ফোবিয়া কি? ফোবিয়ার ধরণ
Phobia কথাটি হয়ত আপনি নিশ্চয়ই শুনেছেন। এই কথাটির বাংলা অভিধানিক অর্থ হল- “আতঙ্ক” বা ভয়। একটি সার্ভে অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 9% মানুষ বিভিন্ন ধরনের ফোবিয়াতে আক্রান্ত। আসলে ফোবিয়া হল একপ্রকারের মানসিক অসুস্থতা। সাধারণত ছেলেদের তুলনায় মেয়েরা ফোবিয়াতে বেশি আক্রান্ত হয়ে থাকে। আর এর ফলে অনেকেরই হৃদ স্পন্দনের মাত্রা বেড়ে যায়, অনেকেই আবার প্রচণ্ড ঘেমে যায়। আবার অনেকেই কোনো অস্বাভাবিক কিছু অনুভব করে। ফোবিয়া বলতে, আসলে কোনো বিষয় বা বস্তু বা অন্য কিছু দেখে ভয় পাওয়াকে বোঝায়।
ফোবিয়া কি? ফোবিয়ার ধরণ list of phobia phobia a-z ফোবিয়া কত প্রকার ফোবিয়ার উদাহরণ
এমন অনেক ফোবিয়া আছে যেটি মানুষের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। আজকের এই ব্লগটিতে আমরা জানতে চলেছি, বিভিন্ন প্রাকারের ফোবিয়ার ধরন, তাদের নাম তাদের বৈশিষ্ট। আর হ্যাঁ আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ব্লগটি আপনার খুবই কাজে আসতে পারে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এই ফোবিয়া রিলেটেড প্রশ্ন সচরাচর দেখাই যায়। তাই আপনি এই ব্লগটিকে সেভ করে রাখতে পারেন, ভবিষ্যতে একটু ঝালিয়ে নেওয়ার জন্য।
Achluophobia-
এরকম অনেক মানুষ বা ব্যাক্তি আছে যারা অন্ধকারকে বাঘের থেকেও বেশি ভয় করে। যদিও আমি মনে করি এই ফোবিয়াটিতে কম-বেশি অনেকেই আক্রান্ত রয়েছে। সুতরাং Achluophobia হল অন্ধকার দেখে ভয়।
Acrophobia-
এই ফোবিয়াতে আক্রান্ত ব্যাক্তি সামান্য উচ্চতা দেখেই চেঁচিয়ে উঠে। সামান্য উচ্চতাতেই এরা তাদের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পড়ে যাওয়ার মত অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ Acrophobia হল- উচ্চতা দেখে ভয়।
Aerophobia-
যখন মেলাতে আমরা নাগোরদোলনায় উঠি তখন আমরা কম-বেশি প্রায় সবাই এই ফোবিয়াতে আক্রান্ত হয়ে পড়ি। কিন্তু সেটি স্বাভাবিক। এমন অনেক ব্যক্তি আছেন, যারা কোনো উড়ন্ত জিনিস যেমন- হতে পারে বিমান বা অন্য কিছুতে উঠতেই ভয় পান। অর্থাৎ তাদের মধ্যে যে ভয়টি কাজ করে সেটি হল উড়ার বা fear of flying এর ভয়।
Amaxophobia-
গাড়িতে উঠতে কে ভয় পায় ভাই? হুম তবে আমার একজন পরিচিত আছেন যে, গাড়িতে উঠতে ভয় পায়, তারজন্য সে সর্বদা মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। সুতরাং- Amaxophobia হল গাড়িতে উঠতে ভয় পাওয়া।
Androphobia
অনেকেই আছেন যারা ছেলে অর্থাৎ পুরুষ দেখলেই ভয় পায়। কোনো ছেলে তার সামনে আসছে দেখলেই তার হৃদস্পন্দনের মাত্রা অনেকগুন বেড়ে যায়। সুতরাং- Androphobia হল এমন এক ধরনের ফোবিয়া যেখানে আক্রান্ত ব্যক্তি ছেলে দেখলেই ভয় পায়। সাধারণত মেয়েরা এই ফোবিয়াতে বেশি আক্রান্ত হয়ে থাকেন।
Anthrophobia-
ফুল দেখে কে ভয় পায়? আমার তো মনে হত ফুলকে ভালোবাসেনা এমন মানুষ পৃথিবীতে নেই। কিন্তু এমন মানুষও পৃথিবীতে আছে। তাহলে ভাবুন এই মানুষগুলি কতটা শক্ত হৃদয়ের। এরা ফুল দেখলেই ভয় পায়।
Anthropophobia-
এই ফোবিয়াতে আক্রান্ত ব্যাক্তি সমাজের কাছে মুখ দেখাতে ভয় পায়। সবসময় সমাজ থেকে নিজেকে দূরে রাখতে চায়। সাধারণত যারা বেশিরভাগ সময় ঘরে কাটায়, বাইরের জগতের কাছে খুব একটা পরিচিত নয় তারা এই ফোবিয়াতে আক্রান্ত হয়। অর্থাৎ Anthropophobia হল সমাজের সাথে বা সমাজের মানুষের সাথে মেলামেশা করার ভয়।
ফোবিয়া কি? ফোবিয়ার ধরণ list of phobia phobia a-z ফোবিয়া কত প্রকার ফোবিয়ার উদাহরণ
Bibliophobia-
এটি এমন একধরনের ফোবিয়া যেখানে মানুষ বই, দেখলেই ভয় পায়। আমি তো ভাবি তাহলে এরা কি পড়াশোনা করে না!
Botanophobia-
এই ফোবিয়াতে আক্রান্ত মানুষ গাছ দেখে ভয় পায়। তারা গাছের দিকে তাকালেই তাদের মনে হয় যেন, গাছ তাদের উপর এসে পড়বে ইত্যাদি ইত্যাদি।
Chronophobia-
এদের মনে সবসময় একটা ব্যস্ততা ভাব লক্ষ্য করা যায়। এরা কোনো কাজ করার টার্গেট নিয়ে বাড়বার ঘড়ি দেখতে থাকে, সময় যতই এগিয়ে যায় তাদের রক্ত প্রাবাহের মাত্রাও ততই বাড়তে থাকে, এবং তারা ইতস্তত বোধ করতে থাকে। সুতরাং, Chronophobia হল সময় দেখে ভয়।
Cynophobia-
পাড়ার গলির মোড়ে শুয়ে থাকা কুকুরটাকে দেখে কে না ভয় করে? কুকুর দেখলেই কেমন যেন একটা পালাই পালাই ভাব। Cynophobia হল কুকুর দেখে ভয় পাওয়া।
ফোবিয়া ফোবিয়া কত প্রকার ফোবিয়ার উদাহরণ
Elurophobia–
বেড়ালের মত কিউট প্রাণীকে দেখে ভয়, ভাবা যায়? এমনও ব্যক্তি পৃথিবীতে আছে ভাবা যায়? Elurophobia হল বিড়াল দেখে ভয় পাওয়া।
Gamophobia-
হে হে হে, এখনকার দিনে ক্লাস six পড়া মেয়েটাও তার বাবুর জন্য শিবের মাথায় জল ঢালে, বাবু যেন ভাল থাকে, কারণ বাবুই হবে তার জীবনসঙ্গী। এমতাবস্থায় আপনাকে যদি বলা হয় এমনও মানুষ আছে যারা বিয়ে করতেই ভয় পায়, তাহলে আপনার কি মনে হবে। এমনও মানুষ আছে যারা বিয়ে করা তো দুরের কথা, বিয়ের নাম শুনলেই বেপাত্তা হয়ে যায়। সুতরাং Gamophobia হল বিয়ে করতে ভয় পাওয়া।
YOU MAY LIKE-
Gynophobia-
কি ভাই পাড়ার বৌদির উপর খুব ক্রাশ খাচ্ছিস তাই না? আপনি কি জানেন যে, এমন অনেক ছেলে আছে যারা মহিলাদের দেখেই ভয় পায়, এই ফোবিয়াটিকে বলা হয়- Gynophobia.
Mageirocophobia-
এই ফোবিয়াটি শুধুমাত্র তাদের জন্য যারা রান্না করতে ভয় পায়। রান্না না করার জন্য নিত্য নতুন চাল-চালতে থাকে।
Necrophobia-
এই ফোবিয়াতে আক্রান্ত ব্যক্তি মৃত কোনো কিছু দেখলেই ভয়ে আঁতকে উঠে, হতে পারে সে কোনো মৃত পিঁপড়ে বা গাছ।
Nosocomephobia-
অনেকেই আছেন যারা কোনো অসুখ হলে, হসপিটালে যেতে ভয় পান। এই রোগটিতে বেশিরভাগ আক্রান্ত ছিলেন আমাদের দাদু-দিদারা।
Pedophobia-
একটি বাচ্চা শিশুকে দেখে ভয় পাওয়াই হল- Pedophobia।
Philophobia–
ধরুন আপনাকে একজন প্রপোজ করল, এবং আপনাকেও তার ভাল লাগে এবং আপনারা রিলেশনে জড়িয়ে গেলেন। কিন্তু এমনও অনেক মানুষ এই পৃথিবীতে আছেন, যারা বারং-বার প্রপোজাল পেয়েও ইগনোর করেছেন। আসলে তারা চান না যে, তারা কোনো রিলেশনে জড়ান। Philophobia হল এমন একটি ফোবিয়া যেখানে আক্রান্ত ব্যক্তি ভালবাসতে বা relationship-এ জড়াতে ভয় পান।
আচ্ছা আপনি কি কোনোদিনও কারও কাছে থেকে proposal পেয়েছিলেন? জানাতে ভুলবেন না কিন্তু।
যারা ঘুমাতে ভয় পান তাদের বলা হয়- Somniphobia.
যারা স্কুলে যেতে ভয় পান তারা Scolionophobia –তে আক্রান্ত।
Injection দেখে ভয় পাওয়াকে বলা হয়- Trypanophobia
সুন্দর মেয়ে দেখে ক্রাশ না খেয়ে উল্টে তাকে দেখে ভয় পাওয়াকে বলা হয়- Venustraphobia
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।