাস্তব পরিবর্তন সাধিত হয়নি।
৮. কোনও একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।
৯. ভোরের আগে অন্ধকার সময় আসতে হবে। সাহসী হোন এবং লড়াই চালিয়ে যান, কারণ স্বাধীনতা সন্নিকটে।
১০. আমাদের দেশ ভারতে জাতীয়তাবাদ এমন এক শক্তির সংমিশ্রণ ঘটিয়েছে, যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল।
১১. আমাদের অধৈর্য হওয়া উচিত নয়। যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছেন, তার উত্তর দু-একদিনের মধ্যে পাবো, এমনটাও আশা করা উচিত নয়।
পড়ুনঃ- স্বামীজীর যে বাণী গুলি জীবন বদলাবে
১২. যদি সংগ্রাম না হয়, যদি ভয়ের সম্মুখীন না হতে হয়, তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায়।
১৩. মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা।
১৪. আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপদজনক হয়।
১৫. মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা।
১৬. ব্যর্থতা কখনও কখনও সাফল্যের স্তম্ভ হয়।
১৭. যেখানে মধুর অভাব সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হবে।
১৮. অমূল্য জীবনের এতো সময় নষ্ট করলাম, এটা ভেবে খুব খারাপ লাগে। অনেক সময় এই ব্যথা অসহ্য হয়ে যায়। মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝা গেল না। আমি যদি আমার গন্তব্যে না পৌঁছাই তবে এই জীবন অর্থহীন।
১৯. আমাদের শুধুমাত্র কাজ করার অধিকার আছে। কর্ম আমাদের কর্তব্য। তিনি (প্রভু) কর্মফলের মালিক, আমরা নন।
২০. আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই সাধিত হয়নি।
২১. আমি কষ্ট ও বিপর্যয়কে ভয় পাই না। কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাবো না, বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাবো।
২২. বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল।
২৩. ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো! যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মৃত্যু বরণ করব।
২৪. দেশপ্রেম কথায় নয়, কাজের বিষয়।
২৫. মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না। আমাদের আত্মশক্তি থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে উত্সাহ দেবে।
পড়ুনঃ- নেতাজির জীবনের অজানা কিছু গল্প
২৬. সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো।
২৭. আমার সহজাত প্রতিভা ছিল না, কিন্তু পরিশ্রম এড়িয়ে যাওয়ার প্রবণতা আমার কখনই ছিলো না।
২৮. নিঃসন্দেহে, শৈশব ও যৌবনে পবিত্রতা এবং সংযম অপরিহার্য।
২৯. শুধুমাত্র সম্পূর্ণ জাতীয়তাবাদ, সম্পূর্ণ ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী গড়ে তোলা যেতে পারে।
৩০. স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত।
৩১. একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্তি পাবো, কারণ প্রতিটি দুঃখেরই অবসান ঘটে।
৩২. ছাত্র জীবনের উদ্দেশ্য শুধু পরীক্ষায় পাশ করা নয়, বরং সাথে সাথে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করা।
গল্প পাঠাতে পারেন- charpatrablog@gmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে।
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত। গল্পটির ভিডিও বা অডিও বা অন্য কোনো মাধ্যমে অন্যত্র প্রকাশ আইন বিরুদ্ধ। ছাড়পত্র এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।
নিচে দেওয়া wp গ্রুপ টি শুধু মাত্র অ্যাক্টিভ মেম্বারদের জন্য। যাদের মনে হবে ব্যস্ত জীবনের অল্প সময় ও এখানে ব্যয় করতে পারবেন আড্ডা আলোচনার মধ্যে তাদের জন্য।
বি.দ্র. - ইউটিউবার দাদা দিদিরা যারা কনটেন্ট খুঁজতে গ্রুপ এ আসেন তারা এখানে ভিড় জমাবেন না অহেতুক নিজেদের ক্ষতিসাধনে।
WHATSAPP GROUP LINK- ছাড়পত্রিয়ানস (CHARPATRIANS) 👈🏻 ক্লিক করুন
পড়ুনঃ- রহস্যময় গল্প পড়তে এখানে ক্লিক করুন ভালোবাসার গল্প পড়তে এখানে ক্লিক করুন
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে-
ফেসবুক Group - গল্প Junction
ফেসবুক- ছাড়পত্র
টেলিগ্রাম- charpatraOfficial
৫০+ টি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী। শিক্ষামূলক বাণী নেতাজী। নেতাজীর বাণী। netaji subhas chandra bose quotes in bengali .
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।