অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA

01. পৃথিবীতে সর্বমোট প্রায় ১১% মানুষ বাম হাত ব্যবহার করে লিখে থাকে।

02. বেশিরভাগ মানুষের উচ্চতা তার পিতার মত হয় এবং ভাবনা চিন্তা- বুদ্ধি, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা তার মায়ের মত হয়।

03. একমাত্র ভিডিও গেম খেলার সময় আমাদের মস্তিস্ক সবথেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

04. এই পৃথিবীর বেশিরভাগ মানুষের জন্ম মাস হল আগস্ট।

05. মিথ্যেকথা বলার সময় আমাদের নাক গরম হয়ে যায়।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
AMAZING FACTS IN BENGALI Image by Gerd Altmann from Pixabay

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

06. এই পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় চার জন লোক প্যান্ট পাল্টানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে মারা যায়।

07. আমরা খাবারের স্বাদ তখনই পাই যখন খাবার লালার সাথে মিশে।

08. একটি সর্বজনীন কম্পিউটারের কি- বোর্ডে টয়লেটের তুলনায় ৬০ গুন বেশি জীবাণু থাকে।

09. সেই সমস্ত লোকেরাই বেশি চাপে থাকেন এবং একাকীত্বে ভুগেন যারা বেশি বেশি চিন্তা করেন।

10. পৃথিবীর বেশিরভাগ মানুষ বিছানায় ঘুমাতে যাওয়ার ৭ মিনিটের মধ্যে ঘুমিয়ে যায়।

11. পৃথিবীর কেউই স্বপ্নের শুরু মনে রাখতে পারে না।

12. পৃথিবীর সর্বপ্রথম সেলফি ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের এক ব্যক্তি নিয়েছিল। এবং এই সেলফি নিতে তার সময় লেগেছিল প্রায় তিন মিনিট।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
পৃথিবীর প্রথম স্ব-চিত্র

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

13. ভালুকের ৪২ টি দাঁত থাকে।

14. পৃথিবীতে সমগ্র মানুষের যা ওজন সব পিঁপড়েরও প্রায় একই ওজন।

15. আপনি কি জানেন যে মশার ৪৭ টি দাঁত রয়েছে।

16. অস্ট্রিচের চোখ তার মাথার থেকেও বড় হয়ে থাকে।

17. আপনি জানলে অবাক হবেন যে, মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ায়। আর এর কারনেই মশা উড়ার সময় ভিন্ন ভিন্ন আওয়াজ আসে।

RELATED ARTICLES:-

প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI

আজব দম্পতি আজব বিয়ে

সৌরজগতের অজানা রহস্য

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

18. আমরা সকালবেলা ঘুম থেকে উঠার সময় স্বাভাবিকের তুলনায় প্রায় এক সেন্টিমিটার বেশি লম্বা হয়ে যাই।

19. লেবুতে স্ট্রবেরির থেকেও বেশি শর্করা থাকে।

20. মিক্সার মেশিনে যদি আপনি কিছু জিনিসের সাথে লবণ দিয়ে চালু করেন, তাহলে এর ব্লেড গুলি ধারালো হয়ে যায়।

21. মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে তোতলানো ভাব বেশি দেখা যায়।

22. এই পৃথিবীর ৮% মানুষের অতিরিক্ত পাঁজর রয়েছে।

23. নরওয়েতে বড়দিনের সন্ধ্যায় লোকেরা ঝাড়ু লুকিয়ে রাখে। কারণ তাদের মতে, ডাইনিরা তাদের ঝাড়ু নিয়ে যেতে পারে এবং এটিকে তারা উড়ে বেড়ানোর কাজে ব্যবহার করতে পারে।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
HALLOWEN Image by Ray Shrewsberry from Pixabay
<

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

24. বেশিরভাগ সময় আমাদের না বলতে পারা কথা গুলিই আমরা মেসেজের মাধ্যমে প্রকাশ করে থাকি।

25. পৃথিবীর ৮৫% উদ্ভিদ সমুদ্রের তলদেশে রয়েছে।

26. মহম্মদ নামটি এই পৃথিবীতে সবথেকে জনপ্রিয় নাম।

27. মানুষের জন্য প্রস্তুত করা গর্ভনিরোধক ওষুধগুলি গোরিলার উপরেও কাজ করে।

28. হাওয়াইয়ান বর্ণমালা মাত্র ১৩টি।

29. যদি আপনার মধ্যে ক্ষমা নামক গুনটি আছে, তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলির মধ্যে একজন।

30. একজন স্বাভাবিক মানুষ দিনে গড়ে প্রায় ১০ বার হাসে।

31. ইতালিতে মিকি মাউসের নাম টপোলিনো।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
মিকি মাউস Image by mohamed Hassan from Pixabay

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

32. চিনে আপনি কোনো ব্যক্তিকে ১০০ টাকা প্রতি ঘণ্টা হিসেবে আপনার হয়ে লাইনে দার করাতে পারেন।

33. আপনি কি জানেন যে, কাঁকড়ার রক্তের কোনো বর্ণ বা রং হয় না। অক্সিজেনের সাথে মিলিত হবার পরই তা নীল বর্ণ ধারণ করে।

34. আপনি কি জানেন যে খাবার গিলার জন্য পাখিদের মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োজন হয়।

35. ইংরেজি বর্ণমালার সবথেকে বেশি ব্যবহৃত অক্ষর বা বর্ণটি হল – ‘E’

36. পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হল- চিনা ম্যান্ডারিন, স্প্যানিশ এবং ইংরেজি।

37. বিড়ালের প্রতিটি কানে ৩২ টি মাংসপেশি থাকে।

38. অস্ট্রেলিয়ার পার্থ নামক শহরে হাওয়ার বেগ সবথেকে বেশি।

39. মানুষের সবথেকে ছোট্ট হাড় কানে থাকে।

40. বিড়াল তার জীবনের ৬৬% সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

41. সুইজারল্যান্ডের মানুষেরা বিশ্বের সবথেকে বেশি চকোলেট খায়। এখানে প্রতি ব্যাক্তি গড়ে বছরে প্রায় ১০ কেজি চকোলেট খেয়ে থাকে।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
CHOCOLATE Image by Wolfgang Eckert from Pixabay

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

42. সমীক্ষায় দেখা গেছে যে, দম্পতীদের মধ্যে সবথেকে বেশি ঝগড়া হয় টাকা নিয়ে।

43. আকাশের বজ্রপাতের তাপমাত্রা কত হতে পারে বলে আপনার মনে হয়? আপনি জানলে বিস্মিত হবেন যে, বজ্রপাতের তাপমাত্রা ৩০০০০ ডিগ্রী পর্যন্ত হতে পারে।

44. আমরা কোনোদিনই পুরো চাঁদকে দেখতে পাই না। আমরা কেবলমাত্র চাদের একটি পিঠ দেখতে পাই।

45. প্রাকৃতিক অবস্থায় মধু কোনোদিনও খারাপ হয় না।

46. অস্ট্রেলিয়া পৃথিবীর মধ্যে একমাত্র মহাদ্বীপ যেখানে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই।

47. বিশ্বের সবথেকে দীর্ঘতম রাস্তাটি হল- টরেন্টোর ইয়েঞ্জ ষ্ট্রীট। এই রাস্তাটির সর্বমোট দৈর্ঘ্য প্রায়- ১,৮৯৬ কিমি।

48. বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯০%- ই কিস করে।

49. প্রথমদিকে কোকাকোলায় কোকেইন মেশানো থাকত>

50. পৃথিবীর বেশিরভাগ পোকামাকড়ের ৬টি পা থাকে।

51. আপনি কি জানেন পূর্ব আফ্রিকায় কলা দিয়ে বিয়ার তৈরি করা হয়।

52. জানেন কি জিরাফের জিহ্বা কত লম্বা? জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এবং এর সাহায্যেই সে তার কান পরিষ্কার করে।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
জিরাফ Image by Dmitry Abramov from Pixabay

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

53. আবিস্কারের প্রথমদিকে অস্ট্রেলিয়াকে নিউহল্যান্ড বলা হত।

54. আপনি কি জানেন প্রতিদিন আমরা যত বার আমাদের চোখের পলক ফেলি তা প্রায় আধ ঘণ্টা চোখ বন্ধ করে থাকার সমান।

55. আপনি কি জানেন যে আমাদের পায়ে ২৬ টি হাড় থাকে।

56. একজন ব্যক্তির মস্তিষ্কে প্রায় ৭৮% ই জল।

57. আপনি যদি ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলিকে অবিছিন্ন ভাবে যোগ করে যান, তাহলে যোগফল হবে ৫০৫০। এই তথ্যটি মনে রাখবেন। কারণ বিভিন্ন পরীক্ষায় এটি জিজ্ঞাসা করা হয়।

58. স্পঞ্জে গরম জলের তুলনায় ঠাণ্ডা জল বেশি স্থায়ী থাকে।

59. পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় ৬০০০ বার বজ্রপাত হয়।

CAN ALSO READ:-

শিক্ষণীয় গল্প

রিলেশনশিপ টিপস 

60. উটের দুধ দিয়ে দই তৈরি করা যায় না।

61. হাতি ২৪ ঘণ্টায় মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমায়।

62. গরু সিঁড়িতে উঠতে পারে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে পারে না।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA
COW Image by DavidRockDesign from Pixabay

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

63. আপনি যেদিন জন্ম হয়েছেন, সেই দিনটিতেই প্রায় মিলিয়ন লোকের জন্মদিন।

64. ঘুমানোর সময় আমাদের শরীরে সবথেকে বেশি ক্যালোরি শক্তি খরচ হয়।

65. আপনি জানলে অবাক হবেন যে প্রতিটি মানুষ তাদের জীবনের সর্বমোট প্রায় ২৫ বছর সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

অজানা তথ্য মজার তথ্য UNKNOWN FACTS IN BENGALI OJANA SOB GHOTONA***

Spread the love

Leave a Reply