আজ নাহয় গল্পের পরিবর্তে পাঁচটি আবেগি প্রেমের কবিতা পড়ুন। আপনার লেখা কিভাবে পাঠাবেন, সেই সম্পর্কিত নির্দেশ এই কবিতা গুলির শেষে রয়েছে।

আবেগি প্রেমের কবিতাঃ-

প্রেমের কবিতা- ০১

ভালোবাসা

বুলা বিশ্বাস

বড় জানতে ইচ্ছে হয়-
বিরহজ্বালা যদিও বা সয়,
বিচ্ছেদ কি সয়?
প্রেম কি শুধুই খেলা;
ধরা দিয়েও দেয় না ধরা-
এ যে কেবলই যাতনাময়।
আড়ালে থেকে, অনুভবে মাতে,
প্রেমের আবির গায়েতে মেখে
মনে মনে খুশি হতে ভালো লাগে,
দু’জনাতে যদি একসাথে মাতে
তবে তা মধুর হয়;
বিপরীতে, এ কি আত্মসুখ নয়?

ভালোবাসা পেতে বড় মন চায়
পূর্বরাগের রেশ অনুরাগে যায়;
মাঝেতে পর্ব গুটি গুটি আসে
বহমান প্রেম হাঁটে তারই পাশে
মধুর রসে জারিত হয়ে,
মুখোমুখি বসে রয়।
দুটি হৃদয়ের সম্পৃক্ততায়
প্রেম যে রচিত হয়।।


আবেগি প্রেমের কবিতা
আবেগি প্রেমের কবিতা

আধুনিক প্রেমের কবিতাঃ- ০২

তোমায় মনে পড়ে

সৌগত প্রামাণিক

এ বদ্ধ ঘরের অন্ধকারে
শব্দহীনের নীরব চেতন-
পেয়ে যাই যে স্কন্দকাটা
স্মৃতির ভূতের বিলক্ষণ।
আধ-খাওয়া সেই কষ্টগুলো
গুমড়ে জাপটে ধরে,
চোখের জলে ভেজা রাতে
তোমায় মনে পড়ে।
কেমন যেন ছন্নছাড়া
আমার নিত্যদিন,
স্বপ্ন খুনের সাক্ষী আছি,
মরছি প্রতিদিন।

কেন হলো এ ভাটার খেলা!
তুমি কারোর জোয়ারে
বুকের বাঁদিকে ব্যথার কারণ
তোমায় মনে পড়ে।
রোজ রাত্রিতে বাড়ি ফিরে
যখন যাই কলঘরে,
চোখ ঝাপটেও ভুলতে পারি না
শুধু তোমায় মনে পড়ে।
বাইকের সিটে বসলে যখন
প্রনয়কেলির সাথে,
সেই বিনুনি ঝুলছে তখন
সেই নীল কুর্তিতে।
ভাবতে পারিনি বিশ্বাসটি
এমন রক্তিম করে,
অবশেষে এসব ভেবেও
তোমায় মনে পড়ে।
রাত্রি বড়ো কুহকিনী
অমোঘ আঁধার মাঝে ,
একাকী মোড়ে খেলনা বেচি
ভালো অভিনয়ের সাজে।
অর্ধমৃত্যু মনের খোরাক,
পূর্ণ দেহের ঘোরে
আজও কাঁদি তোমায় ভেবে
তোমায় মনে পড়ে।।

আধুনিক প্রেমের কবিতাঃ- ০৩

পারলাম না

সৌগত প্রামাণিক

আমি তোমায় ভালোবাসি,
কি করবো বলো !
পারলাম না বোঝাতে তোমায়,
তুমি ভীষণই ভালো।
আরে ভালোবাসা তো শুধু নয়,
হৃদয়ের পশর ছিলে
কীভাবে বাঁচবো বলো
তোমায় একা ফেলে!!

তুমি হয়ত একা থাকবে না,
দ্বিতীয় একজন পাবে
তবে আমার মতো হৃদয় জুড়ে
সে কি ভালোবাসবে?
পারলে আবার, ফিরে এসো
যেওনা অনতিদূরে,
আমার হৃদয় টুকরো হয়েছে
তুলে নাও মুঠো করে।।


পড়ুনঃ- স্ব-রচিত বাংলা কবিতা 

আবেগি প্রেমের কবিতাঃ- ০৪

অবুঝ প্রেম

সারাদিন কত্ত জনের খোঁজ পাই,
কিন্তু তার মাঝে তুমি নাই।
হয়ত এখনও অভিমান করে আছ,
হয়ত এখনও সেই পুরনো কথা মাথায় তুলে নাচো।
জুড়তে চেয়েছিলাম আবার, আমাদের প্রেম কাহিনী,
ভগ্ন হৃদয় নিয়েও সে চেষ্টার কোন সীমানা রাখি নি।
ভেবেছিলাম, নয়নে যতনে সাজাব তোমারে,
কিন্তু তোমার অভিমান যে, বারংবার তোমায় পিছু টানে।
খোঁজার যে চেষ্টা করি না তোমায়, তা কিন্তু নয়!
আসলে তোমার কাছে আমার প্রেম টা,
নেহাতই ছেলে-খেলা মনে হয়।

অবহেলার আসনে প্রেম কে আমার দিলে তুমি ঠাই,
তোমার মনে আমার জন্য নাকি আর কোন অনুভূতি নাই।
হয়ত তুমি বোঝো নি, আমার এই নিঃস্বার্থ প্রেম,
তোমার কাছে আমি তো নেহাতই ভিডিও গেম!

আধুনিক প্রেমের কবিতা
আধুনিক প্রেমের কবিতা

Bengali emotional love poem:- ০৫

তুমি তো ছিলে

সৌগত প্রামাণিক

তুমি তো ছিলে, চোখের পরে
মনের আবডালে,
আলতো রূপের জোৎস্না মাখা
বুঁদ হয়ে থাকা খেয়ালে।
তুমি তো ছিলে, সামনের সিটে
মায়াবী হরিনী বেশে-
ওই কাজল ভরা আঁখিদুটি
হেনেছে বক্ষে এসে।
তুমি তো ছিলে, জানলার পারে
নিঃস্পস্পন এক ময়ূরী,
রঙিন পালকে থাকি অপলকে
আহা! কি অপরূপ সুন্দরী!
তুমি তো ছিলে, রজনীগন্ধা
গন্ধরসের পদ্মিনী,
পথের ক্লান্তি মুছিয়ে দিয়ে
স্বর্গের এক সৌরসেনী।
তুমি তো ছিলে, প্রেমের শব্দ
এ অন্তরে ঝুমুর লয়ে-
সুর-ধ্বনি পায়েল ছুঁয়েছে
মদিরার ত্রিতালে।

তুমি তো ছিলে, অন্য স্থানে
কোনো জাতিস্মরে
যুগের পর যুগ কেটেছে
তোমারই অবসরে।
তুমি তো ছিলে, মন-মাধুরী
মনের কোনো দোয়েল-
স্বল্প আঁচে গল্প আছে
নিঃশব্দ এক ঘায়েল।
তুমি তো ছিলে, একটু আগে
স্টেশনের এই চত্বরে
আমি বোধ হয় হারিয়ে ফেললাম
আমার গল্পের অন্দরে।
তুমি তো ছিলে, অচিন পাখি
এ মনের মানুষ হয়ে
খাঁচাতে রাখার সময় হেরেছে
উড়েছ ফাঁকি দিয়ে।
তুমি তো ছিলে, কথা হলো না
শব্দ ঋণের ভয়ে,
প্ল্যাটফর্মের আওয়াজ শুনে
বিরহের তান ছেয়ে।
তুমি তো ছিলে, থাকো যেখানেই
ভালো থেকো, থেকো খুব সুখে
আমার অন্তর ভাষা শিখেছে
তোমার না বলা মুখে।

bengali emotional love poems
bengali emotional love poems
<
পড়ুনঃ- প্রেমের কবিতা 

অসাধারণ সব ভালোবাসার গল্প পড়ুন 
গল্প পাঠাতে পারেন- charpatrablog@gmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে।
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত। গল্পটির ভিডিও বা অন্য কোনো মাধ্যমে অন্যত্র প্রকাশ আইন বিরুদ্ধ। ছাড়পত্র এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।

আপনাদের ছাড়পত্রকে পাবেন যেখানে- 
ফেসবুক Group - গল্প Junction 

ফেসবুক- ছাড়পত্র

টেলিগ্রাম- charpatraOfficial

WhatsApp Group- ছাড়পত্র (২)

আবেগি প্রেমের কবিতা। আধুনিক প্রেমের কবিতা। new bengali emotional love poems

Spread the love

Leave a Reply