আজ আমরা জীবন নিয়ে উক্তি বা কিছু জীবনের নিয়ম জানতে চলেছি। জীবনে চলার পথ বড়ই কঠিন, এই কঠিন পথ পেরিয়ে যাওয়ার সময় অনেক চড়াই-উতরাই আমাদের কাছে চলে আসে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল না, এমনকি অতীত নিয়েও খুব একটা ভাবতাম না। কিন্তু যতই সময়ের নদী বয়ে চলে ততই জীবন অনেক অ্যাডভেঞ্চারে ভঁরে উঠে। এই অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে গেলে বা টিকে থাকতে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই আজ আমরা এই ব্লগের মাধ্যমে কিছু জীবনের নিয়ম বা জীবন সংক্রান্ত উপদেশ জানব।

জীবন নিয়ে উক্তি।। শিক্ষামূলক বাণী RULES OF LIFE

১. অতীত আপনার  সাথে খারাপ ব্যবহার করার আগেই তার সাথে সমঝোতা করুন।

২. সবসময় সদয় মনের অধিকারী হন, নির্দয় তো শয়তানেরা হয়।

৩. কঠিন জিনিস করার চেষ্টা করুন। আপনার যদি মনে হয় যে, আপনি পাড়বেন না তবুও চেষ্টা করুন। কারণ কঠিন চেষ্টা করলেই সহজ আরও বেশি সহজ হয়ে যাবে।

৪. উদার মনোভাবাপন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়ার চেষ্টা করুন।

৫. কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। কারণ এই একটা শব্দই পরবর্তীতে আরেকটি সাহায্য পাওয়ার পথ প্রসস্থ করে।

৬. অপরের জন্য নয়, নিজের জন্য উঠে দাঁড়ান।

৭. আপনার বেশি টাকা না থাকলেও, টাকা বাঁচানোর চেষ্টা করুন। কারণ বর্তমান দিনে বাঁচা-মরার লড়াইটা টাকার উপর নির্ভরশীল। সহানুভূতি, শান্তনা, আদর এগুলি দিয়ে টিকে থাকা যাবে না। পৃথিবীটাই এখন টাকার দিকে ঘুরছে।

৮. অবিচ্ছিন্ন উন্নতির জন্য নিজে প্রতিশ্রুতিবদ্ধ হউন। আমি এটা করব তো করবই, এই মনোভাব নিয়ে এগিয়ে চলুন

৯. পরাজয়কে সবকিছুর শেষ নয়, শুরু হিসেবে দেখুন।

জীবন নিয়ে উক্তি MOTIVAIONAL QUOTES BENGALI
জীবন নিয়ে উক্তি MOTIVAIONAL QUOTES BENGALI

১০. “আমি ধরে নিলাম, সম্ভবত, হয়ত” এই সব শব্দ দিয়ে গঠিত, এমন ভাবনা ত্যাগ করে, প্রশ্ন করতে শিখুন। প্রশ্ন করলে তবেই না আপনি উত্তর পাবেন।

১১. চাপ নিতে শিখুন।

১২. অপরিচিতের সাথেও এমন আচরণ করুন, যেন মনে হয়, আপনারা আগে থেকেই পরিচিত। এতে আপনার ব্যবহারের স্বচ্ছতা প্রকাশ পাবে।

১৩. সর্বদা মনে রাখবেন, আপনার বর্তমান খুশির পেছেন আপনার অবস্থান, বা power নয় বরং মানুষের সাথে ভালবাসা এবং শ্রদ্ধার হাত রয়েছে। আপনার পজিশন সেটাতো কেবলমাত্র একটা সংখ্যা।

১৪. নিজের স্বপ্নকে অনুসরণ করতে শিখুন। আপনার যদি স্বপ্ন আছে আপনি একজন ভালো ডেভলপার হবেন, তো সেই স্বপ্নই যেন আপনার একমাত্র লক্ষ্য হয়, অনেক স্বপ্ন দেখে, মাঝ-দরিয়াতে নিজেকে ডুবিয়ে দিবেন না।

১৫. নিজের প্রতি বিশ্বাস রাখুন। যদি মনে হয়, আপনি ভুল করছেন, তাহলে তা যাচাই করুন, কোথায় ভুল হচ্ছে।

১৬. শরীর সুস্থ রাখতে একটু খেলাধুলাও করুন।

১৭. বিশ্বস্ত সঙ্গী হওয়ার চেষ্টা করুন। কারণ বিশ্বাসই মেলায় বস্তু।

১৮. Hard Work করার পাশাপাশি Smart Work- ও করতে শিখুন। তবে অতিরিক্ত Smart হতে যাবেন না।

জীবন সংক্রান্ত উক্তি
জীবন সংক্রান্ত উক্তি শিক্ষামূলক বাণী

১৯. আপনি যেটুকুই জানেন, সেটুকুই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার বিশ্বাস থাকে, আপনি যা বলছেন সেটি ঠিক, তাহলে অপরজনেরা ইগ্নোর করলেও নিজের কাজে অবিচল থাকুন। কারণ কেউতো আছে, যে আপনার কথা পছন্দ করে। পৃথিবীর সবাই আপনাকে অবহেলা করতে পারেনা।

২০. ক্ষমা করতে শিখুন, মানুষ মাত্রই তো ভুল হয়। তবে বাড়বার ভুল করার পরেও ক্ষমা করে দিয়ে, নিজের Attitude-কে বিসর্জন দিতে যাবেন না। কারণ জীবনে Self-respect এরও দরকার আছে।

২১. মানুষকে প্রয়োজনের অতিরিক্ত কিছু দিতে যাবেন না, প্রয়োজনের অতিরিক্ত কিছু দিলে তারা আপনাকে অবহেলার চোখে দেখতে শুরু করবে।

২২. নিজের কাজের জন্য নিজেই গর্ববোধ করুন। হিংসা করার জন্যতো অন্যরা আছেই। তবে কাজ যেন সমাজের কাছে গৃহীত হয়। চুরি করে গর্ববোধ করা নির্বুদ্ধিতার পরিচয়।

২৩. সর্বদা নিজের সেরা দেওয়ার চেষ্টা করুন। কারণ কখন কে, কোথায় আপনার উপর নজর রাখছে, সেটি কেউ জানেনা।

২৪. বানিয়ে বানিয়ে মিথ্যে নয়, সত্য কথা বলতে শিখুন।

২৫. নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করুন। মানুষ আপনার উপর আস্থা বাড়াবে।

শিক্ষামূলক বাণী
শিক্ষামূলক বাণী জীবন সংক্রান্ত উক্তি
<

২৬. সবসময় সাধারণ ভাবে ঘুরুন। উচ্চ-বিলাসীর মত ঘুরবেন না। কারণ যখন আপনি অনেক বেশি সো-অফ করবেন তখন মানুষ আপনাকে দেখে অবাক হবে, কিন্তু আপনি যদি সাধারণভাবে ঘোরাফেরা করেন তাহলে মানুষ আপনার প্রেমে পড়ে যাবে।

২৭. পুরাতনকে নিয়ে আঁকড়ে ধরে নয়, নতুন জিনিসও একটু চেষ্টা করে দেখুন। চেষ্টা করুন নিজেকে আপডেট করার।

২৮. ছোট ছোট খুশি গুলিকে ইগ্নোর করবেন না। এগুলিকেও হাসি মুখে বরণ করুন।

২৯. প্লিজ বলতে এবং ধন্যবাদ জানাতে শিখুন।

৩০. বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।

৩১. নম্র হওয়ার চেষ্টা করুন। রুঢতার তুলনায় মানুষ নম্রতার বেশি কদর করে।

৩২. কিছু বলার না থাকলেও চুপচাপ শুনে যান। অজানাকেও জানতে পাড়বেন।

৩৩. ধার করা জিনিসকে ফিরত দিতে শিখুন। সম্পর্ক ভাল থাকবে।

৩৪. একজন ভাল শ্রোতা হওয়ার চেষ্টা করুন, বেশি কথা বলতে যাবেন না।

৩৫. মুখে হাঁসিটা রাখার চেষ্টা করুন। তবে চরম মুহূর্তে হাঁসতে গিয়ে নিজের বোকামির পরিচয় দিতে যাবেন না।

৩৬. জল যতই পরিষ্কার হোক না কেন, একসময় সেই জল কাঁদায় মিশে গিয়ে নোংরা হয়ে যায়। জীবন যে স্বচ্ছ নয়, জীবনে সবসময় যে সুখের রাজত্ব নয়, এই কথাটি বুঝতে শিখুন।

rules of life  জীবন নিয়ে কিছু উক্তি
rules of life জীবন নিয়ে কিছু উক্তি শিক্ষামূলক বাণী

৩৭. যা হবে দেখা যাবে, এই ভাবনা ত্যাগ করে, ভবিষ্যৎ নিয়ে আজই ভেবে রাখুন। আজ গাছ লাগালে, সেই গাছ ভবিষ্যতে ফল দিবে। কিন্তু গাছ না লাগিয়েই ফল পাওয়ার আশা করবেন না।

৩৮. অযৌক্তিক ঝগড়া করবেন না। যুক্তি সম্পন্ন কথা বলুন।

৩৯. শুকনো কলসি বাজে বেশি। তাই যারা অতিরিক্ত অস্বাভাবিক কথা বলে, তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সে আসলে কিছুই জানে না। নিতান্ত ভাট বকছে।

৪০. কারও প্রতি অভিযোগ জানাবেন না। তাকে তার কাজ করতে দিন। আপনার কথা শোনার মত অবস্থা তার নেই।

৪১. কেউ ভুল করলে তাকে একবার ধরিয়ে দেওয়ার পরও, যদি সে আবার সেই ভুলটি করে তাহলে দ্বিতীয়বার তাকে আর ভুল ধরিয়ে দেওয়ার দরকার নেই, কারণ সে আপনাকে ও আপনার কথাকে গুরুত্ব দেয়না। আর যেখানে আপনার কোনো গুরুত্ব নেই, সেখানে পদার্পণ না করাই শ্রেয়।

৪২. নিজেকে সময় দিতে শিখুন। কিছুটা সময় একাকী কাটান।

৪৩. আপনার যদি মনে হয় যে, আপনি ভুল করেছেন তাহলে স্বীকার করুন। কিন্তু যদি আপনার নিজেকে, ভুল মনে না হয় তাহলে নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন।

জীবন নিয়ে উক্তি
জীবন নিয়ে উক্তি Image by Catkin from Pixabay

৪৪. যার কাছ থেকে যতটা নিয়েছেন তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করুন। এতে সে আপনার উপর সন্তুষ্ট হবে।

৪৫. বিশ্বাস করার চেষ্টা করুন। তবে বিশ্বাস ভঙ্গকারীকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না। ক্ষতির পরিমাণ বাড়বে।

৪৬. প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করুন। ভাল কাজ করলে মন ভাল থাকে।

৪৭. সবসময় সমাধানের অংশীদার হওয়ার চেষ্টা করুন। সমস্যা সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

আরও পড়ুনঃ-

স্বামী বিবেকানন্দ এবং চাণক্যের বাণী

বিখ্যাতদের সফলতার গল্প 

বাংলা নীতিকথার গল্প

৪৮. কেবলমাত্র প্রয়োজনের সময়ই মানুষ আপনার স্মরণে আসলে এতে খারাপ পাওয়ার কিছুই নেই, কারণ তারা আপনাকে বিশ্বাস করে যে, কেবলমাত্র আপনিই তাকে সমস্যা থেকে বেড়োতে সাহায্য করতে পারেন। আপনার গর্ব হওয়া উচিত, কারণ তারা তাদের অসময়ে আপনার কাছে সাহায্য চেয়েছে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব তাকে সাহায্য করার।

৪৯. টাকার জন্য খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে যাবেন না। কারণ আপনার জীবনের হাসি-খুসি থাকার  প্রায় ৯৫% সঠিক বিবাহের উপরেই  নির্ভরশীল। কুঁড়ে ঘরে বসবাস করলেও সেই ঘরে যদি শান্তি বজায় থাকে, এবং দশতলা বাড়িতে বাস করলেও সেখানে যদি নিয়মিত অশান্তি থাকে, তাহলে সেটি কোনো কাজেরই নয়।

এই জীবন নিয়ে উক্তি গুলি আপনাদের কেমন লাগল তা জানাতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন অজানা বিষয় জানতে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না।

Spread the love

Leave a Reply