প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI
- একটি গরু তার জীবদ্দশায় প্রায় ২০০০০০ গ্লাস দুধ দেয়।
- একটি পূর্ণ বয়স্ক জিরাফের হৃৎপিণ্ডের ওজন গড়ে প্রায় ২৬ পাউন্ড।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- আপনি জানলে অবাক হবেন যে, একটি প্রাপ্তবয়স্ক কেন্নোর ২৪ ঘণ্টা জলে ভেসে থাকার ক্ষমতা আছে।
- পাখিদের ঘর্ম গ্রন্থি না থাকায়, তারা কোনোদিনও ঘামে না।
- পৃথিবীতে প্রায় ৭৫০০০০০০ টি ঘোড়া আছে।
- আপনি জানলে অবাক হবেন যে, মেরু ভাল্লুকের ২০ মাইল পর্যন্ত ঘ্রাণ গ্রহণ করার ক্ষমতা রয়েছে।
- পৃথিবীর বেশিরভাগ শামুক উভয়লিঙ্গ বা hermaphrodites. অর্থাৎ তাদের একজনের শরীরেই পুরুষ এবং মহিলা oragan রয়েছে।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- আরশোলা প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ২৫ বার তার গতিপথ পরিবর্তন করতে পারে।
- যদি কোনো গলদা চিংড়ি কোনো কারন বশত তার একটি চোখ বা শুঁড় হারিয়ে ফেলে, তাহলে তার শরীরে আরেকটি নতুন চোখ সৃষ্টি করে নেয়।
- এই পৃথিবীতে প্রায় ১৯ মিলিয়ন উট রয়েছে।
- পৃথিবীর সবথেকে দ্রুতগতি সম্পন্ন পাখিটির নাম হল- Peregrine Falcon। এই পাখিটির প্রতি ঘণ্টায় প্রায় ২০০ মাইল বেগে উড়ার ক্ষমতা রয়েছে।
- একটি মশা গড়ে প্রায় দু’সপ্তাহ বাঁচে।
- ইউরোপে সারসকে জন্মাহারের প্রতীক মানা হয়।
- ক্যাঙ্গারুর একটি প্রাজাতির দৈর্ঘ্য মাত্র ২.৫ সেন্টিমিটার (জন্মের সময়)
- আপনি কি জানেন, এই পৃথিবীর সমস্ত কুকুর গুলিই আসলে নেকড়ের বংশধর! আর এই নেকড়ে গুলি আজ থেকে প্রায় ১৫,০০০ বছর আগে পূর্ব এশিয়াতে বসবাস করত।
- একটি পিঁপড়ের গড় আয়ুষ্কাল কত জানেন? ৯০ দিন বা ৩ মাস।
- কখনো কি আপনার মাথায় এমন প্রশ্ন এসেছে, মৌমাছি কত স্পীডে উড়ে বেড়ায়? মৌমাছি গড়ে প্রায় ঘণ্টায় ১৫ মাইল বেগে উড়ে বেড়ায়।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- আপনি জানলে অবাক হবেন যে, ভেড়া তুষারপাতেও প্রায় ২ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে।
- পিঁপড়ে তার ওজনের থেকে ৫০ গুন ভারী পদার্থ বা বস্তু তুলতে পারে। তার ওজনের থেকে ৩০ গুন ভারী পদার্থ বা বস্তুকে টেনে নিয়ে যেতে পারে।
- আপনি কি কোনোদিনও গোলাপি রঙের ডলফিন দেখেছেন? আমাজনের জঙ্গলে একপ্রকার ডলফিন দেখা যায়, যাদের রং গোলাপি।
- আপনি কি জানেন তিমির চোখ কত বড়? তিমির চোখ একটি জাম্বুরার মত (grapefruit) বড়।
- আপনার বাড়ির পোষা বেড়ালটি তার জীবনের প্রায় ৭০% সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।
- আপনি জানলে অবাক হবেন যে, একটি হাঙ্গর কিছু না খেয়েই টানা ৬ সপ্তাহ বেঁচে থাকতে পারে।
- আপনার কি মনে হয় পৃথিবীর কোন প্রাণীর গলার আওয়াজ সবথেকে বেশি তীব্র? এই পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে নীল তিমির আওয়াজ সবথেকে বেশি তীব্র। নীল তিমির ডাক প্রায় ১৮৮ ডেসিবল পর্যন্ত উঠে যায়।
- চার পা বিশিষ্ট অন্যান্য প্রাণীদের মত ক্যাঙ্গারু পেছন দিকে হাঁটতে পারে না।
- ডলফিনের এমন কিছু প্রজাতি আছে, যারা একটি চোখ বন্ধ রেখে এবং অপর চোখটি খোলা রেখে ঘুমায়।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- আপনার শুনলে হাসি পাবে যে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় বাদুড়ের মলকে গান পাউডার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
- ভ্যাম্পায়র বাদুর বা রক্তচোষা বাদুড় হল পৃথিবীর একমাত্র বাদুড় যারা কেবলমাত্র রক্ত খেয়ে বেঁচে থাকে।
- বেশিরভাগ বাদুড় কলোনির মহিলা বাদুড়েরা প্রায় একই সময়ে সন্তান জন্ম দেয়। সত্যি কি টাইমিং তাই না!
- একটি নীল তিমির বাচ্চা দিনে গড়ে প্রায় ৩৮০- ৫৭০ লিটার দুধ পান করে।
- একটি গরু প্রতিদিন প্রায় ১২৫ গ্যালন গ্যাস ছাড়ে।
- আপনার বাড়ির পোষা গরুটি বেশি দুধ দিচ্ছে না? দুধ দোয়ানোর সময় তাকে গান শোনান। গবেষণায় জানা গেছে যে, বেশিরভাগ গরু গান শোনালে বেশি বেশি দুধ দেয়।
- আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতই প্রতিটি বেড়ালের নাকের ছাপও আলাদা আলাদা।
- আপনি জানলে অবাক হবেন যে, একটি শামুক একটানা ৩-৪ বছর ঘুমিয়ে থাকতে পারে। শামুক সাধারণত একটানা কয়েক সপ্তাহ ঘুমিয়ে কাটায়। আর বেশিরভাগ সময়ই এরা কোনো গোপন জায়গায় লুকিয়ে ঘুমায়। যাতে কেউ তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে।
- আপনি কি জানেন, শুঁয়োর পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। আপনি একটি শুয়োরকে ডান্স শিখাতে পারবেন, তাদেরকে কোনো রেসের জন্য প্রস্তুত করতে পারবেন, এবং সবথেকে বড় কথা- শুঁয়োর তার ঘ্রাণ শক্তির দ্বারা লুকিয়ে রাখা ল্যান্ডমাইনকে খুঁজে বের করতে পারে। আর আপনি যদি এদেরকে ভালোমত প্রশিক্ষণ দেন, তাহলে এরা খুব ভালোমত ভিডিও গেমও খেলতে পারে।
- শুঁয়োর যতই চেষ্টা করুক না কেন সে কোনোদিনও আকাশের দিকে তাকাতে পারে না। কারন তাদের চোখ তাদের মাথার পাশে থাকে।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- একটি মোল এক রাত্রেই প্রায় ৩০০ ফুট লম্বা সুড়ঙ্গ বানিয়ে ফেলতে পারে।
- পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে দৌড়াতে পারা পাখিটি হল- উটপাখি। উটপাখি ঘণ্টায় প্রায় ৭০ কি.মি বেগে দৌড়াতে পারে।
- একটি মুরগী তার জীবদ্দশায় যে পরিমাণ বর্জ্য ত্যাগ করে তা দিয়ে একটি ১০০ ওয়াটের বাল্ব ৫ ঘণ্টা জ্বালানো যাবে।
- একটি গরু প্রতিদিন গড়ে প্রায় ৪০০০০ বার তার চোয়াল নারায়।
- এ পর্যন্ত জানা পৃথিবীর সবথেকে বৃদ্ধ পাখিটি হল- Cocky, নামের এক কাকাতুয়া। লন্ডনের চিরিয়াখানায় তার বাস ছিল। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
- আপনি যদি আপনার বাড়ির পোষা তোতাটিকে ভুলেও চকোলেট খাওয়ান, তাহলে সেটি মারা যাবে। কারন চকোলেট তাদের শরীরে বিষের উৎপত্তি ঘটায়।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- আপনি কি জানেন উইপোকা ২৪ ঘণ্টাই কাজ করে যায়। এমনকি তারা ঘুমায়ও না।
- আপনি কি জানেন গরু মানুষের থেকেও ভালো শ্রোতা। গরু উচ্চ তরঙ্গ এবং নিম্ন তরঙ্গ মানুষের থেকেও ভালো অনুভব করতে পারে।
- এই পৃথিবীতে প্রায় ৩১৫ টি টিয়াপাখির প্রজাতির সন্ধান পাওয়া গেছে।
- একটি কর্মী মৌমাছি তার জীবনে প্রায় ১-১২ চা চামচ মধু সংগ্রহ করে।
- পুরুষ প্ল্যাটিপ্লাসের পায়ে বিষ গ্রন্থি থাকে।
- মাছেদের এমন এক প্রজাতি রয়েছে, যারা জমির মধ্য দিয়ে হাঁটতে পারে। মূলত যখন কোনো স্থানের জল শুঁকিয়ে যায়, তখন তারা এই পদ্ধতিতে অন্যত্র জলের সন্ধানে চলে যায়। সত্যি অবিশ্বাসযোগ্য তাই না!
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
- প্রতিটি বাঘের গাঁয়ের কালো দাগ একজনের থেকে অপর জনের আলাদা হয়ে থাকে ।
- বেড়াল ৩০ ফুট উঁচু থেকে পরে গিয়েও বাঁচতে পারে।
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
প্রাণীদের অবাককরা তথ্য AMZING FACTS OF ANIMALS IN BENGALI ANIMALS AMAZING FACTS IN BENGALI BENGALI***
কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।