দাদাগিরি আমাদের সবার পছন্দের আর এই দাদাগিরির গুগলি গুলোর তো কোনো তুলনাই হয় না। তাই আজ মক টেস্টের আকারে থাকছে দাদাগিরির গুগলি ধাঁধা।
দাদাগিরির গুগলি। গুগলি ধাঁধাঃ-
এগুলি শুধুমাত্র গুগলিই নয়, এগুলি আপনার জেনারেল নলেজ বৃদ্ধি করতেও সাহায্য করবে।

গুগলি শুরু করার জন্য রঙিন START বোতামে ক্লিক করুন।।
আশা করছি এই গুগলি ধাঁধা গুলি আপনাদের পছন্দ হয়েছে। কি ধরণের গুগলি বা ধাঁধা আপনারা চান তা অতি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
চাইলে এই ধাঁধা গুলিও আপনি দেখতে পাড়েন-
বাংলা ধাঁধা উত্তর সহ
ও হ্যাঁ আরেকটি কথা, আপনি কত % স্কোর করতে পাড়লেন, তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন!
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবেঃ-
ফেসবুক-ছাড়পত্র
ফেসবুক গ্রুপ- গল্প Junction
WhatsApp Group- ছাড়পত্র ২
টেলিগ্রাম- CharpatraOfficial
“দাদাগিরির গুগলি। গুগলি ধাঁধা। জীকে মক টেস্ট”




কি কেন কীভাবের উপর গড়ে ওঠা মানুষের জিজ্ঞাসু মন সর্বদাই নতুন দিগন্তের সন্ধানে পা বাড়ায় ৷ প্রতিটি পদক্ষেপেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের ঝুলিতে জমা হয় ৷ সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে ৷ আর সেই কাজেই হাত বাড়িয়েছে ছাড়পত্রের টিম।
ধন্যবাদ।।